রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশ পেয়েছি-বেঁচে থাকার অবলম্বন পাইনি – হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা আফজাল মিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৪

জাকারিয়া মানিক
বস্তায়-বস্তায় টাকা-স্বর্ণালংকার সামনে পেয়েছি। হাতে ধরিনি। লোভ করিনি। যুদ্ধকালীন দেশের অনেকেই লুটপাটে ব্যস্ত ছিল। যুদ্ধ করেছি। দেশের স্বাধীনতা পেয়েছি। বেঁচে থাকার কোন অবলম্বন পাইনি। আজ অমি বড়ই অসহায়। এ কথাগুলো বলেছেন, সুবিধা বঞ্চিত অবহেলিত বীর মুক্তিযোদ্ধা আফজাল মিয়া। তার সুবিধা পাওয়া না পাওয়ার সিদ্ধান্ত আজো সরকারের লালফাইলে বন্দি। তিনি বলেন, এখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দেশ পরিচালনা করছে। অথচ এখনো অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভূয়া মুক্তিযোদ্ধাদের দাপটে তটস্ত, অস্থির।
আলাপকালে কুমিল্লা জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মরহুম ফজল আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আফজল মিয়া (৬৮) বলেন, মুক্তিযুদ্ধ শুরুর আগেই তিনি তৎকালীন আনছার-মুজাহিদ বাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ছুটিতে বাড়িতে ফিরে আসলে শুরু হয় যুদ্ধ। দ্রুত যোগদান করেন কর্মস্থলে। পরে ভারতের মেলাঘরে এক সপ্তাহ থাকার পর চলে যান ধর্মনগর। সেখান থেকে ট্রেনে গৌহাটি। এর ৪দিন পর মেঘালয়। সেখানকার প্রশিক্ষণ শিবিরে প্রায় ৮ মাস দায়িত্ব পালনের পর দেশে ফিরে চিলমারী বন্দরে প্রথম সম্মুখ যুদ্ধে অংশ নেন। সেখানে যুদ্ধে সফল হলে পরদিনই সদলবলে ময়মনসিংহের জামালপুরে চলে যান। জামালপুরে পৌঁছার দিন রাতেই ওই অঞ্চল শত্র“মুক্ত হয়। পরে তারা চলে যান সিলেটেরে কৈলাশ শহরে। সশস্ত্র অবস্থান নেন নিকটস্ত একটি জংগলে। দিন শেষে পথিমধ্যে বানুগাছ এলাকায় শুরু হয় সম্মুখ যুদ্ধ। এ যুদ্ধে নায়েক জিল্লুর রহমান নিহত ও নায়েক সুবেদার মান্নানসহ আহত হয় ৪ জন। ওই যুদ্ধে সফল হলে যখন মৌলভীবাজার চলে যান তখনই ঢাকায় শত্র“পক্ষ আত্মসমর্থন করে। স্বাধীন হয় দেশ।
তিনি জানান, ২৩ বছর বয়সের টগবগে যৌবনকালে তিনি ৩ নং সেক্টরে ব্যাটলিয়ন কমান্ডার মেজর মতিউর রহমানের অধীনে যুদ্ধে অংশ নেন। ব্যাটলিয়ন কমান্ডার মেজর মতিউর রহমানের স্বাক্ষরিত একটি প্রত্যায়নপত্রও রয়েছে তার সংগ্রহে। তার পিতার নামের একটি অক্ষর গড়মিল থাকায় এখনো মুক্তিযোদ্ধা সাময়িক সনদপত্র (আবেদন নং ১১০৮৯, তারিখ ২৭.০১.১৩) পাননি তিনি। গত বছরের ৯ এপ্রিল এ সংক্রান্তে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আব্দুল লতিফ মোল্লা স্বাক্ষরিত একটি পত্র পাঠানো হয়েছিল কুমিল্লার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে। ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ‘সূত্রে উল্লেখিত আবেদনপত্রে জনাব আফজাল মিয়া (গেজেট নং ১৭৯) মুক্তিযোদ্ধা সাময়িক সনদপত্র পাওয়ার জন্য আবেদন করেন। কিন্তু আবেদনকারীর চাহিত নাম ঠিকানা ও গেজেটে উল্লেখিত নাম-ঠিকানার পার্থক্য পরিলক্ষিত হয়।’ ‘আবেদনকারী দাবীকৃত গেজেটে উল্লেখিত নাম, ঠিকানা ও আবেদনে চাহিত নাম, ঠিকানা একই ব্যক্তির কিনা কিংবা গেজেটে উল্লেখিত নাম, ঠিকানায় অন্য কোন ব্যক্তি আছে কিনা এবং আবেদনকারীর সঠিক নাম, ঠিকানা কি হবে এবং তিনি মুক্তিযোদ্ধা কিনা ইত্যাদি বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।’
বীর মুক্তিযোদ্ধা আফজাল মিয়া বলেন, ‘আমার ৩ ছেলে ২ মেয়ে। ২ ছেলে ও ২ মেয়ে বিবাহিত। ছোট ছেলেটি আমার সাথে থাকে। বড় ২ ছেলে কর্মঠ। ছেলেদের সম্পদ, ভিটা-বাড়ি দিতে পারি নাই, তাই তারা আমার ভরণ-পোষণের দায়িত্ব নেয় না। গ্রামের একটি রাস্তার পাশে পরের ভূমিতে খোলা যায়গায় কোন রকমে একটি দোকান চালিয়ে স্ত্রী আর সন্তানকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছি।’moktijodda



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি