শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নাছিরের পক্ষে মহিউদ্দিনের শেষ চ্যালেঞ্জ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৫

 

Ctg-Photo

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) টানা তিনবারের নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী জীবনের পড়ন্ত বেলায় এসে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সিসিসি নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন না পেলেও তাকে আওয়ামী লীগ হাইকমান্ড থেকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে পুরাদমে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক।

অপরদিকে, সিসিসি নির্বাচনে এই প্রথমবারের মতো মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম নগরের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে ব্যাপক আলোচনায় থাকা নাছির আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিলেন। ২০১৩ সালে মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও আ জ ম নাছিরকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা নাছির একসময় ছিলেন মহিউদ্দিনের অতি ঘনিষ্ঠজন। পরে মহিউদ্দিনের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। তবে, মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার পর মহিউদ্দিনের বাসায় গিয়ে তার পায়ে হাত দিয়ে সালাম করে দোয়া চেয়েছেন নাছির।

২০০৪ সালে প্রয়াত মোহাম্মদ হানিফ ঢাকায় এবং মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে সারাদেশে আলোচিত হয়ে উঠেন। এর পরপর দুইটি নির্বাচনে মেয়র পদে জয়ী হন মহিউদ্দিন। কিন্তু ২০১০ সালের নভেম্বরে অনুষ্ঠিত সিসিসির সর্বশেষ নির্বাচনে চরম ভরাডুবির মুখে পড়েন তিনি। প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন মহিউদ্দিন। দলের প্রভাবশালী নেতারা মহিউদ্দিন চৌধুরীর বিরোধিতা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। বিরোধিতাকারী নেতাদের মধ্যে আ জ ম নাছিরও ছিলেন। এখন নাছিরের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করা হয়েছে মহিউদ্দিনকে। চট্টগ্রামের একাধিক আওয়ামী লীগ নেতার মন্তব্য হলো, শেষ জীবনে মহিউদ্দিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। নাছিরকে জয়ী করতে পারলে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। আর নাছির পরাজিত হলে কমবেশি সমালোচনার মুখে পড়তে হবে মহিউদ্দিনকে।

জীবনে প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচন করছেন নাছির। তিনি বিজয়ী হতে পারলে আওয়ামী লীগ হাইকমান্ডে আস্থাশীল হয়ে উঠবেন তিনি। আর পরাজিত হলে দলের হাইকমান্ডের আস্থা তাকে হারাতে হবে, এমনটি মনে করছেন অনেকেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি