বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » বিশ্বব্যাংক-আইএমএফের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাংবাদিক ফারুক মেহেদী


বিশ্বব্যাংক-আইএমএফের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাংবাদিক ফারুক মেহেদী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৫

Photo of Faruk
স্টাফ রিপোর্টারঃ
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে অংশ নিতে সরকারি ডেলিগেশন সদস্য হিসেবে আগামি ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চ্যানেল টোয়েন্টি ফোরের বিজনেস এডিটর ও সাংবাদিক ফারুক মেহেদী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলের সদস্য হিসেবে এ বৈঠকে অংশ নেবেন তিনি। তার সফরসঙ্গীরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থ সচিব মাহবুব আহমেদ, বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প পরিচালক ড. মোহাম্মদ তারেক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন।
আগামি ১৭ থেকে ১৯ এপ্রিল ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ এর গুরুত্বপূর্ন এ বসন্তকালীন বৈঠকে বিশ্বের প্রায় সব দেশের অর্থমন্ত্রীসহ সরকারের শীর্ষ নীতিনির্ধারকরা অংশ নেবেন। এতে বাংলাদেশকে উন্নয়ন সহায়তা দেয়ার সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করা হবে। এর আগে ১৫ এপ্রিল ফারুক মেহেদী নিউইয়র্কে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি বিষয়ক একটি সেমিনারে অংশ নেবেন। সেখানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সাংবাদিক ফারুক মেহেদী এর আগে ২০১৩ সালে লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ইউরোপ ও ২০১৪ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট এশিয়ায় অংশ নেন। এর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে তিনি বিজনেস সাংবাদিকতা ও এ সংক্রান্ত বিভিন্ন কনফারেন্সে অংশ নেন। ফারুক মেহেদীর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে। বিজনেস সাংবাদিকতার পাশাপাশি প্রামাণ্য চিত্র নিমার্নেও খ্যাতি রয়েছে ফারুক মেহেদীর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি