সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুসিকের ময়লার স্তুপ সরিয়ে নেয়ার দাবিতে জগন্নাথপুর ইউনিয়নবাসির মানব বন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৫

comilla city-6comilla city-4

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা সিটি কর্পোরেশনের ময়লার স্তুপ ঝাকুনিপাড়া থেকে সরিয়ে নেয়ার দাবিতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসির লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (৫ জুন) বেলা ১১ টায় ইউনিয়নের ঝাকুনিপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউনিনের ঝাকুনিপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী কবির রানা, রাজিব চন্দ্র ও সুমন চৌধুরী জানান, এ ময়লা-আর্বজনার গন্ধে আমরা চারপাশের বাসিন্দারা অসহায় জীবনযাপন করছি। এ রাস্তা দিয়ে র্দুগন্ধের কারনে আমরা হাটতে পারিনা । দুপুরে একটু ঘুমাতে পারিনা। আবার এসব আর্বজনায় অগ্নিসংযোগের ফলে নির্গত বিষাক্ত ধোয়াঁয় আমাদের অনেকে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়েছে। এখানে সন্তানরা শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এখানকার মসজিদের ইমাম সাহেবরাও এখানে বেশিদিন থাকতে চায় না। এখানে কেউ উন্নত মানের বাড়ি নির্মাণের চিন্তাও করতে পারেনা এ আর্বজনার দুগর্ন্ধের কারনে। সিটি কর্পোরেশন মেয়রের কাছে আমরা অনেকবার এ আবর্জনার স্তুপ এখান থেকে সরিয়ে অন্যত্র নেয়ার জন্য লিখত আবেদন করলেও সিটি মেয়র তাতে কর্ণপাত করেনি। আমরা এ ময়লা-আবর্জনার স্তুপ এখান থেকে সরিয়ে নেয়ার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য যে, কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনিপাড়া এলাকার রাস্তারপাশে গত ৪০ বছর ধরে সিটি কর্পোরেশনের এলাকার বাড়িঘরের, ড্রেনের ময়লা-আর্বজনা প্রতিদিন ট্রাক ভর্তি করে এনে এখানে ফেলা হয়। প্রতি সপ্তাহে এতে অগ্নিসংযোগ করে ময়লা-আবর্জনাগুলো পোড়ানোর সময় বিষাক্ত ধোয়া নির্গত হয়।
এ ইউনিয়নের আশে-পাশের ২৫টি গ্রামের মানুষ এ ময়লা-আবর্জনা ও বিষাক্ত ধোয়ার গন্ধে অতিষ্ঠ । এসব গ্রামগুলোতে দেখা দিয়েছে বিভিন্ন রোগ। এর আশে-পাশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আর্বজনা স্তুপের গন্ধে অস্বস্থি বোধ করছে।

ই-মেইলে ছবি আছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি