শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চার অক্ষরের সংলাপ শত ক্রোশ দূরে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৫

D

শামস্ সয়ূজ ও তৌহিদ হোসেন : সংলাপ কতদূর? সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট আদৌ কি মিটবে? গোটা দেশের মানুষের মধ্যে ঘুরপাক খেলেও বিবদমান দুই রাজনতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মধ্যে কার্যত কোনও সংলাপের উদ্যোগ দেখা যাচ্ছে না। রং তৃতীয় ধারাও কোনও দল বা ব্যক্তিদের থেকে সংলাপের কথা এলে, তাদের প্রশ্নবানে জর্জরিত করা হচ্ছে।

এদিকে সংলাপ ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ‘শর্ত’ তাদের সত্যিই সংলাপের আন্তরিকতার বহিঃপ্রকাশ নাকি জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরানোর চেষ্টা এ নিয়ে সংশয় রয়েছে। ক্ষমতাসীন দল বলছে, চলমান নাশকতা ও হত্যার দায় স্বীকার করে অবরোধ হরতাল প্রত্যাহার করে এলে সংলাপের চিন্তা করবে। অন্যদিকে বিএনপি বলছে, সরকার সংলাপের উদ্যোগ নিলেই আন্দোলন প্রত্যাহার করবে। এই বিপরীতমুখী অবস্থানের প্রেক্ষাপটে সংলাপের দরজা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে ‘নাগরিক সমাজের’ সংলাপের উদ্যোগ নিয়ে সরকার পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসায় তার পরিণতি নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

মধ্যবর্তী নির্বাচন, ‘রাজনৈতিক সংকট’ নিরসনে সংলাপের আহ্বানসহ বেশকিছু দাবি সামনে রেখে গত ৪ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশে টানা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করে যাচ্ছে। বিএনপি জোটের এই কর্মসূচিতে একাধিক দাবি উত্থাপন করা হলেও সরকার পক্ষ থেকে সংলাপের আহ্বান এলে তারা কর্মসূচি থেকে সরে আসবে বারংবার এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। রবিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা জানান, সরকার সংলাপের আহ্বান করলে, তারা আন্দোলন প্রত্যাহার করবে। তিনি বলেন, আমরা যে কোনও সময় আলোচনার জন্য প্রস্তুত। আজ সংলাপের আহ্বান করলে, আজই আন্দোলন বন্ধ করে দেওয়া হবে।

এদিকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে সবসময় সংলাপের দাবি নাকচ করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বিএনপির সঙ্গে ‘কোনও ধরনের সংলাপ করবে না’ বলে সিদ্ধান্তও নিয়েছে। যদিও দলের কিছু নেতা ‘আন্দোলন বন্ধ করলে সংলাপ’, ‘চলমান সহিংসতায় হত্যার দায় স্বীকার করে মাফ চাইলে সংলাপ’ এমন কিছু শর্ত দিয়ে সংলাপ ইস্যুত তাদের অবস্থানের জানান দিচ্ছেন। যেখানে দলের কার্যনির্বাহী সংসদ সংলাপ না করার সিদ্ধান্ত নিয়েছে সেখানে ‘শর্তারোপে সংলাপ’ ক্ষমতাসীন দলটির আন্দোলন ঠেকানোর কৌশল না কি আন্তরিকা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অবশ্য, এই শর্ত যদি সংলাপ ইস্যুতে সরকারের সত্যি আন্তরিকতা হয় তাহলে সাংলাপ আটকে আছে একটা পয়েন্টে। তা হলো- ‘আন্দোলন বন্ধ করলে সংলাপ’ আর ‘সংলাপের উদ্যোগ হলে আন্দোলন বন্ধ’। এই দুয়ের মধ্যে কোনটা আগে হবে, সেটাই ভাবনার বিষয়। আর যেকোনও একটি হলেও যে সংলাপ হবে, তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না।

সংলাপ ইস্যুতে দুই দলের বিপরীতমুখী অবস্থানের মধ্যে ‘নাগরিক সমাজের’ সংলাপের উদ্যোগ নতুন মাত্রা যুক্ত করেছে। নাগরিক সমাজের পক্ষ হয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সোমবার সংলাপের উদ্যোগ গ্রহনে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন।

এই সংলাপের উদ্যোগকে বিএনপির পক্ষ থেকে ইতিবাচকভাবে নেওয়া হলেও সরকারি দল মনে করছে, তাদের ‘উদ্দেশ্য’ ভিন্ন। নাগরিক সমাজের এই সংলাপের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সাড়া না দিলেও তাদের সারাসরি নাকচ করবে না। বরং নাগরিক সমাজের এ আহ্বান আওয়ামী লীগ কৌশলে মোকাবেলা করবে। দলের নেতারা জানান, সংলাপে বসার জন্য খালেদা জিয়াকে আরও কিছু শর্ত দেওয়া হবে। খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের বিচার চাইতে হবে, অবরোধ দিয়ে জনগণের জান-মালের ক্ষতি করার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আগুনে পুড়িয়ে মানুষ হত্যার কথা স্বীকার করে তার জন্য দুঃখ প্রকাশ করতে হবে। এসব শর্ত-সাপেক্ষে সংলাপে বসতে চায় শাসক দল।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, নাগরিক সমাজের সংলাপের প্রস্তাব অবাস্তব ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, পেট্রলবোমা দিয়ে নিরীহ মানুষ হত্যাকারীদের সঙ্গে সংলাপ হতে পারে না। সন্ত্রাস, নাশকতা ও সন্ত্রাসী তৎপরতাকে আড়াল করতে এবং একটি গণতান্ত্রিক দলকে তাদের সঙ্গে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা করেছে তারা।

সাবেক প্রধান নির্বাচিন কমিশনার এ টি এম শামসুল হুদার সই করা ওই চিঠির তীব্র সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, শামসুল হুদা হলেন এমন এক ব্যক্তি যিনি ওয়ান-ইলেভেনের সময় মূল বিএনপিকে বাদ দিয়ে খ-িত বিএনপিকে আলোচনার জন্য নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানিয়েছিলেন। কাজেই তাঁর সংলাপ নিয়ে চিঠির মধ্যেও ভিন্ন কোনও মতলব থাকতে পারে।

আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা নিজেরা তো নয়ই, তাদের মতে বিএনপিও সংলাপ চায় না। বিএনপি সত্যিকার অর্থে সংলাপ চাইলে তাদের কথাবার্তায় তার বহিঃপ্রকাশ পেত।

এ বিষয়ে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপির কোনও আচরণে মনে হয় না যে, তারা সংলাপ চান। তারা সংলাপ চাইলে নেত্রীকে (শেখ হাসিনাকে) এভাবে বাসার দরজা দিয়ে ফিরিয়ে দিতেন না।

তিনি বলেন, সংলাপে যদি তাদের আদৌ ইচ্ছা থাকত, তাহলে ওইদিন শেখ হাসিনাকে বাসায় ঢুকতে দিতেন।

সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, কার সঙ্গে কীসের জন্য আমরা সংলাপ করব।একটা রাজনতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের সংলাপ হতে পারে। আপনি যে দলের (বিএনপি) সঙ্গে সংলাপ করার কথা বলছেন, তারা তো রাজনৈতিক চরিত্র হারিয়ে সন্ত্রাসী সংগঠনের চরিত্র গ্রহণ করেছে। কাজেই তাদের সঙ্গে সংলাপ হওয়ার কোনও সম্ভাবনা দেখি না।

‘দায় স্বীকার করে আন্দোলন বন্ধ করলে সংলাপ’ দলের কয়েকজন নেতার এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে দলের শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, দলীয় প্রধান বা মুখপাত্রের কাছ থেকে আপনারা এ ধরনের কোনও বক্তব্য শোনেননি। হয়তো কেউ কেউ বিচ্ছিন্নভাবে তাদের ব্যক্তিগত মত দিয়েছেন। আর যদি তারা (বিএনপি) আন্দোলন প্রত্যাহার করে তাদের ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চায়, তাহলে কী করা যায়, আমরা হয়তো সেটা বিবেচনা করব।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, সংলাপ বিষয়ে অনঢ় অবস্থান থেকে দুই দলের কিছুটা সরে এসে এই ধরনের বক্তব্য কিছুটা হলেও আশাবাদী হওয়ার ঘটনা বলা যেতে পারে। তবে, কে কোনটা আগে করবে, সেদিকে না তাকিয়ে দুটি কাজ একসাথে শুরু করা যেতে পারে।

এ বিষয়ে দুই দল একটি যৌথ বিবৃতি দিতে পারে- মন্তব্য করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, এ ক্ষেত্রে বিএনপি তাদের কর্মসূচি প্রত্যাহারের পাশাপাশি বলতে পারে ফলপ্রসূ আলোচনা হলে, তারা আর হরতাল অবরোধ দেবে না। অপরদিকে সরকারি দল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে (হতে পারে ৩০ দিন) সংলাপ আহ্বানের প্রতিশ্র“তি দিয়ে বলতে পারে, সব দলের অংশগ্রহণে মধ্যবর্তী নির্বাচন সম্ভব কি না, তারা তা নিয়ে আলোচনা করবে।

নাগরিক সমাজের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটা সত্য কোনও মানুষই বিতর্কের ঊর্ধ্বে নন। তবে, যারা এই সংলাপের উদ্যোগ নিয়েছেন তারা তুলনামূলকভাবে কম বিতর্কিত। তাছাড়া এখানে অনেকেই আছেন, যারা মনে-প্রাণে আওয়ামী লীগের রাজনীতিকে পছন্দ করেন। কাজেই সরকারের উচিত এই উদ্যোগের মধ্যে ষড়যন্ত্রের গন্ধ না খুঁজে বিষয়টি নিয়ে ইতিবাচক চিন্তা করা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি