রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হলফনামায় তথ্য ।। নাছিরের নগদ আছে মাত্র ১ লাখ ৮৪ হাজার টাকা, মনজুর আলমের ১ কোটি ৬৯ লাখ টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৫

cec mayor manjur

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম ও তার মালিকানাধীন ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক ঋণের পরিমাণ ৩৬০ কোটি ৫১ লাখ টাকা। মোট ১২টি ব্যাংক থেকে তিনি উল্লেখিত অংকের ঋণ নিয়েছেন বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন। কিন্তু কোন ব্যাংকেই তিনি বা তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ঋণ খেলাপি নন। তাছাড়া মনজুর আলমের বিরুদ্ধে আদালতে কোন ফৌজদারী মামলা চলমান নেই বলে হলফনামায় বলা হয়েছে। মেয়র হিসেবে তিনি মাসে সম্মানী গ্রহণ করেছেন ৭০ হাজার ৭৫০ টাকা। হলফনামায় বলা হয়েছে, নিজের নামে তার নগদ টাকা রয়েছে ১ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৬৪৫ টাকা ও স্ত্রীর নামে রয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৬৪০ টাকা। ব্যাংক কিংবা কোন আর্থিক প্রতিষ্ঠানে তার কোন জমা টাকা নেই। তবে বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার রয়েছে নিজের নামে ২৮ কোটি ৩৯ লাখ ৭ হাজার ৯৮৩ টাকার। স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৭০২ টাকার বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার।

মনজুর আলমের গাড়ি রয়েছে ৪ লাখ ৩০ হাজার টাকার। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদি রয়েছে ২ লাখ ৩৩ হাজার টাকার, স্ত্রীর নামে রয়েছে ১৬ লাখ ১০ হাজার টাকার। মনজুর আলমের ইলেক্ট্রনিক সামগ্রী রয়েছে ২ লাখ টাকার। নিজের আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৮ হাজার ৫শ টাকা এবং স্ত্রীর রয়েছে মাত্র ৩ হাজার টাকার আসবাবপত্র।

হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বলা হয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী তিনি কোন ধরনের ফৌজদারী মামলায় দণ্ডপ্রাপ্ত নন। তবে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনের ৩৯ ধারায় দায়ের হওয়া মামলা (মামলা নং২০/০৭) প্রত্যাহার হয়েছে অনেক আগে। তাছাড়া দুর্নীতি দমন আইন ২০০৪ সালের অধীনে সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক, জুবিলি রোড শাখা থেকে এককভাবে ঋণ নিয়েছেন ১ কোটি ২২ লাখ টাকা। তার প্রতিষ্ঠানিক ঋণের মধ্যে ইউসিবিএল, আগ্রাবাদ শাখা থেকে ৭৬ কোটি ৪০ লাখ টাকার ঋণ রয়েছে। এইচ এম স্টীল এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এর নামে এ ঋণ নেয়া হয়েছে।

গোল্ডেন আয়রন ওয়ার্ক্স লিমিটেড ও আলহাজ্ব মোস্তফা হাকিম হাউজিং এন্ড রিয়েল এস্টেট লিমিটেড এর জন্য ন্যাশনাল ব্যাংক, আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয়া হয়েছে যথাক্রমে ১৪ কোটি ৯০ লাখ ও ৩৩ কোটি ২৫ লাখ টাকা। গোল্ডেন আয়রন ওয়ার্ক্স লিমিটেড এর জন্য ব্যাংক আল ফালাহ, আগ্রাবাদ শাখা থেকে নেয়া হয়েছে ৫ কোটি টাকা, আলহাজ্ব মোচ্চফা হাকিম হাউজিং এন্ড রিয়েল এস্টেট লিমিটেড এর জন্য মার্কেন্টাইল ব্যাংক, দেওয়ানহাট শাখা থেকে নেয়া হয়েছে ৭৪ লাখ টাকা, গোল্ডেন আয়রন ওয়ার্ক্স এর জন্য ইস্টার্ন ব্যাংক, আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয়া হয়েছে ৬৮ লাখ টাকা, আলহাজ্ব মোস্তফা হাকিম হাউজিং এন্ড রিয়েল এস্টেট লিমিটেড এর জন্য এবি ব্যাংক, আগ্রাবাদ শাখা থেকে ২ কোটি ৯৩ লাখ টাকা, আলহাজ্ব মোস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রি ও গোল্ডেন আয়রন ওয়ার্ক্স লিমিটেড এর জন্য এনসিসিবিএল, আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয়া হয়েছে যথাক্রমে ৩৮ কোটি ও ৭৫ কোটি ৫০ লাখ টাকা, আলহাজ্ব মোস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড এর জন্য বিএফআইসি, আগ্রাবাদ শাখা থেকে নেয়া হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা, আলহাজ্ব মোস্তফা হাকিম ব্রিক্স লিমিটেড এর জন্য সাউথ ইস্ট ব্যাংক, আগ্রাবাদ শাখা থেকে নেয়া হয়েছে ৪৮ লাখ টাকা, তাহের এন্ড কোং লিমিটেড এর জন্য ঢাকা ব্যাংক, আগ্রাবাদ শাখা থেকে নেয়া হযেছে ৩৬ কোটি ৮১ লাখ টাকা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, অলংকার শাখা থেকে গোল্ডেন ষ্টীল এলয় ওয়ার্ক্স ও তাহের এন্ড কোং এর অনুকূলে ঋণ নেয়া হয়েছে যথাক্রমে ১০ কোটি ২ লাখ ও ৫২ কোটি ১৯ লাখ টাকা।

মনজুর আলমের পাঁচ পৃষ্ঠার এ হলফনামায় তার আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে, বছরে কৃষিখাত থেকে ৫০ হাজার টাকা, বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া থেকে ৩৫ লাখ ৭ হাজার ৬ টাকা, ব্যবসা থেকে ৩ লাখ ২০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে ৭ লাখ ১৭ হাজার ৮৫১ টাকা, পেশা (শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক ইত্যাদি) থেকে আয় ১ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৫১৫ টাকা, মেয়র হিসেবে দায়িত্ব পালনরকালে সম্মানী হিসেবে গত পাঁচ বছরের তার আয় ৮ লাখ ৪৯ হাজার টাকা এবং মূলধনী ও লিজ রেন্ট খাত থেকে তার বার্ষিক আয় হচ্ছে যথাক্রমে ১১ লাখ ৮৬ হাজার ও ১১ লাখ ৫৬ হাজার ৫৪৪ টাকা।

হলফনামা থেকে জানা গেছে, স্থাবর সম্পত্তির মধ্যে নিজের নামে কোন কৃষি জমি নেই মনজুর আলমের। কিন্তু তার স্ত্রীর নামে ৪ লাখ ৮৪ হাজার টাকার কৃষি জমি রয়েছে। মনজুর আলমের অকৃষি জমি রয়েছে ৬ কোটি ৫৮ লাখ ১৬ হাজার ৫৪৩ টাকার, স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৭১ টাকার এবং ১৮ লাখ ১৮ হাজার ২৭৫ টাকার অন্যান্য স্থাবর সম্পত্তি রয়েছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, জুবিলি রোড শাখায় তার দায়দেনার পরিমান ৪ কোটি ৭০ লাখ ৬ হাজার ১৯৮ টাকা।

গত ২৪ মার্চ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন স্বাক্ষরিত এ হলফনামা গতকাল রোববার চট্টগ্রাম নির্বাচন কমিশন বরাবরে হস্তান্তর করা হয়।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছিরউদ্দিন বার্থ অপারেটর, সোয়েটার ফ্যাক্টরি, ডেভেলপার, ফিশিং ঘাট ইজারা এবং তেল পরিবহন ব্যবসার সাথে জড়িত। এই সব ব্যবসা থেকে তিনি বার্ষিক তিন কোটি বিশ লাখ টাকা আয় ছাড়াও কোম্পানি থেকে পরিচালক ভাতা হিসেবে ৪২ লাখ টাকা, ওয়াকফ বেনিফিশিয়ারী হিসেবে সম্মানি ৩ হাজার টাকা, অন্যান্য খাত থেকে ২৫ হাজার টাকা এবং ব্যাংক ইন্টারেস্ট হিসেবে ৪,৭৪৪ টাকা পেয়ে থাকেন। সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের সময় তিনি তার হলফনামায় এই আয় দেখিয়েছেন।

তার মোট ব্যাংক ঋণের পরিমান ৮ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৭২৪ টাকা। এর মধ্যে অগ্রণী ব্যাংক লালদীঘি শাখা থেকে ঋণ গ্রহণ করেছেন ৮ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৪৯৮ টাকা, এক্সিম ব্যাংক বহদ্দারহাট শাখা থেকে ডিপিএসএর বিপরীতে ঋণ নিয়েছেন ১২ লাখ ৯১ হাজার ১৪৩ টাকা, ম্যাট লাইফ আলিকো ইন্সুরেন্স এর বিপরীতে ঋণ গ্রহণ করেছেন ৭ লাখ ৪৪ হাজার ৮৩ টাকা।

হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার হাতে নগদে আছে মাত্র ১ লাখ ৮৪ হাজার ৬৯০ টাকা, স্ত্রীর আছে ৪৫ হাজার ৫৭৯ টাকা। নিজের নামে ব্যাংকে জমা আছে ৯১ হাজার ৩৬ টাকা এবং স্ত্রীর নামে জমা আছে ১ লাখ ৩১ হাজার ৯৯৩ টাকা।

ব্যবসায় বিনিয়োগ আছে প্রোপ্রাইটারশিপ ক্যাপিটাল হিসেবে ১০ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার ৪৯৮ টাকা, স্টক এক্সচেঞ্জে শেয়ার আছে ৯ লাখ ১৯ হাজার ৬৯৮ টাকার, কোম্পানির শেয়ার আছে ২১ লাখ ২২ হাজার ৫০০ টাকার, জীবন বীমা ও ডিপিএস কিস্তি হিসেবে জমা আছে ৪১ লাখ ৬৫ হাজার ৮৬৮ টাকা। একই ভাবে স্ত্রীর নামে কোম্পানির শেয়ার আছে ৩৪ লাখ টাকার। নিজের নামে কোন এফডিআর না থাকলেও স্ত্রীর নামে ১২ লাখ ৫৪ হাজার ৩২০ টাকার এফডিআর রয়েছে। একটি পুরাতন জিপ গাড়ি এবং এক লাখ ৪০ হাজার টাকা দামের ইলেক্ট্রনিক্স সামগ্রী রয়েছে আ জ ম নাছিরের। স্ত্রীর নামে রয়েছে ৪০ হাজার টাকার ইলেক্ট্রনিক্স সামগ্রী।

 নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় আ জ ম নাছিরউদ্দিন নিজের এবং স্ত্রীর নামের উপরোক্ত সম্পদের কথা উল্লেখ করেছেন। হলফনামায় বলা হয়েছে, তার নিজের নামে ঢাকায় একটি প্লট এবং চট্টগ্রাম শহরে পৈত্রিক বাড়িতে ছয় ভাগের এক ভাগ অংশের মালিক ছাড়া আর কোন কৃষি বা অকৃষি ভূমি নেই।

তিনি শিক্ষাগত যোগ্যতায় উল্লেখ করেছেন বিএ পাস। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় দায়ের করা একটি ফৌজদারী মামলা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। মামলা নম্বর ৩৯()/৯৩। এছাড়া দায়রা মামলা (নম্বর ৩৭৩/৯৯ ধারা৩০২/৩২৬/৩০৭/১১৪/৪২৭/৩৪ দন্ডবিধি) থেকে ২০০১ সালে বেকসুর খালাস পেয়েছেন। দায়রা মামলা (নম্বর ৩৪/৯৯ ধারা১৪৭/১৪৯/৩২৬/৩০৭/৩০২/৩৪ দ.বি) থেকে ২০০০ সালে বেকসুর খালাস পেয়েছেন। মামলা নম্বর ২৩()/ ৯৯ থেকেও অব্যাহতি পেয়েছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি