মঙ্গলবার,৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


২২ মেরিন সেনা নিয়ে মার্কিন ওসপ্রে এয়ারক্র্যাফট বিধ্বস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৫

1a76ec803543d83ae6d4715036532128_XL

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার হাওয়াই দ্বীপে ২২ জন মেরিন সেনা নিয়ে একটি ওসপ্রে এয়ারক্র্যাফট বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে ব্যাপকমাত্রায় ধোঁয়া উড়তে দেখা গেছে।

হাওয়াইয়ের ওয়াইমানালো এলাকায় অবস্থিত বিলোজ বিমান ঘাঁটিতে রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সেনাদের এক বিবৃতিতে এ ঘটনা নিশ্চিত করে বলা হয়েছে, একটি এমভি-২২ ওসপ্রে এয়ারক্র্যাফট ২২ মেরিন সেনা নিয়ে বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একজন সেনা নিহত ও ২১ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে মেরিন কোর থেকে ১২ জনের আহত হওয়ার কথা বলা হলেও এ সংখ্যা বাড়ানো হয়েছে। ওসপ্রে এয়ারক্যাফটকে মূলত বিশেষ অভিযানের উপযোগী করে তৈরি করা হয়ে থাকে।

দুর্ঘটনার পরপরই জরুরি বিভাগের গাড়ি ও লোকজনকে ছোটাছুটি করতে দেখা গেছে। রেডিও তেহরান/



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি