সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় বাসে পেট্রোল বোমা হামলা: আহত ৭, তদন্ত কমিটি ২ টি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৫

Chandina news pic 1(1) copy

কাজী জাফর উল্লাহ আজাদ/মো. শরীফ আহমেদ খান জুয়েল।
কুমিল্লার চান্দিনায় ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৭৬৪৮) যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে সাত যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট ও পাট গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাঙামাটি সরকারি কলেজের শিক সঞ্জিত শর্মা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন দেব, রাঙ্গামাটি জেলার সুধির চন্দ্র নাথের ছেলে সুমন চন্দ্র নাথ (২৪), গোপালগঞ্জ সদর এলাকার সায়দুর রহমানের ছেলে ইমরান মিয়া (২৮), নারায়ণগঞ্জের জহিরুল ইসলাম, স্ত্রী লাভলী আক্তার ও রাঙ্গামাটির খোকন চাকমা।
গাড়ি চালক সিরাজুল ইসলাম বলেন, ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসার পর বাসটি চান্দিনা বাস স্টেশন অতিক্রম করে উপজেলা গেট ও পাট গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছালে হঠাৎ গাড়িতে বিকট শব্দ হয় এবং আগুন ধরে যায়। আমি তাৎণিকভাবে গাড়িটি নিয়ন্ত্রণ করি এবং আমার হেলপারদের সহযোগিতায় আগুন নিভাতে সম হই।
তিনি আরো জানান, গাড়ির সামনের অংশের বাম দিকের দু’টি সিটে আগুন ধরলে ওই সিটের দুই যাত্রী দগ্ধ হন। এ সময় ছুটাছুটি করে দ্রুত নামার সময় আরও পাঁচজন আহত হন।
ওই বাসে থাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক মোঃ মাসুদ শরিফ  জানান, গাড়িতে বোমা ছোড়ায় গাড়ির সামনের অংশের বাম দিকের ২টি সিটে আগুন ধরলে ওই সিটের দুই যাত্রী বেশি আহত হয়। অন্য যাত্রীরা ছুটাছুটি করে দ্রুত নামার সময় অপর ৫ জন আহত হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে যাই এবং আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাই। প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় এ ঘটনা ঘটেছে। ইউনিক পরিবহনের তিগ্রস্ত যাত্রীবাহী বাসটি (ঢাকা-মেট্রো-ব ১৪-৭৬৪৮) ঢাকা থেকে রাঙামাটি যাচ্ছিল। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে কারা, কি কারণে এ হামলা করেছে তা জানা যায়নি। গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আহতদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে সঞ্জিত ও অজ্ঞন দেবের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে সঞ্জিত ও অজ্ঞন দেবের অবস্থার অবনতি হলে তাদের ঢামেকের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাঁদের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে । ইমরান, খোকন ও সুমন বর্তমানে ভর্তি রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল জানান, ওই ৩ জনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।
এছাড়া জহিরুল ইসলাম ও লাভলি প্রাথমিক চিকিৎসা নিয়ে নারায়ণগঞ্জে চলে গেছে।
এদিকে, খবর পেয়ে বুধবার সকাল ১০টায় ডিজিএফআই কর্নেল একেএম নাজমুল হাসান, কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, হাইওয়ে পুলিশ (বাংলাদেশ পূর্বাঞ্চল) রেজাউল কবির, র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার খুরশিদ আলম, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী, সহকারি কমিশনার (ভ’মি) মো. আলী আফরোজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহতদের দেখতে যান কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ও হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৩ জনকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে প্রদান করেন জেলা প্রশাসক।
বুধবার (০৩ জুন) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার (সদর এ সার্কেল) ইমতিয়াজ মাহবুব এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম।
এরআগে একই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. গোলামুর রহমানকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন কমিটি গঠনের বিষয়টি  নিশ্চিত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি