শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রেকর্ড গড়ে রিয়ালের জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৪

real_madridbg_553135183
স্পোর্টস ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লুদোগোরেটসকে হারিয়ে আগেই শেষ ষোলতে জায়গা করে নেওয়া রিয়াল মাদ্রিদ শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন হয়েছে। লুদোগোরেটসকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এ ম্যাচেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন রিয়াল তারকা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া গোল পেয়েছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল, আরবেলোয়া আর মেদরান।

ম্যাচের ১৯তম মিনিটে নিজেদের ডি বক্সে ভারানের হেড থেকে যাওয়া বলে হাত লাগিয়ে লাল কার্ড পান লুদোগোরেটসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলিনচো। আর পেনাল্টির সুযোগ পাওয়া রিয়ালকে গোল উপহার দেন রোনালদো। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধের ২০ মিনিটের মাথা থেকে দশ জনের দল নিয়ে খেলতে থাকে লুদোগোরেটস। আর সেই সুবাদে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় রিয়াল। ম্যাচের ৩৮তম মিনিটে দলের লিড দ্বিগুন করেন বেল। টনি ক্রুসের অ্যাসিস্ট থেকে গোলটি করেন বেল। প্রথামর্ধে আর কোনো গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে আরো বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ৭৯তম মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন আরবেলোয়া। আর লুদোগোরেটসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেদরান। ম্যাচের ৮৮ মিনিটের মাথায় জেসে রদ্রিগেজের অ্যাসিস্টে দলের চতুর্থ গোলটি করেন মেদরান।

ফলে, ৪-০ গোলের জয় নিয়ে সব রকমের প্রতিযোগিতায় টানা ১৯তম ম্যাচ জিতে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি