শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিভাগ হবে ভবিষ্যতে, তবে কু-কর্ম নয় সু-কর্ম করতে হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০১৫

IMG_5344 (264)

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে আরো কিছু বিভাগ হবে। কুমিল্লা বিভাগ হবে ভবিষ্যতে। এ বিভাগের নাম কি হবে ?  যদি কুমিল্লা চান তাহলে কুমিল্লাবাসী কু-কর্ম করবেনা , সুকর্ম করবে। সবাইকে একসাথে কাজ করতে হবে।

সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা শহরের টাউল হলে আয়োজিত কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান তিনি।

এদিকে বিভাগ ঘোষণা না করায় কুমিল্লাবাসি আবারো হতাশ হল। অনেক আশায় বুক বেধেঁছিলেন কুমিল্লাবাসি। ২০১৩ সালের ২০ এপ্রিল প্রধানমন্ত্রী যখন কুমিল্লায় এসেছিলেন তখনও কুমিল্লাবাসি ভেবেছিলেন কুমিল্লার প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে। তবে তখন প্রধানমন্ত্রী বিভাগের বিষয়টি এড়িয়ে যান । হতাশ হন কুমিল্লাবাসি । এরপর গত কয়েকমাসে কুমিল্লাকে বিভাগ করার বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন। এরপর সবাই ভেবেছিলেন, এবারের নজরুল জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে যাবেন। নজরুল জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী আসলেন। শুধু বললেন, কুমিল্লা বিভাগ হবে ভবিষ্যতে। তবে তার জন্য কুমিল্লাবাসিকে সু-কর্ম করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি