শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিশ্বসেরা স্ট্রাইকারের তালিকায় মেসি, রোনালদো, নেইমার


বিশ্বসেরা স্ট্রাইকারের তালিকায় মেসি, রোনালদো, নেইমার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৪

Messi_Neymar_Ronaldo_banglanews24_564815297
স্পোর্টস ডেস্কঃ
ফিফা বিশ্ব একাদশের প্রাথমিক তালিকায় মনোনীত হয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। তিনজনই স্ট্রাইকারদের মধ্যে ১৫ জনের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন।

রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো এ মৌসুমে দুর্দান্ত খেলছেন। গ্যালাকটিকোদের হয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে ২৬ গোল করেছেন। তিনি এ মৌসুমে এখন পর্যন্ত লা-লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে ২০ গোল করেছেন। এছাড়াও জাতীয় দল পর্তুগালের হয়ে এ বছরে এখন পর্যন্ত নয় ম্যাচে পাঁচ গোল করেছেন।

অন্যদিকে মেসি লা-লিগা ও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন। এই খুদে জাদুকর বার্সার হয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন। এছাড়াও জাতীয় দল আর্জেন্টিনার হয়ে এ বছরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে আট গোল করেছেন।

অপরদিকে নেইমার বর্তমানে বার্সেলোনার হয়ে দারুণ একটি মৌসুম পার করছেন। বার্সার হয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন।

এছাড়াও জাতীয় দলের হয়ে নেইমার আরো বেশি উজ্জ্বল। এ বছরে সেলেকাওদের হয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ১৫ গোল। সদ্য শেষ হওয়া ব্রাজিল বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে চার গোল করেছিলেন।

এদিকে ১৫ জনের প্রাথমিক তালিকায় বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকারদের আধিপত্যই বেশি। বায়ার্ন থেকে আছেন ফ্রাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন, থমাস মুলার ও রবার্ট লেবানদস্কি।

উল্লেখ্য যে, গত বছর ফিফা বিশ্ব একাদশের সেরা তিন স্ট্রাইকার হয়েছিলেন মেসি, রোনালদো ও জ্লাতান ইব্রাহিমোভিচ।

সম্পূর্ণ তালিকা: সার্জিও আগুয়েরো, গ্যারেথ বেল, করিম বেনজেমা, দিয়েগো কস্তা, ক্রিস্টিয়ানো রোনালদো, জ্লাতান ইব্রাহিমোভিচ, রবার্ট লেবানদস্কি, লিওনেল মেসি, থমাস মুলার, নেইমার, মার্কো রিউস, আরিয়েন রোবেন, ফ্রাঙ্ক রিবেরি, ওয়েইন রুনি, লুইস সুয়ারেজ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি