বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাবিতে ৪ দশকে ৬৪ খুন, ধরাছোয়ার বাইরে অপরাধীরা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৫

images43

পূর্বাশা ডেস্কঃ

১৯৭১ সালের পর থেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিকে কেন্দ্র করে হামলা ও সহিংসতায় কমপক্ষে ৬০ জন ছাত্র খুন হয়েছে। তবে এসব খুনের ঘটনায় এখন পর্যন্ত কারো শাস্তি হয় নি। কেবল মাত্র ১৯৭৪ সালের সাত খুন মামলার বিচার ও এর রায় হতে দেখা গেলেও পরে তা বাতিল হয়ে যায়। ক্ষমতাসীন দলের সাথে অপরাধীদের সুসম্পর্ক থাকায় পার পেয়ে যায় তারা। যা বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ঘটনা পুনরাবৃত্তির মূল কারণ। ক্ষমতাসীনদের আশীর্বাদের কারণে বিশ্ববিদ্যালয়ে হত্যাকা-ের সাথে জড়িতরা লেখাপড়া শেষ করে চাকরি নিয়ে অনেকটা নিশ্চিত জীবন যাপন করছে । তাদের অতীতের এই অপরাধের ঘটনা যেন সবাই বেমালুম ভুলে গেছে।

প্রতিটি হতাহতের ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং আইন অনুযায়ী মামলাও দায়ের করা হয়। কখনো কখনো অপরাধীরা আটক হলেও এই মামলা কখনো আদালত পর্যন্ত গড়ায় নি। এমনকি ক্যাম্পাসে এপর্যন্ত কতটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে তারও কোন তথ্য নেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে।

বিভিন্ন সূত্রমতে, ১৯৭৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সহিংস ঘটনায় ৪ জন বহিরাগতসহ কমপক্ষে ৬৪ জন খুন হয়েছে। এদের অধিকাংশই আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের ছাত্রসংগঠনের কর্মী হলেও অনেক সাধারণ ছাত্রও এই হত্যাকা-ের শিকার হয়েছে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার,চাঁদাবাজী, টেন্ডারবাজী,রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও দলের অন্তর্কোন্দলকে কেন্দ্র সহিংসতায় এসব খুনের ঘটনা ঘটে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন ঢাকসু’র আর্কাইভ কোঅর্ডিনেটর গোপাল চন্দ্র দাস বলেন, ১৯৭১ সালের পর থেকে আগ্নেয়াস্ত্রের ব্যাপক ব্যবহার এবং সামরিক শাসকদের দ্বারা অপরাধীদের পৃষ্টপোষকতা দেয়ায় ক্যাম্পাসে সহিংসতার মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ১৯৬০ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত গোপাল দাস বলেন, স্বাধীনতার পর ক্যাম্পাস প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। তিনি বলেন, হল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, টেন্ডারবাজী ও দলের অন্তর্কোন্দলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক হত্যার ঘটনা ঘটছে। সম্প্রতি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও একটি বিশেষ জজ আদালত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমান এ ছাত্র রাজনীতির ধারার নিন্দা জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সহিংসতার শিকার হন আবু বকর সিদ্দিক। ২০১০ সালের পহেলা ফেব্রুয়ারি সার এফ রহমান হলের ছাত্র লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয় আবু বকর। হত্যাকা-ের ঘটনার প্রাথমিক তদন্তের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের ১০ জন কর্মীকে বহিস্কার করে। এই ঘটনার জন্য হলের পক্ষ থেকে আরো একটি কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত এই কমিটির রিপোর্ট জমা দেয়া হয় নি। এই হত্যাকা-ে দায়ের করা মামলায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়। বাদী পক্ষের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা এখন আদালতের বাইরে বিষয়ে মীমাংসার চেষ্টা করছেন। ঢাকা ট্রিবিউন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি