শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » পত্রিকা, টিভি মালিকদেরও বিচার করা হবে-শেখ ফজলুল করিম সেলিম


পত্রিকা, টিভি মালিকদেরও বিচার করা হবে-শেখ ফজলুল করিম সেলিম


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৫

newspapers_9_0_3_3

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, যে সব পত্রিকা, টেলিভিশন নাশকতার খবর প্রকাশ করে সন্ত্রাসীদের উৎসাহ দিচ্ছে সেই সব মিডিয়ার মালিকদেরও বিচার করা হবে বলে।

শুক্রবার বিকালে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারে গণ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। শেখ সেলিম অভিযোগ করে বলেন, কিছু কিছু টেলিভিশন ও পত্রিকা নাশকতার খবর প্রকাশ করছে। তারা নাশকতাকারীদের সঙ্গে যোগাযোগ রেখে সহিংতার খবর পেয়েও আইন-শৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে ছবি তোলার জন্য সেখান যান এবং সেই সব ছবি ও খবর পত্রিকা ও টেলিভিশনে প্রচার করছেন। যাতে করে সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে। আমি সেই মিডিয়ার মালিকদের বলবো আগামীতে আপনাদের বিচার করা হবে।

সাবেক এ মন্ত্রী বলেন, নাশকতাকারীদের রানী খালেদা জিয়ার বিচার শুরু হয়েছে। তিনি এখন কাদঁছেন আর বলছেন আমার কি হবে। একদিন এ মিডিয়ার মালিদেরও বিচার শুরু হবে। খালেদা জিয়াকে নাস্তিক দাবি করে শেখ সেলিম বলেন, তিনি ইসলামের শত্র“ু, গনতন্ত্রের শত্র“। তিনি নবী করিম (সাঃ) জš§ দিনে হরতাল দিয়ে ইসলামের শত্র“তে পরিণত হয়েছেন।

সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, কিছু সুশীল সমাজ সন্ত্রাসীদের পক্ষ দিয়ে সংলাপের কথা বলছেন। তারা মূলত সন্ত্রাসীদের লোক। এখন খালেদা জিয়া বিদেশীদের দাওয়াত করে এনে বলছেন একটু সংলাপের কথা বলেন। আমি বলবো কোনো বিদেশীদের কথায় সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা হবে না। বাংলাদেশের রাজনীতি এ দেশের মানুষ নিয়ন্ত্রণ করবে। কোনো বিদেশীদের কথায় দেশ চলবে না।

ঢাকা মহানগর ১৪ দলের সম্বনয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ১৪ দলের সম্বনয়ক মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি