শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মমতার সফরে উদ্যোগ ও আশাবাদ ছিল, প্রাপ্তি নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৫

blog-0808805001373360243-400x342

ডেস্ক রিপোর্টঃ
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের ৪৮ ঘন্টার ঢাকা সফরে ব্যাপক আশার সঞ্চার হলেও তা আশার মধ্যেই রয়ে গেছে। সকল বাধা কাটিয়ে ঢাকা এসেছেন, যা সমস্যা ছিল সব সলভ করে দিয়েছেন বলেও দাবি করেছেন। বাকি সমস্যা সমাধানে তার উপর আস্থা রাখতে বলেছেন। তিনি দুই দেশের মধ্যে বিরোধ মেটাতে সেতু বন্ধন হিসাবে কাজ করারও কথা জানিয়েছেন। বাংলাদেশি টিভি চ্যানেল ভারতে প্রচারের ব্যবস্থা করা, দুই দেশের মধ্যে যৌথ সাংস্কৃাতিক অনুষ্ঠান করা, বঙ্গবন্ধুর চেয়ার স্থাপন, বঙ্গবন্ধু ভবনের নামে জায়গা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে তা কেবল আশ্বাসের মধ্যেই। কোন ফল এখনও মিলেনি। বলেছেন, দুই বাংলায় যতো ধরনের বাধা আছে, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে, তা দূর করতে দুই পক্ষ এক হয়ে কাজ করতে পারে। বাংলাদেশ সরকার রাজি থাকলে কলকাতায় বঙ্গবন্ধু ভবন নামে একটি ভবন করতে চাই। এজন্য আমরা জায়গা দেব। সেই ভবনে মুক্তিযোদ্ধাদের নামে একটি জায়গা থাকবে। বঙ্গবন্ধুর নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি চেয়ার করতে চান, বাংলাদেশের পাঠাগারে পাঁচশ বই উপহার দিতে চান, বাংলাদেশের শিল্পীদের পুরস্কৃত করতে চান। সব কিছুর মধ্য দিয়ে আমাদের বন্ধুত্ব থাকবে বলেও আশা প্রকাশ করেন। বলেছেন, বাংলা ভাষা নিয়ে গর্ব করি। এ ভাষা মোটেও দুর্বল নয়। আমরা এক জায়গায় আসলে অনেক কিছু করতে পারি। আমি অতি ক্ষুদ্র লোক, মাটির মানুষ। আমার দিক থেকে এলবিএ’র (স্থল সীমান্ত চুক্তি) প্রবে¬ম সলভ করে দিয়েছি।ৃ তিস্তায়ও আস্থা রাখুন। দুই দেশে বহমান পদ্মা, মেঘনা, গঙ্গা ও আমাদের সবার নদী। কেউ ভাগাভাগি করতে চাইলেও পারবে না। মমতার ঢাকা সফরে তিনি অনেক আশার কথা শুনিয়েছেন। তবে তার ঢাকা সফরের উচ্ছাস কমতি ছিল না। সম্প্রতি তার তৃণমূলের বিরুদ্ধে, ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠে বাংলাদেশে জঙ্গীবাদে তিনি তার লোক দিয়ে ম“ দিচ্ছেন। জামায়াতকেও অর্থ সহায়তা দিচ্ছেন। সেই অভিযোগ ঘুচাতেই তার এই সফর কিনা সেটাও হিসাব নিকাশ চলছে। বিশেষজ্ঞরা বলেছেন, মমতার ঢাকায় আসা আশার আলো জাগালেও এখনও ফল মেলেনি। মনমোহনকে তিস্তা চুক্তি করতে না দিয়ে তার সঙ্গে ঢাকার যে বরফ জমেছিল। সেই বরফ ক্ষণিকের জন্য ফ্রিজ থেকে বাইরে করে আনা হয়েছিল। তাতে কিছুটা বরফ গলতে শুরু করেছিল। কিন্তু চলে যাওয়ার পর আবার বরফ আবার ফ্রিজেই রাখা হয়েছে।
সরকারের একটি সূত্র জানায়, তিস্তা ও সীমান্ত সমস্যার সমাধানের ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কোন কথা না বললেও তিস্তা ও সীমান্ত সমস্যার জট খোলার আশাবাদ জানিয়েছেন। আর সেটা জানিয়েই ফিরে গেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে এটাও বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক দুয়ার খোলার সঙ্গে তুলনা করেছেন। যাওয়ার সময় আবার ফিরে আসার কথাও বলে গেছেন। তবে কবে আসবেন তা বলেননি। বলেছেন, আবার আসিব ফিরে।
ঢাকায় তিনি পৌঁছান বৃহস্পতিবার রাতে। শনিবার রাত পৌনে ১০টার চলে যান। এই সময়ে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদদের সঙ্গে দেখা করা কথা বলা ছাড়াও ২১’ এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরও পরিদর্শন করেন। মূলত তিনি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসেছিলেন। তিনি সফরকালে তার আসার মূল উদ্দেশ্যটাকেই সামনে রেখেছিলেন। এই কারণে তার সফরে বেশ কয়েকজন সাংস্কৃতিক প্রতিনিধিকেও নিয়ে আসেন।
২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন তিস্তা চুক্তি সই করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। এই চুক্তি স্বাক্ষরে এবং স্থল সীমান্ত চুক্তি কার্যকর করার ব্যাপারে প্রধান বাধা মমতা বলে প্রচারণা রয়েছে। তিনি মত না দিলে এটা সম্ভব হবে না বলে সবাই মনে করেন। এই কারণে তার সফরটাকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছিল। কিন্তু সফল শেষে তার ফল তেমন মিলেনি।
ভারত ও বাংলাদেশ সরকার তিস্তা চুক্তির ব্যাপারে একমত হয়েও মমতার আপত্তির জন্য তিস্তার পানি বণ্টন চুক্তি করতে পারেনি। স্থল সীমান্ত চুক্তি কার্যকরে বিরোধীতা রয়েছে তার। এখন যদিও তিনি এই ব্যাপারে কিছুটা নমনীয়। কিন্তু তা হলেও সমস্যার নিরসন হলো না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন শনিবার। সেখানে তিনি তিস্তা চুক্তির জট অচিরেই কাটবে বলে আশ্বাস দেন। ছিটমহল বিনিময়ে ভারেতের সংবিধান সংশোধন বিলও লোকসভার আগামী অধিবেশনে পাস হবে বলে জানান। মমতা তার সফরকে বলেছেন, খুবই ভালো সফর হয়েছে। সবাই খুব উৎসাহিত, অনেকদিন মনে থাকবে আমাদের সবার। আমি মনে করি, যতগুলো কাজ হয়েছে, আলোচনা হয়েছে, যতগুলো চ্যাপ্টার ওপেন হয়েছে, অনেক দরজা খুলেছে, ইটস এ নিউ বিগিনিং (নতুন সূচনা)।
২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা চুক্তি সইয়ের কথা থাকলেও মমতার আপত্তিতে তা আটকে যায়। স্থল সীমান্ত চুক্তি কার্যকরেও বিরোধীতা ছিল তার। চার বছর পর ভারতের রাজনীতির পালাবদল হয়েছে। মোদি এসেছেন ক্ষমতায়। এখন তিনি এই দুই বিষয়ে অনেকটাই নরম। ১৭ বছর পর মমতা এসেছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত বৈঠক ছাড়া একান্তও বৈঠকও করেছেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান সোবহান চৌধুরী সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের ভিত্তি তৈরি হল। জানান, তিনি তিস্তা ও সীমান্ত চুক্তি কার্যকর করার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন। দুই দেশের মানুষের যাতায়াত বাড়ানোর ওপর জোর দেন। সেটা ভবিষ্যতে আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
মমতা বলেন, আমাদের যাত্রা হল শুরু। ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। বাংলাদেশের সবাইকে নমস্কার। আবার আসব, দেখা হবে। তবে তিনি চলে যাওয়ার সময়ে বিমানবন্দরে বিদায় বেলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া ফুলটি গ্রহণ করেও নিজের দেশে নিয়ে যাননি। ওই ফুল মমতা কৌশলে রেখে গেছেন। বলেছেন, এটা বাংলাদেশের মা ও ভাইদের দিয়ে গেলাম।
বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, আমার দিক থেকে এলবিএ’র (স্থল সীমান্ত চুক্তি) প্রবলেম সলভ করে দিয়েছি।.. তিস্তায়ও আস্থা রাখুন। আসার পর বলেছিলেন, আমাদের প্রবলেম আছে, আপনাদেরও প্রবলেম আছে। আমি হাসিনাদির সাথে আলোচনা করব। আমাদের ওপর ছেড়ে দিন। এটা (তিস্তা চুক্তি) নিয়ে দুশ্চিন্তা করবেন না। এই কথা বললেও প্রধানমন্ত্রীকে ফল দিয়ে যাননি। ইকবাল সোবহান বলেন, পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্বার্থ সংরক্ষণ করে একটি ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তিনি বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। মমতা বলেছেন, আমি সকল বাধা পেরিয়ে আপনাদের আমন্ত্রণে এসেছি। দুই দেশের মধ্যে বয়ে যাওয়া গঙ্গা ও যমুনা নদীর যেমন বিস্তৃতি, দুই বাংলার মধ্যে সম্পর্কও তেমন সুগভীর ও নিবিড়। আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ আমারও দেশ। আমরা বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সাথে দেখে থাকি।
শেখ হাসিনা মমতাকে ছোট বোনের মতো জানেন বলেও জানান উপদেষ্টা। আর এই কারণে গণভবনে তাকে দেয়া আপ্যায়নে ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ভাজা ইলিশ আর ইলিশের ডিম ভাজা, রসমালাই ও মিষ্টি দই ছিল। মধ্যাহ্ন ভোজের শুরুতেই স্মোকড ইলিশ ,ওনিয়ন রিং, ক্যাপসিকাম এবং বন রুটি ও মাখন পরিবেশন করা হয়। পরে কালিজিরা চালের ভাত, সবজি, চিংড়ির মালাইকারি, রূপচাঁদা ভাজা, চিতল মাছের কোপ্তা, রুই মাছের তরকারি, খাসির রেজালা ও হাড়ছাড়া মুরগির মাংসের তরকারিও ছিল। ছিল চা আর কফি। আপ্যায়নের কমতি ছিল না।
মমতাও প্রধানমন্ত্রীর জন্য নিজের আঁকা একটি ছবি নিয়ে এসেছিলেন। সেটা উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী তাকে জামদানি শাড়ি ও একটি ছবি উপহার দেন।
এদিকে মমতার ঢাকা সফরে তিন দিনে উচ্ছাস, আন্তরিকতা এবং সৌজন্যের কোনও অভাব ছিল না। তবে ফলাফলও তেমন কিছুই নেই আশ্বাস ছাড়া। বাংলাদেশের মানুষ মমতার সফরের সাফল্য নিয়ে হিসাব নিকাশ করছেন। বসে নেই পশ্চিম বঙ্গও। তারা দেখছেন, সরকারি অর্থে পাত্র-মিত্র-অমাত্য নিয়ে মমতার ঢাকা সফরে পশ্চিমবঙ্গ রাজ্য কী পেল? বাংলাদেশ এবং ভারতের মধ্যে যৌথ উদ্যোগে সিনেমা তৈরি নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে আলোচনা করেছেন। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ ও পরিচালক গৌতম ঘোষ। দুই বাংলার মধ্যে যৌথ উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ, কালকাতায় বাংলাদেশি ছবির উৎসবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। খুব শীঘ্রই উদ্যোগ শুরু হবে শুরু হবে। যদিও এ বিষয়টিও নতুন নয়। তিন বছর ধরে চলছে আলোচনা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়। আলোচনাতে ভারত-বাংলাদেশ মৈত্রী এবং তিস্তা-ছিটমহলের কথাই বলা হয়েছে। তবে কোনও নির্দিষ্ট বিনিয়োগ সম্ভাবনা তৈরি হয়নি। দুদেশের বিমানবন্দরে পারস্পরিক দোকান করার মৌখিক প্রস্তাব মমতা দিয়েছেন। কিন্তু এই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ভারত মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিমানে ওঠার আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে তৃণমূল-জামায়াত যোগাযোগ নিয়ে যে চাপ তৈরি হয়েছে, তা কাটাতেই তার এই সফর। ভারতীয় পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এমনটাই প্রকাশ পেয়েছে। পারতপক্ষে মমতার এই সফরে পশ্চিমবঙ্গ কিছুই পায়নি বলে মনে করছে দেশটি।
এদিকে মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীর আতিথেয়তা গ্রহণ করে সেখানে গণভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেওয়ার আগে ইলিশ না পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী তাকে বলেন, পানি এলে ইলিশও যাবে। এদিকে প্রধানমন্ত্রীকে মমতা সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কোন সময় দেননি। সেই কথা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন। বলেছেন, তিনি পজিটিভ ইন্ডিকেশন দিয়েছেন, কোনও টাইমফ্রেম দেননি। প্রধানমন্ত্রীকে বলেছেন আপনি নিশ্চিন্তে থাকুন। তিনি এবং তার দলের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা রাখবেন। আপনি চিন্তা করবেন না। কোনো টেনশন রাখবেন না। স্থল সীমান্ত চুক্তির বিষয়ে মমতা বলেছেন, ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা স্থল সীমান্ত চুক্তি নিয়ে সৃষ্ট সব সমস্যার সমাধান করে দিয়েছি। লোকসভায় তা জমা দেওয়া হয়েছে। এই মাসের ২৩ তারিখ থেকে লোকসভার অধিবেশন শুরু হবে। সেখানে তা পাস হবে। প্রধানমন্ত্রী মমতাকে ছিটমহলের মানুষের দুর্ভোগের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার পর মমতা বলেছেন, তিনি ছিটমহলে গেছেন এবং তাদের দুর্ভোগ নিজ চোখে দেখেছেন। মমতার বিরুদ্ধে বাংলাদেশে জঙ্গীবাদের ম“ দেওয়ার অভিযোগ উঠলেও সেই বিষয়ে বলেননি কোন কথা। তবে জঙ্গি তৎপরতা বন্ধে দুজনেই একমত প্রকাশ করেছেন।
এদিকে মমতা বন্দোপাধ্যায় বাংলাদেশ ও পশ্চিমঙ্গের মধ্যে সম্পর্ক আরো হƒদ্যতাপূর্ণ করার ওপর জোর দিয়েছেন। বলেছেন, এই সম্পর্ক আরও দৃঢ় করতে যে ভূমিকা রাখার দরকার তা করবেন। এদিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিষয়গুলোও নিয়ে আলোচনা হয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে সাংস্কৃতিক উৎসবের জন্য কমিটি করে দেওয়ার কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে। ভারতে বাংলাদেশি টিভিগুলো দেখা যায় না। তিনি পশ্চিমবঙ্গে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রচার এবং চলচ্চিত্র প্রচারে উদ্যোগ নেবেন বলে জানান। তিনি আরো জানান, রাজ্যের মন্ত্রিসভার আগামী বৈঠকে কলকাতায় বঙ্গভবন তৈরিতে বাংলাদেশ সরকারকে জমি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে জানান। মমতা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার এবং বঙ্গভবন উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আমন্ত্রণও জানান। এছাড়াও কলকাতা থেকে আগরতলা সরাসরি বাস চলাচলের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মমতা। রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের ইহসানুল করিম জানান,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৩৫ মিনিট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আবদুল হামিদ। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে। দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর কারণে ভুল বোঝাবুঝি দূর করতে তিনি সেতু হিসাবে কাজ করবেন জানিয়ে এ বিষয়ে আস্থা রাখার আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রেস সচিব বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্য অবকাঠামো উন্নয়ন ও আন্তঃযোগাযোগ বৃদ্ধিতে বাংলাদেশের উদ্যোগের কথা রাষ্ট্রপতি বৈঠকে তুলে ধরেন। তিনি বলেন, এর ফলে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টির মাধ্যমে পারস্পরিক অধিকতর উন্নয়ন নিশ্চিত হবে।
দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের কথা উলে¬খ করে বলেন, সাংস্কৃতিক অঙ্গনে যেসব সমস্যা আছে সেগুলো একসঙ্গে বসে সমাধান করা হবে। দুই দেশ মিলে সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনার কথাও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে পর্যটন খাতের পারস্পরিক বিকাশের সুযোগ রয়েছে। এই খাত বিকশিত হলে বিদেশি পর্যটকরা দুই দেশেই সফরে আসতে আরও আগ্রহী হবে। আগরতলা-ঢাকা-কলকাতা সরাসরি বাস এবং খুলনা-কলকাতা ট্রেন চালুর আগ্রহের কথাও রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, তার তৃণমূল সরকার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জš§স্থান আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং কলকাতায় নজরুল তীর্থ স্থাপনের উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রপতি তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং নজরুল তীর্থ স্থাপনের উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকায় আসার পর শুক্রবার দুই বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে আড্ডায় বসেন। সেখানে বৈঠকী বাংলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উলে¬খ, বাংলাদেশের পক্ষ থেকে কয়েক দফা চেষ্টায় মমতার মন না গলায় বাড়তে থাকে ঢাকা-কলকাতা দূরত্ব। ফলে মমতার এবারের সফরের উদ্দেশ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলেও বাংলাদেশের প্রত্যাশা, এবার তিস্তার মীমাংসা হবে। যদিও মমতা বলেছেন, ব্যাগ গুছানোর আগে চিন্তা ছিল, আবার যেন কোনো বাধা না আসে। কিন্তু সব বাধা ভেঙে এসেছি, তখন সব বাধা ঘুচে যাবে। দিস ইজ এ নিউ বিগিনিং। মমতার সঙ্গে আলোচনা পর্বে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনেকের কথাতেই পশ্চিমবঙ্গে বাংলাদেশের টিভি চ্যানেল দেখতে না পারা, দুই দেশের মধ্যে চলচ্চিত্র সহযোগিতা এবং ভারতে যেতে ভিসা জটিলতার কথাগুলো উঠে এসেছে। জবাবে মমতা বলেন, কলকাতায় বাংলাদেশি চ্যানেল দেখাতে সরকারি কোনো বাধা নেই। কেবল ব্যবসায়িক উদ্যোগ নিলেই হয়ে যাবে। আসুন না, করুন। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পি¬জ বাংলায় আসুন। আমরা সিনেমার জট খোলারও চেষ্টা করছি। কিন্তু সমস্যা আছে। তার সমাধান করতে হবে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি