রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নজরুলের স্মৃতিফলকগুলো বিলীন হওয়ার পথে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৫

pic-4-nazrul Basor khat at Doulotpur-2011doulotpur folok-4city-aveneu road-3comilla jhaotola-2rajgonj-more

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

দীর্ঘ ২৩ বছর পর কুমিল্লায় জাতীয় পর্যায়ে নজরুলের জন্মবার্ষিকী পালন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। নগরীজুড়ে উৎসবের আমেজ। আর দুই দিন পরেই নজরুলের জন্মবার্ষিকী। অথচ নজরুলের স্মৃতি বহনকারি নগরীর বিভিন্ন পথে স্থাপিত ১২ টি ফলকের ১০টিরই বেহাল দশা। এর মধ্যে কয়েকটা কবে যে তুলে ফেলা দেয়া হয়েছে তা কেউ খবর রাখেনি। বেহাল দশায় রয়েছে মুরাদনগরের দৌলতপুরে নজরুলে বাসরঘরসহ স্মৃতিফলকগুলো।
নজরুলের জীবন ও সাহিত্য কর্মের বিরাট অধ্যায় জুড়ে আছে কুমিল্লা। কুমিল্লার নজরুলের স্মৃতিফলকসমূহ তারই সত্যতা প্রমান করে। কুমিল্লায় কবি নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিলেন ১৯২১ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে । তিনি মোট ৫ বার কুমিল্লায় আগমন করেছিলেন। নজরুলে দাম্পত্য জীবনের বন্ধনও ঘটেছিল কুমিল্লাতে। দুই মহীয়সী নারীর পাণি গ্রহন করে কুমিল্লার সঙ্গে তার ঘটেছিল চিরায়ত নারীর সংযোগ।
ধ্বংসের পথে নজরুলের স্মৃতিফলকঃ
ধুমকেতুর মত উদ্ভাসিত কবি নজরুল ১৯২০ সালের এপ্রিল থেকে ১৯২৪ সালের জানুয়ারী পর্যন্ত  পাচঁবারে ১১ মাস কাটিয়েছিলেন কুমিল্লায় । ১৯২০ সালের এপ্রিল মাসে প্রথম কুমিল্লায় আসেন। সে যাত্রায় দৌলতপুর অবস্থান করেন তিন মাস। ২য় বার ১৯২১ সালে নভেম্বর থেকে ডিসেম্বর, ৩য় বার ১৯২২ সালে ফেব্র“য়ারি থেকে জুন, চতুর্থবার ১৯২২ সালে অক্টোবর থেকে ২৩ নভেম্বর, ৫ম বার ১৯২৩ সালের ডিসেম্বর থেকে চলে যাওয়ার তারিখ অজ্ঞাত। নজরুলের প্রেম,বিয়ে-বিচ্ছেদ ,গ্রেফতার, সমাবেশ এবং কাব্য ও সংস্কৃতি র্চ্চাসহ বহু ঘটনার নীরব সাী এই কুমিল্লা।

নগরীর ঝাউতলা সড়কের শেষ প্রান্তে রাস্তার দণি পাশ থেকে ‘আনন্দময়ীর আগমন’ কবিতার জন্য কবি ১৯২২ সালের ২৩ নভেম্বর  গ্রেফতার হয়েছিলেন সেই স্থানে রয়েছে একটি স্মৃতিফলক। স্মৃতিফলকের পাশে গড়ে উঠেছে শীতক প্রকৌশলীর দোকান । সে দোকানের নষ্ট হওয়া ফ্রিজ ও এসির মেশিন, বালতিতে ঢেকে আছে নজরুলের সে স্মৃতিফলক।

কুমিল্লায় এসে প্রতিবারই তিনি উঠেন কান্দিরপাড়ে ইন্দ্র কুমার সেন গুপ্তের বাড়িতে অর্থাৎ প্রমীলাদের বাড়িতে। কুমিল্লা শহরের প্রানকেন্দ্র কান্দিরপাড় থেকে ধর্মপুর অ্যাপ্রোচ রেলষ্টেশন সড়কটি নজরুলের নামে নামকরণ করে রাখা হয় নজরুল এভিনিউ। প্রমীলাদের বাড়ির পাশেই ছিলো বিশিষ্ট কংগ্রেস নেতা বসন্ত কুমার মজুমদারের বাড়ি। কবির সাথে পরিচয় হয় বাগিচাগাঁওয়ের বিপ্লবী অতীন রায়ের সাথে। এ সড়ক সংলগ্ন বসন্ত স্মৃতি পাঠাগারে কবি আড্ডা দিতেন, কবিতা লিখতেন, এখানে নজরুল ফলকটির পাশেই পৌরসভার ডাস্টবিন । প্রমীলাদের বাড়ির পুকুরটি ভরাট হয়ে গড়ে উঠেছে বড় বড় অট্রালিকা। বাড়িটি বিক্রি হয়ে গেছে। পুকুরপাড় ও রাস্তার পাশের স্মৃতিফলকটি ব্যবসায়ীরা সরিয়ে রাস্তার বিপরীত পাশে ফরিদা বিদ্যায়তনের সামনে বসিয়ে দিয়েছেন। সেখানে স্মৃতিফলকের উপরে পোষ্টার লাগিয়ে দেয়া হয়েছে। এখন দেখা যায়না কি আছে আছে স্মৃতি ফলকে। এই স্মৃতিফলকের সামনেই প্রায় সময় তরমুজ-আম বিক্রেতা ভ্যানে করে বেচাঁকেনার কাজ করে। ২১ মে দুপুরে গিয়ে দেমন দৃশ্যই চোখে পড়েছে।

১৯২১ সালের ২১ নভেম্বর রাজগঞ্জ বাজারে নজরুল ব্রিটিশ বিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন,সেখানের স্মৃতিবিজড়িত ফলকটি এখন আর নেই।  সেখানে এখন ময়লা-আবর্জনা ফেলার ডাস্টবিন রয়েছে।

নগরীর বজ্রপুরে অবস্থিত বহু পুরাতন কুমিল্লা ইউসুফ হাই স্কুল। ১৮৭৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের নিকটেই ছিল অবিনাশ ময়রার দোকান। এই দোকানের পাউরুটি ও রসগোল্লা ছিল কবির প্রিয়। এখন সেটি আর নেই। স্মৃতি রক্ষার্থে কোন ফলকও নেই।

কবি নজরুল কুমিল্লায় অবস্থান কালে বেশ কয়েকবার দারোগা বাড়ির মাজারের পার্শ্ববর্তী এই বাড়ির সঙ্গীত জলসায় অংশ নিয়েছেন। নজরুল স্মৃতি রা পরিষদ ১৯৮৩ সালের ২৮ সেপ্টেম্বর এই বাড়ির সামনে একটি ফলক স্থাপন করে। ফলকে উল্লেখ করা হয়, ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯২১, ১৯২২, ১৯২৩ এখানে গজল গানের মজলিসে যোগ দিয়েছেন। এখানে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুসহ অনেক গান গেয়েছেন। দুইদিন পরেই নজরুলের জন্মবার্ষিকী উৎসব। অথচ নজরুলের স্মৃতি বিজড়িত এই স্থানের কোন খবর কেউ নিচ্ছে না।

নগরীর দ্বিতীয় মুরাদপুর মহারাজ কুমার নবদ্বীপ চন্দ্র দেব বর্মন বাহাদুরের রাজবাড়ীতে ১৯২২ সালে অনেকদিন নজরুল কুমার শচীন্দ্র দেব বর্মনের সঙ্গে বসে সঙ্গীত চর্চা করতেন। বর্তমানে শতবছরের পুরনো বাড়ীটি জরার্জীণ অবস্থায় আছে। যদি কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলের আন্তরিক প্রচেষ্টায় শচীন দার এই বাড়িটি সংস্কারসহ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠঅর উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া নানুয়ার দিঘীরপাড়ের সুলতান মাহমুদ মজুমদারের বাড়ি, নবাববাড়ির নজরুলের ম্মৃতিচিহ্ন ফলকগুলোও অযতেœ,অবহেলায় নিশ্চিহৃ হওয়ার পথে।

মুরাদনগরেও নজরুল স্মৃতিগুলোঃ
বিয়ের রাতেই নজরুল অজ্ঞাত কারণে দৌলতপুর ছেড়ে চলে গেলেও রেখে গেছেন অনেক স্মৃতি চিহ্ন। সেই সব স্মৃতিময় গাছ, ঘাট, বাসর ঘর, খাট প্রভৃতির সৌন্দর্য মলিন হতে বসেছে। বাসর ঘরের খাটে এখন মানুষ ঘুমায়,সেই বালিশ,কাথাঁ ব্যবহার হচ্ছে।  বাসর ঘরটিও আগের অবস্থায় নেই,পুরোটা প্রায়  ভঙ্গুর । যে আম গাছের নিচে বসে কবি বাঁশি বাজাতেন সেটি মরে গেছে। আলী আকবর খাঁন মেমোরিয়াল ভবনটিও ধ্বংশের শেষ প্রান্তে, এটি সংস্কার ও সংরণ অতি জরুরি।

এদিকে মুরাদনগরের দৌলতপুরে প্রবেশপথে নজরুল তোরণের রাস্তার দু’পাশে স্থাপিত নজরুলের কবিতা-গান সম্বলিত ৫/৬ টি ফলক ভেঙে পুলের সাথে ঝুলে আছে।

নজরুল স্মৃতিস্মারক চুরিঃ
নগরীর পার্কের পাশে রাণীরকুঠি সংলগ্নস্থানে ৭ কোটি টাকা ব্যয়ে নজরুল স্মৃতি কেন্দ্র নির্মিত হয়েছে। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরুল স্মৃতি কেন্দ্রের উদ্ধোধন করেন। এ কেন্দ্রের তৃতীয় তলায় অবস্থিত পাঠাগার থেকে এক মাস আগে নজরুল স্মৃতিস্মারকটি চুরি হয়ে গেছে, যা নজরুল প্রেমিদের জন্য ঢাকা থেকে আনা হয়েছে।

কুমিল্লা নজরুল পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অশোক বড়–য়া জানান, কুমিল্লা নগরীতে নজরুলের ১২টি স্মৃতিফলকের বেহাল দশা। সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নজরুল এভিনিউ ও রাণীরদীঘির পাড়ে দুটি স্মৃতিফলকের সংস্কার কাজ চলছে। বাকি ১০ টি ফলকের সংস্কার কাজের জন্য সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূরের কাছে আবেদন করেছি। এই ফলকগুলো দ্রুত সংস্কার করা উচিত। স্মৃতি স্মারক চুরির বিষয়ে তিনি জানান, এ বিষয়ে আমরা কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছি। পুলিশ বিষয়টি দেখছে।

কুমিল্লার নজরুল প্রেমীদের দাবী অবশেষে পূরণ হতে যাচ্ছে । দীর্ঘ ২৩ বছর পর আবার আগামী ২৫ মে কুমিল্লুুায় জাতীয় পর্যায়ে নজরুল জন্মবাষির্কী পালিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিন অনুষ্ঠানের উদ্ধোধন করবেন। এর আগে ১৯৯২ সালে প্রথম কুমিল্লায় জাতীয়ভাবে নজরুল ইসলামের জন্মবাষির্কী একবার পালন করা হয়েছিল।

ই-মেইলে ছবি আছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি