রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ১৩


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৫

chittagong-city-corporation-logo
ডেস্ক রিপোর্টঃ

 চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের মেয়র এবং কাউন্সিলর পদে ৩৭২ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের মধ্যদিয়ে নগরীতে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেল। এদের মধ্যে মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭১ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার নবীরপ্রবীণ থেকে শুরু করে একেবারে তরুণরাও পিছিয়ে নেই মনোনয়নের দৌঁড়ে। মনোনয়নপত্র জমাদানের সময় ৫ জনের অধিক সমর্থক না যাওয়ার নির্বাচনী বিধি থাকলেও লাভলেইন থেকে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত প্রার্থীসমর্থকদের উৎসাহউদ্দীপনার কমতি ছিলনা। প্রার্থীর কর্মীসমর্থকদের পদচারণায় মুখর হয়ে উঠে লাভ লেইনস্থ নির্বাচন কমিশন অফিস এলাকা। কারও কাছে জীবনের প্রথম নির্বাচন, কারও কাছে শেষ। জন প্রতিনিধি হতে চান সবাই। সেই কারণে প্রার্থী হয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের ২৫ বছরের তরুণ ওয়াহিদুল আলম থেকে শুরু করে ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে ৭০ বছরের বৃদ্ধা রোশনারা বেগম। প্রতিবন্ধিদের অধিকার আদায়ে এবার ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন শারিরীক প্রতিবন্ধী তসলিম হোসেন। এতো বিপুল সংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়সহ আশেপাশে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বেলা সাড়ে ১২টায় মনোনয়নপত্র জমাদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল। আগামী বুধবার ও বৃহস্পতিবার মুসলিম হলে মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রর্থীতা প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ এপ্রিল।

 মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম, বিএনএফের মহাসচিব অধ্যাপক আরিফ মঈনুদ্দীন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, ইসলামিক ফ্রন্টের এইচ এম মজিবুল হক শুক্কুর, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, গাজী মো. আলাউদ্দিন, আবুল কালাম আজাদ, সৈয়দ সাজ্জাদ জোহা, ফোরকান চৌধুরী, আওয়ামী লীগের সাইফুদ্দিন আহমেদ ববি, ওয়াসেস হোসেন ভূঁইয়া ও শফিউল আলম।

এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, মো. শাহজাহান, আবুল মনজুর, কল্যাণ পার্টির মো. ইলিয়াছ ও গোলাম ইয়াজদানী তা জমা দেননি। এদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম এবং নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনই সবচেয়ে বেশি আলোচনায় আছেন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, চসিক মেয়র পদে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১৩ জন। ৪১টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে ৫৫৯ জন কাউন্সিলর প্রার্থী এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের বিপরীতে ৯৪ জন মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও সাধারণ কাউন্সিল পদে ২৮৮ জন , সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবারে ১৮ লক্ষ ২২ হজার ৮৯২ জন ভোটারের বিপরীতে ৭১৯ টি ভোটকেন্দ্রে এবং চার হাজার ৯০৬ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৪ জন রিটার্নিং আফিসার ও ২ জন নিবার্হী ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি