রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রিয়াল ৩, রোনালদো ০


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৫

Real_Madrid_bg_875900163

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় অপেক্ষাকৃত দুর্বল দল আলমেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালেদো রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে দুই পয়েন্ট কম নিয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইল স্প্যানিশ জায়ান্টরা।

রিয়ালের কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ ম্যাচের ৪৪ মিনিটের মাথায় প্রথম দলকে লিড পাইয়ে দেন। টনি ক্রুসের বাড়ানো বলে হেড করে ক্লিয়ার করেন আলমেরিয়ার ত্রুজিলো। তবে, তার ক্লিয়ারটি ঠিক মতো না হলে বল পান রদ্রিগেজ। আর ২৫ গজ দূর থেকে জোড়ালো শট নিয়ে গত বিশ্বকাপের চমক রদ্রিগেজ প্রতিপক্ষের জালে বল জড়ান।

১-০ তে এগিয়ে থেকে বিশ্রামে যায় স্বাগতিক হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামা রিয়াল। বিরতির পর খেলার ৪৯ মিনিটের মাথা ব্যবধান দ্বিগুন হয় কার্লো আনচেলত্তির দলের। আলমেরিয়ার দস সান্তোসের আত্মঘাতী গোলে ২-০ তে এগিয়ে যায় রিয়াল।

আর ৮৪তম মিনিটে হার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন আরবেলোয়া। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে মাঠে উপস্থিত প্রায় ৭০ হাজার দর্শক রোনালদোকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে দেখে।

নিজে কোনো গোল করতে না পেলেও রোনালদোর দল জিতেছে। কিন্তু তৃতীয় গোলটি তিনি নিজেই করতে চেয়েছিলেন, পারেন নি। মাঠেই হতাশা প্রকাশ করা রোনালদো গোল উৎযাপনেও আনন্দ নিয়ে যোগ দেননি।

৩৪ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৮৪। দুটি দলই ২৭টি করে ম্যাচ জিতলেও বার্সা হেরেছে ৪টি ম্যাচে আর রিয়াল হেরেছে ৬টি ম্যাচে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি