শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাংবাদিক জগলুল চৌধুরী নিহতে, তদন্ত কমিটি গঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৪

7777_59774
পূর্বাশা ডেস্কঃ
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় রোববার ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিআরটিএ-এর পরিচালক মশিউর রহমানকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ট্রাফিক উত্তরের ডিসি ইমতিয়াজ আহমেদ, ডিটিসিএ-এর আরবান প্ল্যানার নাহমুদুল হাসান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান।

গঠিত এ তদন্ত কমিটি বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করবে। একই সঙ্গে এ দুর্ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করবে। পাশাপাশি ভবিষ্যতে এভাবে যেন আর কোনো তাজাপ্রাণ অকালে ঝরে না পড়ে সেজন্য কিছু সুপারিশ পেশ করবেন।

উল্লেখ, শনিবার রাত ৮ টার দিকে কারওয়ান বাজার এলাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন জগলুল আহমেদ চৌধুরী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি