সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা দায়ের, আটক-৭


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০১৫

arrest copy - Copy

মো. শরীফ আহমেদ খান জুয়েল।।
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (০৩ মে) রাত ১১টার দিকে ১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
এদিকে, হামলাকারীদের সনাক্ত করতে জেলা প্রশাসক ও জেলা পুলিশের প থেকে পৃথক দু’টি তদন্ত টিম গঠন করা হয়েছে। বুধবার দুপুর থেকে  হামলায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
পেট্রোল বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতের উপজেলা আমিরসহ সাত নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (৩ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত চান্দিনা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- জামায়াতের চান্দিনা উপজেলা আমির সাতগাঁও গ্রামের মাওলানা আবুল বাসার (৬০), দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে ও বরকামতা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা রফিকুল ইসলাম (৪৩), চান্দিনা উপজেলার করতলা গ্রামের মহিব উল্লাহ (৫২), তার ভাই ওবায়েদ উল্লাহ (৪৭), ভাকসার গ্রামের জামালের ছেলে ফারুক হোসেন (২৫), নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আব্দুল খালেকের ছেলে রাজ্জাক হোসেন (৩৫) ও চান্দিনা উপজেলার জামিরাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়ন (৩৫)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামি বলেন, ঘটনার পর প্রাথমিক তদন্ত শেষে পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেছে। বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সাতজনকে আটক করা হয়।

এর আগে, মঙ্গলবার রাতে চান্দিনা উপজেলা গেট ও পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনে যাত্রীবাহী ইউনিক পরিবহনে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতজন আহত হয়।

তাদের মধ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দে (৪০) ও রাঙ্গামাটি সরকারি কলেজের শিক সঞ্জিত শর্মা (৪৩), রাঙ্গামাটি জেলার সুধির চন্দ্র নাথের ছেলে সুমন চন্দ্র নাথ (২৪), একই জেলার খোকন চাকমা এবং গোপালগঞ্জ সদর এলাকার সায়দুর রহমান এর ছেলে ইমরান মিয়া (২৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি