শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজনীতিতে টার্নিং পয়েন্ট মার্চ !


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৫

017045158_30100
বিশেষ প্রতিবেদনঃ
মার্চ মাস হতে পারে রাজনীতিতে টার্নিং পয়েন্ট। চলমান সংকট সমাধানের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হতে পারে। সংকটের সমাধান না হলেও সরকারের উপর চাপ বাড়বে। বিএনপি আন্দোলন থেকে কোন ভাবেই পিছু হটবে না। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা আন্দোলন থেকে সরে গেলে আর এখনকার মতো পরিস্থিতিতে আসতে পারবেন না মনে করেই কোন ছাড় দিতে রাজি নন। খালেদা জিয়া মনে করছেন হয় সরকার সমঝোতা করতে উদ্যোগী হবেন না হলে আন্দোলন চলবে।
এদিকে তিনি এই অনড় অবস্থানে থাকায় সরকারও তাকে ও তাদের আন্দোলন দমনে কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু এই দুই দলকে অনড় অবস্থান থেকে সরিয়ে আনার জন্য আন্তর্জাতিক মহল তৎপর হয়েছে। তারা সরকারের সঙ্গে আলোচনাও চলছে।
এদিকে একটি সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসতে পারেন মার্চে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে এই সফর হতে পারে। এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যময় বলেও তারা মনে করছেন। অভ্যন্তরীণভাবে সরকার যখন এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেই হিসাবে মোদী ওবামার চাওয়া বাংলাদেশের জন্য পূরণ করার জন্য কাজ করলে রাজনীতিতে নতুন মেরুকরণও হতে পারে। মোদীর সঙ্গে ওবামা ভারত সফরকালে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করেছেন। সেই হিসাবে দুই দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার উদ্যোগও নিয়েছেন। সব মিলিয়ে তারা ফেব্র“য়ারিতেই সংকটের সমাধানের সূচনা করতে চাইছেন। তবে সরকার অনমনীয় থাকায় তা পারছেন না। তাদের টার্গেট রয়েছে মার্চ।
এদিকে মোদী আসার বিষয়টি নিশ্চিত হতে আরো কিছুটা সময়ও লাগতে পারে। তার সঙ্গে ঢাকায় আসতে পারেন কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রী, আসাম, ত্রিপুরা, মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভারতের কাছে বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি মোদীর সফর সঙ্গী হচ্ছেন না। তবে তিনি বাংলাদেশে আসছেন ২১ ফেব্র“য়ারি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসছেন। তা হলেও তার এই সফরও রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ।
সূত্র জানায়, বাংলাদেশ ও ভারত দুই দেশের জনগণের মধ্যে কোনো দূরত্ব নেই। তারা একে অপরের গভীর মমতার বন্ধনে আবদ্ধ। কোনো দ্বন্দ্ব-বিরোধ, স্থুল স্বার্থবাদিতা এই মৈত্রীর বন্ধনকে ছিন্ন বা দীর্ঘমেয়াদে ব্যাহত করতে পারবে না। সেটাই তারা দুইজনই করতে চান। এটাও চান নিকট প্রতিবেশির সাথে মধুর সম্পর্ক প্রতিষ্ঠা ও তা অব্যাহতভাবে বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের আকাঙ্খার বাস্তবায়ন এবং বিশ্ববাসির সামনে ভারতের উদার গণতান্ত্রিক মৈত্রীর মনোভাব প্রতিষ্ঠা করা অন্যতম লক্ষ্য। সেই হিসাবে তারা কাজ করছে। ভারত ইতোমধ্যে তার পররাষ্ট্র সচিব পরিবর্তন করেছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিব পদেও নতুন মুখ বসিয়েছেন। মোদী তার লক্ষ্য অর্জনে নতুন নতুন মুখকে দায়িত্ব দিচ্ছেন।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রেন নব নিযুক্ত রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব¬ুম বার্নিকাট রাষ্ট্রপতির এডভোকেট আব্দুল হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচত্র পেশ করেছেন বুধবার। বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছেন। তিনি কাজ শুরু করার আগের দিন মঙ্গলবার ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে ফিল র্যাইনার বলেছেন, বাংলাদেশ প্রশ্নে ওবামা-মোদি আলোচনা হয়েছে এবং আলোচনা অব্যাহত আছে। এই কথা বলার ২৪ ঘন্টা পাড় হতে না হতেই মার্শা বার্নিকাট দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে। তাদের মধ্যেও ওবামা ও মোদীর বাংলাদেশ নিয়ে আলোচনার বিষয়টি প্রতিফলিত হযেছে। তারাও বাংলাদেশের পরিস্থিতি পর্যকেবক্ষণ করছেন। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি। তা না বললেও মার্কিন কোন রাষ্ট্রদূতের কাজ শুরু করার প্রথম দিনেই ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নজির। তবে তা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ফল বয়ে আনবে বলে কুটনীতিক বিশে¬ষকরা মনে করছেন। তারা মনে করছেন, বাংলাদেশের যে চলমান সংকট চলছে তা নিরসন করতে দুই দল একে অপরকে বললেও কার্যত তেমন কোন উদ্যোগ নিবে না যাতে করে সাফল্য আসতে পারে। এই কারণে জাতিসংঘ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে। এই অবস্থায় ভারত এতদিন অনেকটাই নীরব ছিল। আর এই নীরবতা তারা ভাঙ্গেন মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার ২৫-২৭ জানুয়ারির ভারত সফরের পর। বারাক হোসেন ওবামা ভারতের প্রজাতন্ত্র দিবেস প্রধান অতিথি হিসাবে সেখানে আসেন। সেখানে প্রচন্ড রকম আন্তরিকতা দেখান । চুক্তিও স্বাক্ষর করেন। মোদী ও তার মধ্যকার সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। তাদের এই সম্পর্কে অনেকটাই চিন্তিত পাকিস্তান, চীন ও রাশিয়া। তারাও তাদের মতো করে বিষয়টি চিন্তা করে তাদের মতো করে এগুচ্ছেন।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। ওই সময়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকটি না হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হয়। কিন্তু সেটি শেষ পর্যন্ত সফল হয়নি। সুষমা স্বরাজ তার সঙ্গে বৈঠক করার বিষয়ে অনড় ছিলেন। এই কারণে তাদের বৈঠকও হয়। ওই সময়ে ওই একান্ত বৈঠকও করেন। সেটা সরকারের জন্য টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। তবে তিনি যাবার সময়ে বলে গিয়েছিলেন বাংলাদেশের জনগনের সঙ্গেই ভারতের সম্পর্ক। কোন দলের সঙ্গে নয়। জনগণের চাওয়াকেই তারা প্রাধান্য দেন। এই পর্যন্ত ঘটনা ছিল প্রকাশ্যে। এরপর ভেতরে ভেতরে নানা হিসাব নিকাশ হয়েছে। এখনও হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা ভারত সফর করার পর বিষয়টি সামনে চলে আসে। তা হচ্ছে ৫ জানুয়ারির বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ভারতের কংগ্রেস সরকারের পুরোপুরি সমর্থন রয়েছে বলে ভারতের ওই সময়ের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশ সফর করে জানান। তিনি বিএনপি চেয়ারপারসনকেও নির্বাচনে অংশ নেওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু সেটা খালেদা জিয়া করেননি। তবে এরশাদকে সুজাতা সিং নির্বাচনে যাওয়ার জন্যে চাপ দিলে তিনি সেটা ফাঁস করে দেন বিভিন্ন গণমাধ্যমের কাছে। সেই এরশাদ এখন ভারতে ব্যস্ততম সময় কাটাচ্ছেন।
এটা সবাই জানেন যে সুজাতা সিং কংগ্রেস সরকারের বার্তা নিয়ে এসেছিলেন যে কোনভাবেই হোক ৫ জানুয়ারির নির্বাচন হতেই হবে। সেটা বিএনপি না আসলেও হবে। হয়েছেও তাই। কিন্তু সেই নির্বাচন নিয়ে পরে নানা প্রশ্ন উঠেছে। ভারতের কংগ্রেস সরকার আওয়ামী লীগকে নির্বাচনের ব্যাপারে সব ধরনের সহায়তা করার পর যখন ভারতের কংগ্রেস বিজেপির কাছে পরাজিত হয় তখন সরকার গঠন করে বিজেপি। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। আর ভারতের বিজেপির ক্ষমতাসীন হওয়ার জন্য খালেদা জিয়া ও তারেক রহমান বিভিন্ন ভাবে সমর্থন ও সহযোগিতা করেছেন বলেও খবর রয়েছে। আবার কংগ্রেস যাতে ক্ষমতাসীন হয় সেই বিষয়টিও আওয়ামী লীগ চেয়েছে, কাজ করেছে। আর এই কারণে নরেন্দ্র মোদী ক্ষমতাসীন হওয়ার পর পুরো বিষয়গুলো জেনেছেন। তবে এই সরকার নির্বাচন করার পর গঠিত হলেও তিনি হিসাবে ভুল করেননি। এই সরকারের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করে যাচ্ছেন, সহায়তা করে যাচ্ছেন। বিএনপি হিসাব মেলাতে পারেনি, এতোদিন খালেদা জিয়া মনে কলেছিলেন তিনি মোদীর একক সমর্থন পাবেন। কিন্তু সরকারের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি দেখে তিনি কিছুটা হতাশ হয়ে পড়ছিলেন। কিন্তু সেই হতাশা এখন কাটিয়ে উঠেছেন। কারণ ওবামার ভারত সফরের পর নরেন্দ্র মোদী দুই দিনও পার হতে দেননি। সুজাতা সিং কে অত্যন্ত অপমানকজনকভাবে তিনি বরখাস্ত করেন। সেটা তার জন্য অপমান ও লজ্জাজনক বলেও তিনি সেখানকার গণমাধ্যমে বলেছেন। তবে মোদীর পররাষ্ট্রনীতি বাস্তবায়নের ক্ষেত্রে তিনি বড় বাঁধা ছিলেন বলেও শোনা যাচ্ছিল। তাকে ওবামার সফরের পর সরিয়ে দেন। আর তার জায়গা অধিষ্টিত করেন মার্কিন সরকারের ঘনিষ্ট ভারতীয় কুটনীতিক জয়শংকরকে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ছাড়াও দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশি¬ষ্ট বিষয় নিয়ে কাজ করেও মোদীকে সাফল্য দেখিয়েছেন। এছাড়াও মোদী যখন গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন ওই সময়ে জয়শংকর মোদীর দৃষ্টিতে পড়েন। প্রত্যেকটি কাজে সাফল্য এনে দেন। এবার ওবামার সফরেও তার বিশেষ অবদান রয়েছে। এই কারণে মোদী তাকে মূল্যায়ন করেছেন। সেই হিসাবে মোদী তার পররাষ্ট্র নীতি কার্যকর করার জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের রাজনীতির হিসাবও বদলে যাচ্ছে।
এদিকে সূত্র জানায়, খালেদা -অমিত শাহর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। অমিত শাহই ফোন করেছিলেন খালেদাকে। কিন্তু স্টো তারা প্রকাশ হোক তা চাননি। কিন্তু বিএনপির তরফ থেকে ফাঁস করে দেওয়ার কারণে পরে সেটি চেপে যেতে হয়। ওই বিষয়টি অমিত শাহর ব্যক্তিগত ওয়েব সাইটেও ছিল বলে একাধিক সূত্র জানায়। যদিও পরে তা সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে ফোন করেছিলেন। তাদের মধ্যে কথাও হয়েছে। এনিয়ে দুই নেতার মধ্যে কথায় মোদীও চলমান সংকট সমাধানের জন্য সংলাপে বসার অনুরোধ করেছেন হাসিনাকে। এই ব্যাপারে খবর প্রকাশের পর তা সঠিক নয় বলে দাবি করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা পরে খবরটি যারা প্রকাশ করেছিলে তাদের কেউ কেউ প্রত্যাহার করে। তবে এই ব্যাপারে একটি সূত্র বলেছে ঘটনাটি সত্য। তবে তা প্রকাশ হোক এটা চাইছে না সরকার। এই কারণে হাইকমিশনকেও এই ব্যাপারে কোন ধরনের কথা না বলার জন্য বলা হয়েছে। এই কারণে তারা এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। এদিকে বিএনপির সূত্র জানায়, বিএনপি আশাবাদী ছিল ওবামা ভারত সফর করলে মোদীর সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করলে একটা সমাধান আসবে। ওবামা তথা মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের চলমান সংকটের নিরসন এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করে সব দলের অংশগ্রহণে নির্বাচন। এটা তারা ২০১৩ সাল থেকে বলে আসছেন। সরকার কোন গুরত্ব দিচ্ছে না। মার্কিন রাষ্ট্রদূত হিসাবে এর আগে ছিলেন ড্যান ডবি¬উ মজিনা তিনি তিন বছর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেও সফল হতে পারেননি। তাকে সময় দেওয়া হয়নি।
এই ধরনের একজন কুটনীতিককে সময় না দেওয়ার বিষয়টি ভালভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। তার উপর তাকে সরকারি দলের সাধারণ সম্পাদক কাজের মেয়ের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন কাজের মেয়ে মর্জিনা এসে হাত ধরে খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে না। এটাও যুক্তরাষ্ট্র ভালভাবে নেননি। এরপর আবার যখন নিশা দেশাই বাংলাদেশ সফর করে সংকট সমাধানের জন্য তাগিদ দেন খালেদা যিার সঙ্গে একান্ত বৈঠক করেন তখনও তিনি বলেন দুই আনার মন্ত্রী। এটাও যুক্তরাষ্ট্র ভালভাবে নেয়নি। এছাড়াও প্রধানমন্ত্রী নিজেও মার্কিন যৃুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে কি বলেছেন না বলেছেন সেটা বলেছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রকেও তুচ্ছতাচ্ছিল্য করেছেন। এটা ওবামা মেনে নিতে পারেননি। এই কারণে বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য তার প্রয়োজন ছিল ভারতের সমর্থন। মোদী সরকার আসার পর তার সেই পথ অনেকটা প্রসারিত হয়। তারা দুইজন বাংলাদেশের ব্যাপারে জনগণের স্বার্থ সংশি¬ষ্টগুলো ছাড়াও তাদের স্বার্থ সংশি¬ষ্ট বিষয়গুলো দেখছে।
এদিকে এখন বিএনপি সরকারের সঙ্গে এতদিন আলোচনার কথা বললেও এখন আর বলছে না। এখন তারা মনে করে সরকারকে বিএনপির সঙ্গে সমঝোতা করতে হলে সরাসরি নয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের মাধমেই সমস্যার সমাধান হতে হবে। ইতোমধ্যে ওই সব কুটনীতিকরা গতমাসে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দুই দফা বৈঠক করেছেন। তারা বিএনপির কাছ থেকে জেনে নিয়েছেন তারা কি হলে নির্বাচনে রাজি হবেন। সেইভাবেই পথ চলছেন। সরকারকে তারা সমঝোতার দিকে আনার চেষ্টা করছেন সরকার তাতে কোন ভাবেই রাজি নয়। সরকার পাঁচ বছর মেয়াদ পূরণ করতে চাইছে। কিন্তু আন্তর্জাতিক মহল তা মানতে নারাজ। এই অবস্থায় তারা চেষ্টা করেই যাচ্ছেন।
আর ঠিক এই সময়েও কাজ শুরু করলের মার্কিন যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব¬ুম বার্নিকাট। তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয় পত্র পেশ করেন বুধবার। তিনি বাংলাদেশে আসেন ঠিক ওবামা যেদিন ভারত সফরে আসেন তার আগের দিন ২৪ জানুয়ারি। আসার পর এতদিন তাদের অভ্যন্তরীণ কাজ ছাড়া অন্য কিছুই করেননি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু বুধবার তিনি যখন ভারতীয় হাইকমিশনার পংকজ শরণের সঙ্গে দেখা করেন ও বৈঠক করেন তাতে স্পষ্ট হয়ে যায় ওবামা ও মোদী যেটাই চাইছেন বাংলাদেশের জন্য তারা এখন সেই কাজটি করতে যাচ্ছেন। আর এতে করে আশান্বিত হয়ে উঠছে বিএনপি।
সূত্র জানায়, বিএনপি জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলকে জানিয়েছে তারা জাতীয় সরকার চায়। জাতীয় সরকার হলে তিন মাসের মধ্যে নির্বাচন দিবে। আর নির্বাচনের জন্য লেভেল পে¬য়িং নিশ্চিত করতে হবে। এই জন্য নির্বাচন কমিশন, দুদক, সরকারি কর্মকমিশন পুনর্গঠন করতে হবে। পুলিশ ও প্রশাসনে ব্যাপক রদবদল করতে হবে। এছাড়াও আরো সকল কাজ করতে হবে। একমাসের মধ্যে তা সম্পন্ন করেই বাকি দুই মাসের মধ্যে নির্বাচন করতে হবে। এনিয়ে তৎপরতাও চলছে। এই অবস্থায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই ধরে নিচ্ছেন কুটনীতিক বিশে¬ষকরা।
এদিকে সংকট নিরসনের জন্য আলোচনার বসার উদ্যোগ নিতে জাতিসংঘের কাছেও অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ চিঠি দিয়েছেন। এখানে যখন এই অবস্থা ঠিক এর কয়েক ঘন্টা আগে নিউয়ির্ক থেকে এনা জানিয়েছে, ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে ফিল র্যাইনার বাংলাদেশ প্রশ্নে ওবামা-মোদি আলোচনা হয়েছে এবং আলোচনা অব্যাহত আছে বলে কাভার দেন। জানান, বাংলাদেশে গণতন্ত্র, ভোটের অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে গত ২৬ জানুয়ারি ভারত সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এখনো আলোচনা অব্যাহত আছে। এটা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র পরিচালক ফিল র্যাইনার। বাংলাদেশ প্রশ্নে শীর্ষ দুই নেতার মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথাও জানান ফিল র্যাইনার। গত ৩ ফেব্র“য়ারি মঙ্গলবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টারে ওবামার ভারত সফর নিয়ে আয়োজিত প্রেস কন্সফারেন্সে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও কূটনীতিক মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। নিউইয়র্কের ফরেন প্রেস সেন্টার থেকে ভিডিও কনফারেন্সে মুশফিকুল ফজল আনসারী র্যাইনারের কাছে জানতে চান, প্রেসিডেন্ট ওবামা তার সাম্প্রতিক ভারত সফরের সময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বারোপ করেছেন। অথচ র্যাইনার বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফর করেছেন, সে সময় সফর সঙ্গী হিসেবে আমি একটি বিষয় লক্ষ্য করেছি, প্রেসিডেন্ট ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ স্থান পেয়েছে। আমরা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে অংশগ্রহণমূলক নির্বাচন দেখেছি, যেটি একটি উদাহরণ। আমরা সাম্প্রতিক শ্রীলংকায়ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখেছি। নিশ্চিতভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা উত্তেজনাপূর্ণ। এ সফরে দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি ও নাগরিক শক্তির যে উত্থান হয়েছে তাতে একমত পোষণ করেছেন। আমরা বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। বাংলাদেশ প্রশ্নে দুই নেতার (ওবামা-মোদি) মধ্যে এখনও আলোচনা অব্যাহত আছে বলে তিনি উলে¬খ করেন ।
বার্নিকাট যুক্তরাষ্ট্রের দূতের দায়িত্বে যখন বাংলাদেশে আসেন তখন অনির্দিষ্টকালে অবরোধ চলছে। সেই সঙ্গে হরতালও চলছে। বিএনপি জোট দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে যাবে না বলেও ঘোষণা দিয়েছে। তারা চায় দ্রুত নির্বাচন। এদিকে ৫ জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। মার্শা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ছাড়পত্র পাওয়ার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির শুনানিতে নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেছিলেন। তিনি বাংলাদেশে আরও বেশি প্রতিনিধিত্বমূলক সরকার নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসারও আহ্বান জানান। তার সেই কথার প্রতিফলন ঘটানোর জন্য তিনি কাজ করতে পারেন।
এদিকে মার্শাকে রাষ্ট্রদূত হিসাবে তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক শক্তিশালী হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সাম্প্রতিক সময়ে সহিংসতার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেছেন, সন্ত্রাস ও সহিংসতা গ্রহণযোগ্য নয়, কারণ এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। রাষ্ট্রদূত মার্শা বলেন, সন্ত্রাস ও সহিংসতা গণতন্ত্রের পথ হতে পারে না। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এবং জিএসপি সুবিধা নিয়েও তার সঙ্গে রাষ্ট্রপতি আলোচনা করেন। দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। মার্শা বার্নিকাট বলেন, তিনি জিএসপিসহ তৈরি পোশাক খাতের বাধা দূর করতে কাজ করবেন। রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং দুই দেশের স্বার্থ সংশি¬ষ্ট বিষয়ে আরও আলোচনার ওপর গুরুত্ব দেন।
সংশি¬ষ্টদের অভিমত, দেশের চলমান হরতাল অবরোধ পরিস্থিতির কারণেই বার্নিকাট এই সময় নিলেন। তিনি দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, মার্শা অবশ্যই মার্কিন নীতি অনুসরণ করে চলবেন। দেশে যে অস্থিরতা চলছে, তাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আতাউর রহমান এসম্পর্কে বলেন, ভারত তার নিজের স্বার্থেই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চাইবে। আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্কের জন্য বাংলাদেশর পরিস্থিতি স্থিতিশীল থাকুক তার জন্য ভারত চেষ্টা করবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশের পর দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এরকম পরিস্থিতির সমাধানের পথ খুঁজতে দেশীয় ও আন্তর্জাতিক চাপ বাড়ছে। এরকম চাপ না বাড়লে রাজনীতিবিদরা সমাধানের পথে যাবেন না। তিনি বলেন, এর আগেও বিভিন্ন সময় রাজনৈতিক সংকট সমাধানের জন্য অনেক বিদেশি উদ্যোগ নেয়া হয়েছে, কিন্তু তার সফলতা জাতি দেখেনি। এবার বিদেশিরা যে উদ্যোগ নিচ্ছে তাতে সফলতা আসবে বলে আশা করি।
এদিকে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে দুই বড় রাজনৈতিক দলের মাঝে সংলাপ করার উদ্যোগ নিতে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বিশিষ্ট নাগাকিররা। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সচেতন প্রত্যেক নাগরিকের অবস্থান থেকেই উদ্যোগ নেয়া উচিত বলে মনে করেন তারা। তবে রাজনীতিবিদদের মাঝে সদিচ্ছা ও আন্তরিকতা না থাকলে বিদেশি কোন উদ্যোগই কাজে আসবে না বলে মনে করেন কোন কোন বিশেষজ্ঞ। তারা মনে করেন, রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন না হলে দেশের ভেতর থেকে আর বাইরে থেকে যে উদ্যোগই নেয়া হোক তা সফল হবে না।
সব মিলিয়ে চলমান পরিস্থিতিতে কুটনীতিক মহলের যে প্রচেষ্টা তা আরো বাড়তে পারে ও যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতও এই ব্যাপারে সক্রিয় থাকতে পারেন। ড্যান ডবি¬উ মজিনা যেখানে শেষ করে গিয়েছিলেন তিনি সেখান থেকেই শুরু করতে পারেন মার্শা। কারণ এত দিনেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংকট সমাধান, সংলাপ ও আগাম নির্বাচনের ব্যাপারে কোন সিদ্ধান্ত পরিবর্তন করেনি। এটা না হওয়া পর্যন্ত তাদের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানা গেছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি