বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিশ্বকাপের জন্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ


বিশ্বকাপের জন্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৫

10896891_822244494484689_1285842957778756567_n
স্পোর্টস করেসপন্ডেন্ট
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের জন্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। রোববার দুপুরে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর। এ আসরে অংশ নেওয়া প্রতিটি দলকে আগামী ৭ জানুয়ারির মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই প্রেক্ষিতে ৩ দিন আগেই বিসিবি চূড়ান্ত দলের ঘোষণা দিল।

রোববার বেলা ৩টায় এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দল ঘোষণা করা হয়। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ, নির্বাচক কমিটির দুই সদস্য মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন।
কে থাকবেন বিশ্বকাপ দলে, আর ৩০ সদস্যের প্রাথমিক দল থেকে কে বাদ পড়বেন- স্বাভাবিকভাবেই এ নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ছিলেন দারুণ কৌতূহলী।

বিসিবি ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল গত বছরের ৬ ডিসেম্বর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে বিশ্বকাপ প্রাথমিক দলে সুযোগ পাওয়া ৩০ ক্রিকেটারের পারফরম্যান্স মনিটরিং করে চূড়ান্ত দল ঘোষণা করলো বিসিবি।

এবারের ঘোষিত দলে ৬ জনের রয়েছে আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। এছাড়া বিশ্বকাপে নতুন করে ৯ জন খেলবেন প্রথমবারের মতো। বিশ্বকাপের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। আর মাশরাফির ডেপুটি হিসেবে থাকছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ দল: তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির আহমেদ রুম্মন, নাসির হোসেন, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদ্দুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম ও আরাফাত সানি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি