রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চসিক নির্বাচনে আ’লীগের সম্ভাব্য প্রার্থী ৪ জন : গোপনে প্রচারণায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৫

mohiuddin-chy copyazm nasir nurul islam bsc-2 abdus salam- chittagong

মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম :

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাশীল দল আওয়ামী লীগ থেকে কে পাচ্ছেন মেয়র প্রার্থীর টিকিট ? বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট কি নির্বাচনে যাচ্ছেন ? গেলেও বিএনপি থেকে বর্তমান মেয়র মনজুর আলম কি আবার মনোনয়ন পাচ্ছেন। নাকি নতুন কেউ বিএনপির প্রার্থী হচ্ছেন ?

আদৌ কি নির্বাচন হবে নাকি বর্তমান মেয়রের মেয়াদ শেষে রাজধানী ঢাকার মত প্রশাসক নিয়োগ দেয়া হবে ? নগরবাসীর মধ্যে এমন জল্পনা-কল্পনা আর নানা প্রশ্নের জম্ম দিচ্ছে গত দু’বছর ধরে। তবে জুনের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের এমন ঘোষণায় তার মাত্রা আরও বেড়ে গেছে। নির্বাচনে দলীয় প্রার্থীতার টিকিট হাসিলের জন্য যে যার মত দৌড় শুরু করে দিয়েছেন ক্ষমতাশীল দল আওয়ামী লীগের নগর নেতারা। এমনটি নিশ্চিত করেছেন দলীয় একাধিক সূত্র।

এবিষয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেন, কমিশনের পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা দেয়া হলেও প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার এখনো পর্যন্ত দলীয় প্রাথী চূড়ান্ত করেননি। দলের পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করবেন তার পক্ষে নগর কমিটির নেতারা কাজ করবেন। আপনিও দলীয় প্রার্থী হতে আগ্রহী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের পক্ষ থেকে নির্বাচন করার নির্দেশ পেলে নগর কমিটিসহ ৪১টি ওর্য়াডের নেতাকর্মীও জনসাধারণের সহযোহিতা নিয়ে কাজ করবো। এদিকে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এ ছাড়াও সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি নুরুল ইসলাম বিএসসি কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। হোটেল রেডিসন বন্ড উদ্বোধন করার জন্য ২ মার্চ সোমবার চট্টগ্রাম সফরে আসেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের অনেকেই মনে করেছিলেন প্রধানমন্ত্রী মেয়র প্রার্থীর ব্যাপারে নির্দেশনা দিয়ে যাবেন। তবে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো নির্দেশনা দিয়ে যাননি। এ সম্পর্কে কারও সঙ্গে কোন কথা বলেননি তিনি।

অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচনে অংশগ্রহণ না এমন কড়া ঘোষণা দিয়ে এবং জাতীয় নির্বাচনের দাবিতে অবরোধ ও হরতাল ঘোষণা মধ্যে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট। মামলা ও গ্রেপ্তারের ভয় নিয়ে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট নেতারা আতœগোপনে থাকলেও কৌশলগত কারণে মেয়র নির্বাচনে বিএনপি অংশ নিতে পারে এবং সে সময় দলীয় মনোনয়ন পেতে এখন থেকে গোপনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন অনেক কেন্দ্রীয় ও নগর নেতা। তারা ভেতরে ভেতরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা আতœগোপনে থাকলেও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে মেয়র নির্বাচনের আগাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানায়।

সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, কেন্দ্রীয় স্থানীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্ঠা ও বর্তমান মেয়র মনজুর আলম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। এবিষয়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহামুদ চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন, যে খানে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে। সেখানে তো স্থানীয় কোন নির্বাচনের চিন্তাই আসে না।

আন্দোলন একটি নিজস্ব রোড়ে আসছে দাবি করে তিনি বলেন, সরকার এখন দিশেহারা হয়ে গেছে। তাই তারা নির্বাচনের কথা বলে পথটা অন্যদিকে নিয়ে যেতে চেষ্টা করছে। তবে তারা লাভবান হবেন না। জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচনে বিএনপিসহ ২০ দল অংশগ্রহণ করবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি