শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দৈনিক বর্তমান বন্ধ ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৪

ডেস্ক রিপোর্ট : বিনা নোটিশে অনির্দিষ্টকালের জন্য দৈনিক বর্তমান বন্ধ ঘোষণা করা হয়েছে। হঠাৎ করে পত্রিকাটি বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন এতে কর্মরত সংবাদকর্মীরা। পত্রিকাটি রবিবার পর্যন্ত চালু ছিল। সরেজমিন সোমবার সকালে বর্তমান অফিসে প্রবেশের আগেই লিফটের দরজার পাশে স্বাক্ষরবিহীন একটি কাগজে হাতে লেখা নোটিশ চোখে পড়ে। অফিস তালাবদ্ধ। আর নোটিশে লেখা রয়েছে ‘দৈনিক বর্তমান পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল। আদেশক্রমে কর্তৃপক্ষ।’

নাম প্রকাশ না করার শর্তে পত্রিকাটির এক সংবাদকর্মী দ্য রিপোর্টকে বলেন, ‘রাতের আঁধারে পত্রিকা বন্ধ করে মালিকপক্ষ ঠিক করেনি। আমাদের তিন মাসের বেতন বকেয়া আছে। আমরা সাংবাদিকরা সবার অধিকার নিয়ে কথা বলি, সংবাদ লিখি। অথচ আমাদের অধিকার নিয়ে কেউ সোচ্চার নন। মনে হচ্ছে, আমাদের কোনো অভিবাবক নেই।’

পত্রিকার কয়েকজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, রবিবার অফিস ত্যাগ করার আগে পত্রিকাটির ডেপুটি এডিটর দুলাল আহমদ চৌধুরী শারীরিক অসুস্থতার কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেন। এর পর সোমবার সকালেই পত্রিকাটি বন্ধ ঘোষণা করা হয়।

তারা আরও জানান, দুলাল আহমদ চৌধুরী রবিবার রাতেই মালয়েশিয়া গেছেন। পত্রিকাটি বন্ধের প্রসঙ্গে কথা বলতে দুলাল আহমদ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। দৈনিক বর্তমানের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান শিপলু পত্রিকাটি বন্ধের বিষয়ে বলেন, ‘রবিবার রাতেই পত্রিকা বন্ধের বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানি না।’ তিনি আরও জানান, গত রাতে দুলাল আহমদ চৌধুরী মালয়েশিয়া গেছেন। এটা তার পূর্ব নির্ধারিত কর্মসূচি। অন্যদিকে দৈনিক বর্তমানের প্রধান প্রতিবেদক আনোয়ারুল করীম রাজু বলেন, দুলাল আহমদ চৌধুরী দেশের বাইরে গেছেন। তবে কোন দেশে গেছেন, সে বিষয়টি তিনি জানেন না বলে জানান।Bartoman_thereport24



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি