রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে ৮ নম্বরে বাংলাদেশ


ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে ৮ নম্বরে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৫

bd-team_256886
স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপের পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দারুন পারফর্ম করায় আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। টাইগারদের অবস্থান এখন ৮ নম্বরে। ৭ থেকে একেবারে ৯ নম্বরে নেমে গেছে পাকিস্তান। আট নম্বর অবস্থানটি ধরে রাখতে পারলে আগামী ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

আইসিসির তথ্য মতে, ৮৮ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের ৮ নম্বরে অবস্থান বাংলাদেশের। সমান পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ৭  নম্বরে। ফলে বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৭ নম্বরে উঠে আসার বড় একটা সুযোগও তৈরি হয়েছে।

বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোনো ওয়ানডে শিডিউল নেই। অন্যদিকে নিজেদের মাঠে বাংলাদেশ আগামী জুনে ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। পরের মাসে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মাশরফির দল।

অন্যদিকে আগামী মে মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এরপর জুলাইয়ে শ্রীলংকার গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আজহার আলীর দল।

তবে যেখানে বাংলাদেশের সম্ভাবনা ঠিক সেখানেই আবার ভয়। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ খেলবে না, সেহেতু তাদের পয়েন্ট হারানোর কোনো সম্ভাবনা নেই। কিন্তু বাংলাদেশ যেহেতু ঘরের মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬টি ওয়ানডে খেলবে সেহেতু সিরিজ দুটিতে দুর্দান্ত কিছু না করতে পারলে টাইগাররা পয়েন্ট হারিয়ে শীর্ষ আট থেকে ছিটতে পড়তে পারে।

আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (১২৯) সবার ওপরে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত (১১৭)। তৃতীয় অবস্থানে বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড (১১৬)।

র‌্যাংকিংয়ের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (১১২), শ্রীলংকা (১০৬)ও ইংল্যান্ড (৯৪)। সাত, আট ও নয় নম্বরের স্থানটি নিয়ে তীব্র লড়াই চলছে ওয়েস্ট ইন্ডিজ (৮৮), বাংলাদেশ (৮৮) ও পাকিস্তানের (৮৭) মধ্যে। আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ড দশ নম্বরে উঠে এসেছে। জিম্বাবুয়ে রয়েছে ১১ নম্বরে।

উল্লেখ্য, ২০১৫ সালের বিশ্বকাপে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেয় মাশরাফি বাহিনী। প্রখমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলে সাকিব-তামিমরা। পরে ঘরের মাঠে সফররত পাকিস্তানকে ধবলধোলাই করে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করে মুশফিকরা। আর তাতেই ওয়ানডে ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি