শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসিই খেলার মোড় ঘুরিয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৪

messi_bg_banglanews24_852965128
স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসির অসাধারণ হ্যাটট্রিকে এসপিওনালের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। আর আর্জেন্টাইন অধিনায়কের এই দারুণ পারফরম্যান্সের পর শিষ্যের প্রসংশা করলেন লুইস এনরিক।

এনরিক জানান, কাতালান ডার্বি ম্যাচে মূলত মেসিই খেলার মোড় ঘুরিয়েছে। আর বার্সার এই জয়ে তারই সবচেয়ে বড় ভূমিকা।

এদিন ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথিয়েতা দেয় বার্সা। তবে খেলার ১৩ মিনিটেই সার্জিও গার্সিয়ার গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এদিকে খেলার প্রথমেই পিছিয়ে পড়লেও মেসির অসাধারণ গোলে সমতায় ফেরে দলটি।

বিরতি থেকে ফিরে পাঁচ মিনিট পরেই মেসি আরো একটি অসাধারণ গোল উপহার দেন সমর্থকদের। পরে জেরার্ড পিকে ও পেদ্রোর আরো দুটি গোলের পর নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। আর ম্যাচ শেষে মেসির শুধু গুনগানই গাইলেন এনরিক।

এনরিক বলেন, ‘ এসপিওনাল প্রথমেই এগিয়ে যাওয়ার আম‍াদের জন্য খেলাটি কঠিন হয়ে পড়েছিল। তবে আমরা ম্যাচে ফিরে আসতে পেরেছি। দলটি দুটি নিশ্চিত শট মিস করেছে। তবে মেসির সমতাসূচক গোলটি আমাদের প্রেরণা জুগিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ মেসি বার্সার হয়ে শেষ চার ম্যাচে তিনটি হ্যাটট্রিক করেছে। ডার্বি ম্যাচে সে শুধুমাত্র গোলই করেনি ম্যাচের মোড়ও সে ঘুরিয়েছে।’

২৭ বছরের মেসি এদিন বার্সার হয়ে প্রীতি ম্যাচ মিলিয়ে ৪০০টি গোল করার রেকর্ড গড়লেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ১৯৪০-৫০ দশকের কিংবদন্তি সেজার রদ্রিগেজ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি