রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সূর্যের আলো ফুরিয়ে যাচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৫

67654880_67654879

বিবিসি : যেই গ্যাসের আগুনে সূর্য জ্বলছে সেই গ্যাস এক সময় শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এর ফলে সূর্যের আলোও নিভে যাবে আর অবধারিত ভাবে মৃত্যু হবে পৃথিবীর। তবে এত এখনই দুশ্চিন্তার কিছু নেই। ঘটনাটি ঘটবে আলো ৪ হাজার ৫০০ মিলিয়ন বছর পর।

তবে দুশ্চিন্তার বিষয় হলো এর বহু আগেই নিজেদের কারণেই ধ্বংস হয়ে যেতে পারে মানুষ।

মহাকাশে ছায়াপথের মৃত্যু হয় খুব ধীরগদিতে। মিল্কিওয়ে নামের যেই ছায়াপথে আমাদের সৌরজগত অবস্থান করছে সেই ছায়াপথেরও কি মৃত্যু হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সুর্যের মধ্যে যেই হাইড্রোজেন রয়েছে তা আস্তে আস্তে ফুরিয়ে যাবে। এর ফলে সুর্য ঠান্ডা হয়ে যাবে। এরকম হাজারো সূর্য র্ধীরে ধীরে ঠান্ডা হয়ে গিয়ে পুরো মিল্কিওয়েই একসময় মারা যাবে। মৃত এবং জীবিত কয়েক হাজার গ্যালাক্সি পরিক্ষা করে বিজ্ঞানীরা এ তথ্য আবিস্কার করেছেন। তারা এই মৃত্যু অনেকটা শ্বাসরোধ করে মৃত্যুর মতো ।

মহাকাশের মৃত্যুর জন্য দায়ি কে এমন প্রশ্নের উত্তরে নাসার বিজ্ঞানী ড. অমিতভ ঘোষ বলেন, মহাকাশের গ্যাস কোন মহাকর্ষ শক্তির কারণে এক জায়গায় ঘনিভূত অবস্থায় জ্বলতে থাকে। যখন এই গ্যাস শেষ হয়ে যাবে সুর্যের আগুনও নিভে যাবে। এরকম গ্যালাক্সি মহাকাশে রয়েছে প্রায় ১০০ বিলিয়ন।

গ্যালাক্সির মৃত্যু আমাদের জোন কোন দুঃসংবাদ কিনা জানতে চাইলে অমিতভ বলেন, ্টা একটা স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিনিয়ত গ্যালাক্সির মৃত্যু হচ্ছে আবার জন্ম হচ্ছে। আমাদের সুর্যের বয়স হলো প্রায় ৪ হাজার ৫০০ মিলিয়ন বছর। আরো ৪ হাজার ৫০০ মিলিয়ন বছর বয়স তার রয়ে গেছে। হয়তো এর পর ধীরে ধীরে নিভে যাবে সূর্য। তবে এর আগেই হয়তো শেষ হয়ে যাবে মানুষ ।

পৃথিবীতে মানুষের বয়স প্রায় ১ মিলিয়ন বছর। হয়তো আরো ১ বা ২ মিলিয়ন বছর পৃথিবীতে মানুষ থাকবে। যেমন মঙ্গলগ্রহে একসময় বায়ুমন্ডল ছিলো এখন নেই। পৃথিবীর ক্ষেত্রেও এমন হতে পারে। বাযুমন্ডল নষ্ট হয়ে যেতে পারে। তখন মানুষ গাছপালা সবই ধ্বংস হয়ে যাবে। তাই সূর্যের আলো নিভে যাওয়া নিয়ে দুশ্চিন্ত করার কিছু নেই।

বিবিসি অবলম্বনে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি