শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশিষ্ট ব্যবসায়ী ছালাম চসিক মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৫

SALAM_bg_banglanews24_436614895

 

ডেস্ক রিপোর্টঃ

বন্দর নগরী চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুচ ছালাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে তিনি সরকারের আস্থাভাজন লোক হিসেবে পরপর চারবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের( সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্বাস করেন, মেয়র পদে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। নগরীর ৪১টি ওয়ার্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটছেন। সাধারন মানুষের ঘরে ঘরে গিয়ে উঠান বৈঠক করছেন।

ব্যবসায়ী আবদুচ ছালাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে ওয়ার্ড থেকে নগর আওয়ামী লীগের রাজনীতিতে উঠে আসেন। নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে আসীন হয়েছেন। তবে এ নেতার সঙ্গে তার চলছে মান-অভিমান, দ্বন্ধ। সৃষ্টি হয়েছে অনেক দুরত্ব। এমনকি মুখ দেখাদেখি নেই অনেক দিন। তবে মহিউদ্দিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,‘আমাদের পুরো পরিবার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। দীর্ঘ ১৭ বছর মোহরা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। ২০০৫ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে আমার নেতা মহিউদ্দিন চৌধুরীর পক্ষে মোহরাবাসী আমাকে নাগরিক কমিটির চেয়ারম্যান মনোনিত করেন। মোহরা এলাকায় ওই নির্বাচনে মহিউদ্দিন ভাই প্রতিদ্বন্ধী প্রার্থী থেকে ৩২‘শ ভোটে এগিয়ে ছিলেন। এর আগে এ এলাকায় কোনও নির্বাচনে আওয়ামী লীগ জিততে পারেনি। নির্বাচনের ফলাফলে তিনি আমার উপর খুব সন্তুষ্ট হন, একসময় মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদ দিয়ে আমাকে চমকে দেন। তার প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালবাসা আমৃত্যু থাকবে।’
মেয়র পদে মনোনয়ন পেলে নেতা মহিউদ্দিন চৌধুরীর কাছে যাবেন কি না এমন প্রশ্নে আবদুচ ছালাম বলেন,‘কেন যাবো না? অবশ্যই যাবো। কাউকে অসম্মান ও অশ্রদ্ধা করার শিক্ষা কখনও পাইনি। শুধু ওখানে কেন ‘আই শুড গো এভরিবডি’। তিনি বলেন,‘ওই নির্বাচনে জয়ের পর মহিউদ্দিন ভাই দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্যে আফছার ভাই ( সাবেক মন্ত্রী আফছারুল আমীন), সুজন ভাই (নগর আওয়মী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন) ও আমাকে ১০টি করে ওয়ার্ড ভাগ করে দায়িত্ব দেন। মূলতঃ ওই সময় থেকে নগরীর প্রতি ঘরে ঘরে গিয়ে দলের সমর্থন বৃদ্ধিতে কাজ করেছি। আমার আজকের উঠান বৈঠক ওই সময় থেকে শুরু’।
আবদুচ ছালাম বলেন,‘সিডিএ’র দায়িত্ব পাওয়ার পর বিগত ৬ বছরে চট্টগ্রাম নগরীর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নগরীতে ৩৫টি প্রকল্পে ৬ হাজার কোটি টাকার কাজ হয়েছে। আগে চট্টগ্রামের জন্যে কেন্দ্রে তেমন কোনও বরাদ্দ রাখা হতো না বলে চট্টগ্রামবাসীকে ভ্রান্ত ধারণা দেয়া হয়েছিল। মানুষের সমস্যা চিহ্নিত করে প্রকল্পের অধীনে কিভাবে বরাদ্দ আনতে হয় সেই উন্নয়নের কৌশল সম্পর্কে চট্টগ্রামবাসীকে পরিস্কার ধারণা দেয়ার চেষ্টা করেছি। নগরীর রাস্তাঘাট থেকে শুরু করে নানা অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে।’

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ইঙ্গিত দিয়ে তিনি বলেন,‘আমার প্রতি চট্টগ্রামবাসীর বিশ্বাস আছে। তারা আশা করেন এ নগরের জলাবদ্ধতা নিরসন আমাকে দিয়েই সম্ভব।’
তিনি বলেন, ‘চট্টগ্রামবাসীর দোয়া ও ভালবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি। সর্বস্তরের মানুষ আমার প্রতি আন্তরিকতা নিয়ে সাড়া দিয়েছে। গত ছয় মাসে পুরো নগরীতে প্রায় ২৫০টি উঠান বৈঠক করেছি। এসব বৈঠকে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহন করছে। এখানে কোনও রাজনৈতিক বক্তব্য দেওয়া হয় না। সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করছি।’

ছালাম বলেন, নির্বাচনের বিষয়টি পুরোপুরি নেত্রীর উপর নির্ভর করছে। তিনি কাকে নির্দেশ দেবেন তা প্রধানমন্ত্রীর একান্ত বিষয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্যে তাই অপেক্ষা করতে হবে ।

তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। প্রধানমন্ত্রী যাকে নির্বাচনের জন্যে নির্দেশ দেবেন তার পক্ষে নিরলসভাবে কাজ করে যাবো।’

নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম ছাড়াও সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী তিনবার নির্বাচিত সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। এছাড়া বিসিবি সহ সভাপতি ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও দলীয় মনোনয়ন পেলে সিটি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার ঘোষণা দিয়েছেন।

তথ্য সূত্র-বাংলানিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি