রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অসহযোগ আন্দোলনের ঘোষণার অপেক্ষা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৫

 

খালেদা-জিয়া-

বিশেষ প্রতিনিধি
সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের খসড়া প্রস্তুত। এখন অপেক্ষা ঘোষণার। তবে সব কিছু নির্ভর করছে সরকারের আচরণের উপর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে সরকার কী ধরণের পদক্ষেপ নেয় সে অপেক্ষা করছে বিএনপি। যদি সত্যি সত্যি সরকার খালেদা জিয়াকে গ্রেফতার করে তাহলে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে দলের একাধিক সূত্রে জানা গেছে।
গ্রেফতারের আগে যদি খালেদা জিয়া মিডিয়ার সামনে কোনো কথা বলার সুযোগ না পান সেক্ষেত্রে দল ও জোটের করণীয় নির্ধারণে লিখিত একটি বার্তায় সব কিছু উল্লেখ থাকবে। ওই বার্তার নির্দেশনা অনুযায়ী আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে।
এ বিষয়ে চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বলেন, গ্রেফতারি পরোয়ানা জারির পর আরও কঠোর আন্দোলনের সিদ্ধান্তে অনড় রয়েছেন বেগম খালেদা জিয়া। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছু হটবে না বিএনপি।
চেয়ারপারসনের ঘনিষ্ঠ সুত্র জানায়, খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে তার অনুপস্থিতিতে দল ও জোট কীভাবে পরিচালনা করা হবে। তাদের করনীয় কী হবে এসব বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশার একটি খসড়া তৈরি করেছেন বেগম খালেদা জিয়া।
দায়িত্বশীল ওই সুত্র জানায়, বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের জন্য তার গুলশান কার্যালয়ে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি দেশব্যাপী ‘অসহযোগ’ কর্মসূচি ঘোষণা দেবেন। যা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।
বেগম খালেদা জিয়া গ্রেফতার হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আর তারেক রহমানকে সহায়তা করতে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে নিয়ে ইতিমধ্যে একটি সমন্বয়ক কমিটি গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই কমিটির তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি