শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসি থাকলে সুয়ারেজ গুরুত্বহীন: ওয়েঙ্গার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০১৪

messi_banglanews24_419268905
স্পোর্টস ডেস্ক
আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, বার্সেলোনায় আধিপত্য বিস্তার করা লিওনেল মেসির কাছে এ মৌসুমে যোগ দেয়া লুইস সুয়ারেজ গুরত্বহীন।

উরুগুইয়ান এই তারকা গত মৌসুমে ইংলিশ ‍প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ৩৩ ম্যাচে ৩১ গোল করেছিলেন। তবে এ মৌসুমে নতুন ক্লাবের হয়ে লা লিগায় এখন পর্যন্ত কোন গোলের দেখা পাননি।

এদিকে গানার কোচ আত্মবিশ্বাসী যে ২৭ বছরের এই তারকা লুইস এনরিকের অধীনে ভালো খেলবে। তবে তিনি জানিয়েছেন, লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসি থাকাকালিন সুয়ারেজ কখনো সেরাটা খেলতে পারবে না।

ওয়েঙ্গার বলেন, ‘ যে দলে মেসির মত আধিপত্য বিস্তার করা ফুটবলার আছে সেখানে পারর্ফম করা খুবই কঠিন। খেলায় সাধারণত ভালো ফুটবলাদের দিকেই যায়। তাই বার্সায় খেলাটা সবসময় মেসির পক্ষেই যাবে। আর এখানে এটা প্রমান করে দলের অন্য ফুটবলারদের সহযোগী হিসেবে খেলতে হয়।’

তিনি আরো বলেন, ‘ যখন আমরা বার্সার খেলা দেখি তখন চিন্তা করি লিভারপুলে সুয়ারেজ ছিল অসাধারণর তবে এখানে সে কোথায়। আমি আশা করি সুয়ারেজ তার জায়গা খুজে পাবে তবে এখানে এটা খুবই কঠিন হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি