শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এ পরিণতির জন্য দুই দলই দায়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৫

hasina-khaleda-300

মনোয়ারুল হক : গণমাধ্যমে প্রতিদিন রাজনৈতিক সহিংসতার বলি হয়ে নিরীহ মানুষের প্রাণহানির যে চিত্র দেখছি এবং নিহতদের পরিবারের যে করুণ কাহিনী পড়ছি, তাদের এই পরিণতির জন্য দায়ী কে?

বিরোধীদের প্রশ্ন করলে তারা বর্তমান সরকারের দিকে আঙ্গুল তুলবে। একইভাবে সরকারি দলও বিরোধীদের দায়ী করবে। প্রকৃতপক্ষে দেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতির ‘খেলোয়াড়রা’ দায়ী। তাদের জন্যই এ সহিংসতার চিত্র দেখছে বাংলাদেশ।

বিএনপি ও আওয়ামী লীগ মিলে ১৯৮০ সালে এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল। এরপর থেকেই দুই দলের রাজনৈতিক সংঘাত শুরু। বাহাত্তরের সংবিধানে প্রধানমন্ত্রী-শাসিত সরকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে রাষ্ট্রপতি-শাসিত সরকারের বিলোপ ঘটে। এরশাদের পতন ছিল গণতান্ত্রিক আন্দোলনের প্রথম পদক্ষেপ। দুই দশক পরে এসে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে?

১৯৮০ সালে হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধী দলবিহীন নির্বাচন করে সরকার গঠনের পথে পা রাখেন। একই বছরের মাঝামাঝি সময়ে এসে বিএনপি সেই নির্বাচন বয়কট করে। সেই থেকে দেশে সামরিক আইন জারি হয়। অপরদিকে জাতীয় পার্টি নির্বাচনে জয়ী হয়।

১৯৯১ সালে শীর্ষ দুই দল একত্রিত হয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বিএনপি ও আওয়ামী লীগের একটাই দাবি ছিল, নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। নির্বাচনে এরশাদ সরকারকে বাধ্য করতে দুই মাস ধরে আন্দোলন চলে।

২১ বছর আগে বিএনপি ও আওয়ামী লীগ একত্রিত হয়ে এরশাদবিরোধী যে আন্দোলন করেছিল, একই দাবিতে আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমানে আন্দোলন করছে বিএনপি । ২১ বছর আগে দেশ যে সংকটের সম্মুখীন হয়েছিল, দুই দশক পরেও জাতি একই দাবিতে আন্দোলনের দৃশ্য দেখছে। ১৯৯৪ সালেও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করে তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগ।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয় কিন্তু প্রধান বিরোধীদল আওয়ামী লীগ সে নির্বাচনের ফলাফল মেনে নিতে পারেনি। সরকারের বিরুদ্ধে পক্ষপাত, ভীতি প্রদর্শন ও নিপীড়নের অভিযোগ এনে আওয়ামী লীগ নতুন নির্বাচনের দাবি তোলে। বিরোধীদল আওয়ামী লীগের চাপে তৎকালীন বিএনপি সরকার জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য হয়। নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে।

২০০০ সালে নতুন শতাব্দি শুরু হলেও বাংলাদেশের রাজনীতির মাঠে গুণগত কোনো পরিবর্তন দেখা যায়নি। ২০০১ সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিএনপি জোট জয়ী হয়ে সরকার গঠন করে। এ নির্বাচনের ফলাফল মেনে নিতে পারেনি পরাজিতরা। তারা সংসদ বর্জন করে।

আইন মোতাবেক সুপ্রিম কোটের্র অবসরপ্রাপ্ত সর্বশেষ বিচারপতি নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন। এ ধরনের পদ্ধতির জন্য ক্ষমতাসীনরা সঠিক সময়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে বেছে নেয়। ফলে নতুন করে সমস্যার সৃষ্টি হয় রাজনীতিতে। এক দলের পছন্দের ব্যক্তিকে অন্যদলের নীতিনির্ধারকরা পছন্দ করে না। তাতে করে নতুন করে বিতর্কের শুরু হয়।

২০০৪ সালে দেশবাসী রাজপথে গাড়ি পোড়ানোর সাথে পরিচিত হয়। সেই থেকে বাংলাদেশের রাজনীতিতে রাজপথে গাড়ি পোড়ানো একটি কৌশলে পরিণত হয়। শেরাটন হোটেলের সামনে দ্বিতল বাসে আগুন দিলে ৯ জনের প্রাণহানি ঘটে।

ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ জোট ২০০৮ সালে বিজয়ী হয়। ২০০৯ সালে এ জোট ক্ষমতায় বসে। বিএনপির ভরাডুবি ঘটে এ নির্বাচনে। আর্থিক কেলেঙ্কারি ও স্বজনপ্রীতির অভিযোগে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করে।

নব্বইয়ের দশকে আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে। হাস্যকর হলেও সত্য যে, এখন আওয়ামী লীগ বলছে, এ ব্যবস্থা ক্ষতিকর। অথচ, এই দাবিতেই ৯৬ সালে আওয়ামী লীগ সহিংসতা চালায়। তাতে দেশ ও দেশের মানুষ ব্যাপক সমস্যার মুখোমুখি হয়।

বাংলাদেশের গণতন্ত্র বিনষ্টের জন্য দুই দলই সমানভাবে দায়ী। এক দল আরেক দলের প্রতি আস্থা না রাখার কারণেই দেশকে আজ এ পরিণতির মুখোমুখি হতে হয়েছে। দলীয় রাজনীতি সরিয়ে যদি স্বাধীনভাবে নির্বাচনের আয়োজন করা যায়, তাহলে সংকটের সমাধান হবে। বিভিন্ন দলের রাজনীতিকদের নিয়ে নিরপেক্ষ সরকার গঠন করা যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি