শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এ বছর ৩ বাংলাদেশীসহ বিশ্বে ৫৬ সাংবাদিক খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৪

journalist-killed

পূর্বাশা ডেস্কঃ

এ বছর ৩ বাংলাদেশীসহ সারাবিশ্বে ৫৬ সাংবাদিক খুন হয়েছেন। এরমধ্যে চুয়াডাঙ্গার দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক সদরুল আলম নিপুলসহ ৪২ সাংবাদিক খুন হয়েছেন পেশাগত কারণে। চ্যানেল আইয়ের নূরল ইসলাম ফারুকী এবং অপরাধ দমনের শাহ আলম সাগরসহ ১৪ সাংবাদিক খুনের মোটিভ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এ তথ্য এনআরবি জানিয়েছে সারাবিশ্বের সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিয়ে কর্মরত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)। নিউইয়র্কভিত্তিক এই সংস্থার গবেষণা জরিপের তথ্য অনুযায়ী, গত বছর সারাবিশ্বে পেশাগত কারণে খুন হয় ৭০ সাংবাদিক। এরমধ্যে ছিলেন বাংলাদেশের ফ্রিল্যান্স সাংবাদিক আহমেদ রাজিব হায়দার।

এবার পেশাগত কারণে খুন হওয়া সাংবাদিদের মধ্যে সিরিয়া-১০, ইউক্রেন-৫, ইরাক-৫, ইসরাইল ও গাজা উপত্যকা-৪, পাকিস্তান-৩, প্যারাগুয়ে-২, ব্রাজিল-২, আফগাস্তিান-২ এবং বাংলাদেশ, লিবিয়া, বার্মা, মেক্সিকো, আফ্রিকা, কঙ্গো, মিশর, ফিলিপাইন এবং সোমালিয়ায় একজন করে রয়েছেন। বাংলাদেশের সদরুল আলম নিপুলকে ২১ মে খুন করে মাদক ব্যবসায়ীরা।

সিপিজের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে বাংলাদেশের দৈনিক আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানসহ সারাবিশ্বের ২১১ সাংবাদিক কারাগারে ছিলেন। চলতি বছরের এ তথ্য ২৯ নভেম্বর পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য যে, সিপিজে ১৯৯২ সাল থেকে সারাবিশ্বের সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করছে। ঐ বছর থেকে চলতি নভেম্বর পর্যন্ত বিশ্বে পেশাগত কারণে খুন হয়েছেন মোট ১০৮২ জন। এর মধ্যে বাংলাদেশের রয়েছেন ১৫ সাংবাদিক। এরা পেশাগত কারণেই খুন হয়েছেন।

এরা হলেন চুয়াডাঙ্গার দৈনিক মাথাভাঙ্গার সদরুল আলম নিপুল (২০১৪ সালের ২১ মে), ঢাকার ফ্রিল্যান্স সাংবাদিক আহমেদ রাজিক হায়দার (২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি), কাশিপুরের গ্রামের কাগজের জামালউদ্দিন (২০১২ সালের ১৫ জুন), ফরিদপুরের সমকাল প্রতিনিধি গৌতম দাস (২০০৫ সালের ১৭ নভেম্বর), দৈনিক সংগ্রামের খুলনা প্রতিনিধি শেখ বেলালউদ্দিন (২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি), মানিকছড়ির আজকের কাগজ প্রতিনিধি কামাল হোসেন (২০০৪ সালের ২২ আগস্ট), খুলনার জন্মভূমি প্রতিনিধি হুমায়ূন কবীর (২০০৪ সালের ২৭ জুন), খুলনার নিউ এ্যাজ প্রতিনিধি মানিক সাহা (২০০৪ সালের ১৫ জানুয়ারি), উল্লাপাড়ার অনির্বানের সাংবাদিক শুকুর হোসেন(২০০২ সালের ৫ জুলাই), খুলনার দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক হারুন-অর রশীদ (২০০২ সালের ২ মার্চ), খুলনার অনির্বানের সাংবাদিক নেহার আলী (২০০১ সালের ২১ এপ্রিল), দৈনিক জনকন্ঠের যশোর প্রতিনিধি শামসুর রহমান (২০০০ সালের ১৬ জুলাই), ঝিনাইদহের দৈনিক বীর দর্পণের সাংবাদিক মীর ইলিয়াস হোসেন (২০০০ সালের ১৫ জানুয়ারি), যশোরের দৈনিক রানারের সম্পাদক সাইফুল আলম মুকুল (১৯৯৮ সালের ৩০ আগস্ট) এবং নিলফামারীর নীল সাগরের সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান (১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি)।

১৯৯২ সালে চলতি নভেম্বর পর্যন্ত বাংলাদেশে আরো ৮ সাংবাদিক খুন হয়েছেন। তবে তারা যে পেশাগত কারণেই খুন হয়েছে তা নিশ্চিত হতে পারেনি সিপিজে। এরমধ্যে চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর-রুনিও রয়েছেন। পেশাগত কারণেই এ দম্পতি বিশেষ মহলের হাতে খুন হয়েছেন বলে দেশ ও প্রবাসে ব্যাপক জনশ্রুতি থাকলেও সিপিজে এই খুনের মোটিভ এখন পর্যন্ত উদঘাটনে সক্ষম হয়নি কেন-এ প্রশ্ন প্রবাসের সুধীজনেও রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি