রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মহিউদ্দিন চৌধুরীর দলীয় মনোনয়ন না পাওয়ার কারণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৫

mohiuddin-chy copy

স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ডামাঢোল থেকে শুরু করে শুক্রবার দলীয় মনোনয়ন চূড়ান্ত করার পূর্বমুহুর্ত পর্যন্ত দলীয় কোন নেতার কাছে মনোনয়নের জন্য আসেননি মহিউদ্দিন চৌধুরী। আওয়ামী লীগের দলীয় ফোরামের চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ নেতা, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন থেকে শুরু করে দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ- কারো সঙ্গেই স্বাভাবিক সম্পর্ক নেই তার। সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসি থেকে শুরু করে নতুন সংসদ সদস্য “িারুল আলম পর্যন্ত কেউই তার মনোনয়নের জন্য কথা বলেননি দলীয় ফোরামে। এতোসব প্রতিকূলতার মাঝেই চট্টগ্রামের রাজনীতির এ সময়ের ‘সেনসেশন’ আ জ ম নাছিরের বিকল্প ছিলনা দলীয় ফোরামের কাছে। চট্টগ্রামের সর্বস্তরের নেতারা আ জ ম নাসিরের জন্যই মাঠে নেমে কাজ করবেন এমন প্রতিশ্রুতির পরেই চূড়ান্ত করা হয় দলীয় মনোনয়নের বিষয়টি।
বৃহস্পতিবার অনানুষ্ঠানিক বৈঠকের পর শুক্রবারের বৈঠকে বিষয়টির সার্বিক দিক পর্যালোচনা শেষে ‘দাম্ভিকতা’কে ‘না’ বলার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা। যদিও এ নির্বাচনেও মহিউদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেয়ার বিষয়ে অনেকটাই আগ্রহী ছিল দলীয় নেতৃত্ব। কিন্তু তার এই দাম্ভিকতা এবং অন্যনেতাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ব্যর্থতার কারনেই বিকল্প ভাবতে হয়েছে দলীয় নেতাদের। এর আগে আ জ ম নাছিরকে দলের সাধারণ সম্পাদক করা ছাড়াও আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলা হবে এমনই সিদ্ধান্ত ছিল। কিন্তু মহিউদ্দিন চৌধুরীর আচরণে ক্ষুব্ধ হয়েছেন সবাই।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক শীর্ষ নেতা এ প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে বলেছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তার জন্য। কিন্তু দাম্ভিকতার সঙ্গে ‘সমঝোতা’ করার সুযোগ নেই। বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের মুখে এমন কোন প্রার্থীকে দিয়ে আমরা কোন রিস্ক নিতে চাইনি, যার পক্ষে দলের সকল লোক কাজ করবেনা। তিনি আ জ ম নাছিরের দলের প্রতি অবদানের বিষয়টিও মনে করিয়ে দিয়ে বলেন, দলের দু:সময় অনেককেই পাওয়া যায়নি। প্রতিকূল পরিবেশেও তিনি দলের প্রশ্নে অবিচল ছিলেন।
রাজনীতির শুরুতেই অনেকটা ‘ভিন্ন ইমেজ’ থাকা আ জ ম নাছিরকে মনোনয়ন দিয়ে অনেকটা নিশ্চিত দলীয় নেতৃত্বও। বৈঠকে উপস্থিত মধ্যম সারির এক নেতা পরিস্কারভাবেই বলেছেন, বিএনপি-জামায়াত জোট নির্বাচনে না এলে এটি বানচালের চেষ্টা করবে। আমাদের এমন প্রার্থীও প্রয়োজন ছিল যে এসব মোকাবেলা করে সামনে এগুতে পারবে। গত ছয় বছরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনসহ সর্বত্র নিজের একটি পজিটিভ ইমেজ তৈরি করতে পেরেছেন আজম নাছির। যার ইতিবাচক প্রভাব নির্বাচনে পড়বে বলেও আশা করেন দলীয় নেতারা।
সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নিজ শিষ্য মনজুর আলমের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর পরাজয়টি ছিল মূলত দাম্ভিকতার কারনেই। ওই নির্বাচনে দলের সিংহভাগ নেতা-কর্মী তার পক্ষে কাজ করেনি। দীর্ঘদিন দায়িত্বপালনকালে একগুয়েমিতা ও সরকারের অনেক সিদ্ধান্তের বিরোধিতাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া কেন্দ্রীয় নেতৃত্বকে তুচ্ছ-তাচ্ছিল্য করাসহ নানা অভিযোগ তো রয়েছেই। এছাড়া নির্বাচনের তফসিলের আগেই চট্টগ্রামের ১৪ দলের পক্ষ থেকে সমর্থন দেয়া এবং নগরীতে শোডাউন করার বিষয়টিও বিবেচনায় আনা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি