শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশে গণমাধ্যমের স্বাধীনতা লুন্ঠিত হচ্ছে-ন্যাপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৫

createthumb-400x266

ডেস্ক রিপোর্ট :
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করলেও বাংলাদেশের গণমাধ্যম মুক্ত নয়। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও প্রকৃত অর্থে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ হচ্ছে বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই গণমাধ্যম সরকারের প্রতিহিংসার স্বীকার হয়েছে।

স্বাধীনতা পরবর্তী আওয়ামী সরকার ৪টি সংবাদপত্র রেখে মজলুম জননেতা মওলানা প্রতিষ্ঠিত ‘হক কথা’-সহ সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছেল। অবজার সম্পাদক আবদুস সালামকে গ্রেফতার করে কারাবন্দি করা হয়েছিল। ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দৈনিক বাংলা, টাইমস, বিচিত্রা, আনন্দ বিচিত্রা বন্ধ করে শত শত সাংবাদিককে বেকারে পরিণত করেছে।

২০০৮ সালে ক্ষমতায় এসে বন্ধ করেছে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, দৈনিক আমার দেশ। শুধু বন্ধ করেই ক্ষান্ত হয়নি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে একের পর এক মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্ধি রেখেছে। গ্রেফতার করেছে ইটিভি ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালামকে। যা সকল কিছুই মুক্ত গণমাধ্যম নীতির পরিপন্থি।

আজ রোববার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভা‘য় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, বিজেপি সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল মতিন সাউদ, দৈনিক খোলাবাজার ভাপ্রাপ্ত সম্পাদক জহিরুল ইসলাম কলিম, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনছার রহমান শিকদার, মো. আনোয়ার হোসেন, মো. শামিম ভুইয়া, মো. বেল্লাল হোসেন, মো. আবুল কালাম সরদার, আবদুল্লাহ আল-মাসুম প্রমুখ।

মোস্তফা ভুইয়া বলেন, সরকারবিরোধী সংবাদ পরিবেশনের কারণে এই সরকারের আমলে টিভি চ্যানেল বন্ধ হয়েছে, সম্পাদক-পরিচালক কারাবন্দি হয়েছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সরকারি দলের সিনিয়র সদস্যদের চরম সমালোচনার শিকার হয়েছে সংবাদপত্র, সম্পাদক ও সাংবাদিকরা। সাংবাদিক সাগর-রুনির নির্মম হত্যাকা-ের রহস্য উদঘাটনেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন বর্তমান সরকার। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে গণতন্ত্র বাধাগস্ত হচ্ছে, এমনকি ভবিষ্যতে গণতন্ত্র হত্যার মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার আশংকায় রয়েছে দেশবাসী।

সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের পরিপূরক। গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, তেমনই মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। বর্তমানে দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র সংকোচিত হয়ে সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। যা একটি রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি