রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চসিক নির্বাচনের জন্য প্রস্তুত সাবেক মেয়র মহিউদ্দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৫

mohiuddin-chy copy

ডেস্ক রিপোর্টঃ

এবিএম মহিউদ্দিন চৌধুরী।  চট্টগ্রামের অগ্নিপুরুষ খ্যাত।  তিনবার নির্বাচিত হয়ে ১৭ বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন।  শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে সুনাম কুড়িয়েছিলেন। ২০১০ সালের সিটি নির্বাচনে রাজনৈতিক ‘শিষ্যের’ কাছে হারেন তিনি।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সম্পূর্ণ প্রস্তুত বলে জানালেন তিনি।

আওয়ামী লীগের দীর্ঘদিনের এ পরীক্ষিত নেতা বলেন, ‘নির্বাচনের জন্যে প্রস্তুতি নিচ্ছি।  নাগরিক কমিটির উদ্যোগে নির্বাচন করবো।  তবে এ জন্যে দলের অনুমতি ও নির্দেশনা প্রয়োজন। আমি যেহেতু দল করি দলের সিদ্ধান্ত নিয়ে এগুতে হবে।’

মহিউদ্দিন চৌধুরী বলেন,‘পুরো নগরীতে আমার একটি সেটআপ আছে। ৪১টি ওয়ার্ডের প্রতিটি ইউনিটের একেবারে তৃণমূল থেকে লোকজন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

আপনি নির্বাচন করলে নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন নির্বাচন করবেন না বলে  জানিয়েছিলেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মৃদু হেসে বলেন,‘এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্যে তৃণমূলের নেতাদের নিয়ে এরাই তো বৈঠকের আয়োজন করছে। ওরা প্রস্তাব করবে এবং সিদ্ধান্ত নেবে।’

দল যদি আপনাকে সমর্থন না দেয় তখনও কি আপনি নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করবেন?  এমন প্রশ্নে তিনি বলেন,‘আমি দলের বাইরে নই।  দলের সভাপতি আমি।  এ বিষয়ে কোনও মন্তব্য করা উচিত হবে না।’

দেশের বাইরে গিয়ে সম্প্রতি শারীরিক চেক আপ করিয়েছেন।  আপনি কি এখন সুস্থ? প্রত্যুত্তরে তিনি বলেন,‘আমি সম্পূর্ণ সুস্থ। শারীরিক ও মানসিকভাবে একেবারে ফিট।’

“কয়েকদিন ধরে দেখছি, আমি অসুস্থ, নির্বাচন করার জন্যে শারীরিকভাবে অক্ষম এরকম প্রচারণা চালানো হচ্ছে।  যারা এ প্রচারণা চালাচ্ছে তাদের উদ্দেশ্যে জনগন বুঝে। সকাল থেকে রাত পর্যন্ত টানা ১০/১২টি অনুষ্ঠানে অংশগ্রহন করি। আমি কাজের মানুষ। সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকি। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের জন্যে ভাবি এবং তাদের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছি” যোগ করেন তিনি।

এক টানা কথাগুলো বলে থামেন, পরক্ষণে বলেন, ‘দেখুন মানুষের জন্যে কাজ করতে, এলাকার উন্নয়ন করতে মেয়র হওয়ার প্রয়োজন নেই।’

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসটি দেখিয়ে বলেন,‘এ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান তো আমি নই।  তারপরও দিনরাত পরিশ্রম করছি।  দেখুন আমাদের ছেলেমেয়েদের জন্যে অল্প সময়ের মধ্যে  অস্ট্রেলিয়ার মতো কি সুন্দর ক্যাম্পাস গড়ে তুলেছি।  এখানে প্রায় ১২শ’ ছেলেমেয়ে পড়াশুনা করছে। দেখে মন ভরে যায়।’

তিনি দৃঢ় কন্ঠে বলেন, ‘আমি মহিউদ্দিন চৌধুরী, আমি কি করতে পারি চট্টগ্রামবাসী জানে।  শুধু চট্টগ্রামবাসী নয়, দেশের মানুষ আমাকে চেনে এবং জানে।’

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন,‘ শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম।  এর সুফল নগরবাসী পেয়েছে। এ সফলতার ধারাবাহিকতা ধরে রাখা যায়নি।’ যদি সুযোগ পান তাহলে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে বলে মত দেন তিনি।

নগরীর মাস্টার প্ল্যান প্রসঙ্গে তিনবারের নির্বাচিত সাবেক মেয়র বলেন,‘বন্দরনগরী চট্টগ্রামকে সুন্দর পরিচ্ছন্ন ও শ্রেষ্ঠ নগরী হিসেবে গড়ে তুলতে মাস্টার প্ল্যান নিয়ে এগুতে হবে। এ বিষয়ে অভিজ্ঞ নগর পরিকল্পনাবিদদের সু-চিন্তিত মতামতকে গুরুত্ব দিতে হবে।  নিজের ইচ্ছেমতো দেশের এ বৃহত্তম নগরীকে ধ্বংস করা যাবে না। ’

মহিউদ্দিন চৌধুরী ছাড়াও সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।  এছাড়া বিসিবি সহ সভাপতি ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও দলীয় মনোনয়ন পেলে সিটি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার ঘোষণা দিয়েছেন।

গত বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ১ মার্চ রোববার চট্টগ্রামে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু  উদ্বোধন করতে আসেন তিনি।  রাজনৈতিক কোন কর্মসূচি না থাকলেও চট্টগ্রামের নেতাদের সঙ্গে বসে চসিক নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারেন বলে জল্পনা-কল্পনা থাকলেও শেষ পর্যন্ত কোন ঘোষণা আসেনি দলীয় সভানেত্রীর কাছ থেকে।সূত্রঃ বাংলানিউজটোয়েন্টি ফোর



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি