শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বিএনপির মনোনয়ন পাচ্ছেন মনজুর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৫

Monjur-400x293

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোহাম্মদ মনজুর আলম আবারও বিএনপির মনোনয়ন পাচ্ছেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী না হওয়ায় হাই কমান্ড এবারও তাকে মনোনয়ন দিচ্ছে।

জানা গেছে, বিএনপির হাইকমান্ড থেকে প্রাক্তন মন্ত্রী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মনোনীত করা হয়। কিন্তু তিনি প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেননি।

এজন্য চট্টগ্রামে বিএনপি বিকল্প প্রার্থী খুঁজছে। এক্ষেত্রে বর্তমান মেয়র মনজুর আলম ছাড়াও কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান এগিয়ে আছেন।

একটি সূত্র জানায়, কৌশলগত কারণে আপাতত প্রার্থী মনোনয়ন দেওয়া না হলেও বৃহস্পতিবারের মধ্যে বিষয়টি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

এব্যাপারে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দু’একদিনের মধ্যে বিষয়টি জানতে পারবেন।

অন্যদিকে গুলশান কার্যালয়ের একটি সূত্র চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ এবং এম মনজুর আলমের মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে।

মনোনয়ন বিষয়ে এম মনজুর আলম বলেন, বিষয়টি এখনো দলীয়ভাবে ঘোষণা করা হয়নি।

দল মনোনয়ন দিলে তিনি এবারও নির্বাচন করবেন এবং জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

একটি সূত্র জানায়, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে আওয়ামী লীগ মনোনয়ন না দেয়ায় বিএনপি সাবেক মেয়র মনজুর আলমকে প্রার্থী করার ব্যাপারে আগ্রহী। মনজুর আলম নিজেও নির্বাচন না করার কথা বলেছিলেন। কিন্তু প্রার্থী পরিবর্তন হওয়ায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি