মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার নবগ্রাম এলাকায় অভিযানকালে আসামিদের হামলায় ২ এসআই আহত, আটক ৬


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৫

pic

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীর নবগ্রাম এলাকায় অভিযানে গিয়ে রানা হত্যায় জড়িত আসামিদের হামলায় কোতয়ালি থানার দুই উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এসময় রানা হত্যা মামলায় জড়িত আসামি শাহ আলমসহ ছয় জনকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রানা হত্যা মামলার আসামিদের ধরতে দুপুরে নবগ্রাম এলাকায় অভিযানে যায় পুলিশ। টের পেয়ে শাহ আলমসহ অন্যান্য আসামিরা পুলিশকে ল্য করে প্রায় ২ শতাধিক গুলি ও প্রায় ১৫/২০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আত্মরার্থে পুলিশও শতাধিক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। একপর্যায়ে আসামিরা পিছু হটলে দেশি পাইপগানসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এসআই মোস্তফা ও মাসুদ আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুজ্জামান জানান, গত মঙ্গলবার সকালে নগরীর কাটাঁবিল এলাকায় রানা (২১) নামে এক যুবককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশ মঙ্গলবার দুপুরে আসামী ধরতে গেলে হত্যা মামলার আসামী জামল, রনি, সজীব নিপুসহ তাদের সহযোগীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশ দেখে বেপরোয়াভাবে গুলি করতে থাকে। আসামিদের হামলায় আমাদের ৪ জন সদস্য আহত হয়েছে।

এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাটাঁবিল রানাকে গুলি করে হত্যাঃ

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় রফিকউদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের সামনে মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রানা (২১) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে একই এলাকার কয়েকজন যুবকরা।
নিহত রানা নগরীর সুজানগর এলাকার আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চার/পাঁচজন যুবক সিএনজিচালিত একটি অটোরিকশায় করে রানাকে এনে ওই এলাকায় নামিয়ে তিনটি গুলি করে রাস্তার পাশের পুকরে ফেলে দিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই রকি জানান, আমার ছোট ভাই রানা আজ আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য মোটরসাইকেলে করে যাওয়ার সময় একই এলাকার রফিক, হানিফ, মহিউদ্দিন, সুমন ও জালাল তাকে ধরে নিয়ে যায়। পরে তার লাশ আমরা কাটাঁবিল পুকুরে এসে পাই। স্থানীয় সূত্র জানায়, গত ৮/৯ মাস ধরে রানাদের সাথে ঘাতকদের কোন্দল চলছিল। এরই প্রেক্ষিতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি