বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বেড়েছে ১০৬ ভাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৫

 

pen-1428669965
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে ২০১৪ সালে সাংবাদিক নির্যাতনের ঘটনা ১০৬ ভাগ বেড়েছে। গত বছর ২১৩জন সাংবাদিক ও ৮জন ব্লগার নানাভাবে হামলার শিকার হয়েছেন। এরমধ্যে ৪জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ৬২জনকে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন ৪০জন। ৮জন ব্লগার ও অনলাইন এক্টিভিস্টসহ ১৭জন গ্রেপ্তার হয়েছেন। সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক নেতাসহ ১৭জন মিডিয়া ব্যক্তিত্ব আদালত অবমাননার অভিযোগের শিকার হয়েছেন। সেখানে আরও বলা হয় নারী সাংবাদিকরা এখনও লিঙ্গগত বৈষম্য ও হয়রানির শিকার।

আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আর্টিকেল-১৯। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে আর্টিকেল-১৯ এর দক্ষিণ এশীয় পরিচালক তাহমিনা রহমান, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা প্রমুখ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি