শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ধ্বংসের প্রান্তসীমায় বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৫

economist-400x252

ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের অবস্থা যেদিকে যাচ্ছে, তাতে সেনাবাহিনী ‘আগে বা পরে’ হস্তক্ষেপে বাধ্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দ্য ইকনোমিস্ট।

‘শোডাউন ইন বাংলাদেশ অন ফায়ার, আ কান্ট্রি অন দ্য ব্রিঙ্ক’ শিরোনামে লন্ডনভিত্তিক প্রভাবশালী এ সংবাদমাধ্যমটি বলেছে, ‘বিএনপির অবরোধ এবং সরকারের দমন-পীড়ন দিনদিন খারাপের দিকে যাচ্ছে। সরকার মানতে চাইছে না যে, তারা কোনো রাজনৈতিক সংকট মোকাবিলা করছে। বরং, এটাকে আইনশৃঙ্খলাজনিত সাধারণ সমস্যা হিসেবে চিহ্নিত করছেন তারা। তারা নির্বাচনের ডাক দিতেও আগ্রহী নন। এ অবস্থায় ভেঙে পড়েছে রাজনীতি।’

ইকনোমিস্ট তাদের প্রতিবেদন শুরু করেছে এভাবে- ‘অমূল্য চন্দ্র বর্মন, ৪৫ বছর বয়সী রিকশাচালক। উত্তরবঙ্গে নিজগ্রামে ফিরে যেতে বাসে উঠেছিলেন তিনি। গত মাসের কথা। না, বাড়ি যেতে পারেননি তিনি। এর বদলে তিনি এখন রাজধানীর একটি হাসপাতালের বার্ন ইউনিটে। তার গাড়িতে বোমা ছোড়ে দুর্বৃত্তরা। তার মুখ আর হাত ঝলছে গেছে। পুরো মাসের আয় তিনি যে ব্যাগে রেখেছিলেন, সেটি পুড়ে ছাই। তবুও তো বেঁচে আছেন তিনি। দেশটির পূর্বাঞ্চলে এ সপ্তাহে একটি বাসে ‘আগুনবোমা’ নিক্ষেপে মারা গেছেন আটজন। বিএনপির মাসব্যাপী অবরোধে মোট প্রাণ হারিয়েছেন ৬০ জন।’

সাপ্তাহিক এ সংবাদমাধ্যমটি বলেছে, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়া- যিনি দেশটির দুবারের প্রধানমন্ত্রী- ঢাকায় দলের কার্যালয়ে বন্দি। এমন সময়ে সড়ক, রেলপথ ও নৌপথে চলা এ অবরোধে দেশটি অচল। এর ওপর এ সপ্তাহে দেশব্যাপী হরতাল করেছে বিএনপি। গত বছর নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, এর বার্ষিকীতে সমাবেশ করতে না দেওয়ার কারণেই এ অস্থিরতা। বিরোধীহীন-প্রতিদ্বন্দ্বিতাহীন এ নির্বাচনে সহজেই পুনর্নির্বাচিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ১০ সহস্রাধিক বিরোধী নেতাকর্মীকে বন্দি করা হয়েছে। বিএনপির অধিকাংশ নেতা এখন কারাগারে, নির্বাসনে অথবা আত্মগোপনে। সম্ভবত অবরোধ প্রত্যাহারের জন্য সরকার এ সপ্তাহে বেগম জিয়ার বিদ্যুৎ ও ইন্টারনেট লাইন অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করে। তবে তিনি এর শেষ দেখার জন্য সংকল্পবদ্ধ।’

এতে বলা হয়, ‘বাংলাদেশ দ্বি-দলীয় শাসনব্যবস্থায় ধুকছে। ‘লড়াইরত দুই বেগম’ই এই দুই দলের নেতা। প্রায় সিঁকিশতাব্দি ধরে পালাক্রমে ক্ষমতায় আছেন দুজন। ২০০৯-এর শুরুতে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতাকে ক্ষমতা পাকাপোক্ত করতে এমনভাবে ব্যবহার করেছে, যাতে বিএনপি আর কখনও ক্ষমতায় আসতে না পারে। নির্বাচন পরিচালনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা ছিল, তা মুছে দিয়েছেন তারা। বিএনপি নেতাদের ওপর নির্যাতন চলছে। বিএনপির বৃহত্তম মিত্র জামায়াতে ইসলামীকে নির্বাচনে অযোগ্য করা হয়েছে। এখন বিএনপির ‘সন্ত্রাস’ দমনে আইন করার কথা বলছেন তারা। বিরোধীরা অভিযোগ করেছেন, একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার। দুই দলেরই যুক্তি আছে।’

ইকনোমিস্ট বলেছে, ‘মনে হচ্ছে, খালেদা জিয়া এখন দেশকে এমন এক অবস্থায় দাঁড় করাতে চান, যেখানে সেনাবাহিনী হস্তক্ষেপে বাধ্য হয়। সেনাবাহিনী এটা নাও করতে চাইতে পারে। তারা তাদের সুনাম এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে লোভনীয় চাকরির ব্যাপারে সজাগ। পশ্চিমা রাষ্ট্রগুলো যদি তাদের কর্মকা-ে ক্ষুব্ধ হয়, তবে জাতিসংঘে তাদের চাকরির ব্যাপারে সংকট তৈরি হতে পারে। ২০০৭ সালে জেনারেলদের সমর্থনে দু’বছরের জন্য টেকনোক্র্যাট সরকার প্রতিষ্ঠিত হয়। পরে অবশ্য রাজনীতি আগের জায়গায় ফিরে আসে।’

এতে বলা হয়, ‘এদিকে, বিএনপির সড়ক অবরোধ ও সহিংসতা এবং সরকারের দমন-পীড়ন আরও খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় সেনাবাহিনী আগে বা পরে হস্তক্ষেপে বাধ্য হতে পারে। সরকার মানতে চাইছে না যে, তারা কোনো রাজনৈতিক সংকট মোকাবিলা করছে। বরং, এটাকে আইনশৃঙ্খলাজনিত সাধারণ সমস্যা হিসেবে চিহ্নিত করছে তারা। নির্বাচনের ডাক দিতেও আগ্রহী নন না। এ অবস্থায় ভেঙে পড়েছে রাজনীতি। অমূল্য চন্দ্র যেমনটা বলছিলেন, ‘আমরা গরিব, কোনো রাজনৈতিক দল করি না আমরা। অথচ, দুই দলের সঙ্ঘাতে ব্যাপকভাবে ভোগান্তি পোহাচ্ছি আমরাই।’

ইকনোমিস্ট থেকে অনূদিত



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি