রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


তিস্তা চুক্তি : এবার হচ্ছে না, তবে কবে জানে না কেউ!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৫

02222
//হাল ছাড়ছে না বাংলাদেশও//
বিশেষ প্রতিবেদন:

এবারো হচ্ছে না তিস্তা চুক্তি। এ নিয়ে সব ধোঁয়াশার অবসান ঘটিয়ে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী পরিষ্কার বলে দিয়েছেনÑ ‘এটা আপাতত নেই’। পররাষ্ট্রমন্ত্রী এমন হতাশার কথা বললেও এ নিয়ে চেষ্টার ত্রুটি থাকবে না বাংলাদেশের। তবে এ চুক্তির জন্য বাংলাদেশের প্রতীা দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। নির্বাচনে যাতে বিরোধীরা ইস্যু করতে না পারে এজন্য মমতা তার অনঢ় অবস্থান থেকে সরছেন না।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশ সফরের গত হয়েছে প্রায় ৪ বছর। পরিবর্তন হয়েছে ভারতের সরকার, কংগ্রেসকে হারিয়ে মতার মসনদে বিজেপি। পরিবর্তন হয়েছেন প্রধানমন্ত্রীও। ড. মনমোহনের বদলে মসনদ এখন নরেন্দ্র মোদির। মনমোহন ঢাকা সফর করেছিলেন ৬-৭ সেপ্টেম্বর ২০১১, আর মোদি ঢাকা সফর করছেন ৬-৭ জুন ২০১৫। বছর-মাস ভিন্ন হলেও তারিখ একই। মনমোহনের সফর ছিল দুদিন। মোদির সফরও দুদিনের। কিন্তু চার বছরেও পরিবর্তন হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তের। শেষ মুহূর্তে এসে এবারো বেঁকে বসেছেন তিনি। মোদির সঙ্গে ঢাকা আসছেন ঠিকই। কিন্তু শর্ত দিয়ে এসেছেন তিস্তা নিয়ে কথা হবে না। অবশ্য হাল ছাড়েনি শেখ হাসিনার সরকারও। কূটনৈতিক পর্যায়ে চলছে ব্যাপক চেষ্টা।

দায়িত্বশীল সূত্রের খবরÑ মমতার সুর নরম করার চেষ্টা চলছে। দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে অধিকতর উচ্চতায় নিয়ে যেতে শেষ পর্যন্ত মোদি মমতাকে সঙ্গে নিয়েই তিস্তা চুক্তির ব্যাপারে একটি ঘোষণা দিতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গতকাল তিস্তা চুক্তি নিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেছেনÑ সবকিছু রাতারাতি হয় না। তিনি স্পষ্ট জানিয়েছেন, মোদির ঢাকা সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি হচ্ছে না। আর তা আগেই ভারতের প থেকে স্পষ্ট করা হয়েছিল। তবে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে চোখের আড়ালে আলোচনা চলছে বলে তিনি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীও গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, আজ হোক-কাল হোক এই চুক্তিও হবে। তিস্তার পানি চুক্তির বিষয়ে বাংলাদেশের কাজ শেষ বলেও মন্তব্য করেন তিনি।

২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা আসার কথাছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে দুই দেশের সরকারের সিদ্ধান্তও ছিল চূড়ান্ত। কিন্তু শেষ মুহূর্তে শুধু চুক্তিতে আপত্তি নয়, নিজের সফরও বাতিল করলেন মমতা। আর তাকে নাখোশ করে চুক্তিটি করা থেকে পিছু হটলো মনমোহন সরকার।

অবশ্য এ নিয়ে তখন আফসোস করেছেন মনমোহন নিজেই। ঢাকা সফরকালে তিস্তা চুক্তি না হওয়ায় অনেকটা হতাশা ব্যক্ত করে সেটাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছিলেন।

ঢাকা সফরের শেষদিনে এক বক্তৃতায় ড. মনমোহন সিং বলেছেন, ‘আমি আশাবাদী ছিলাম যে, এ সফরেই তিস্তা নদীর পানি ভাগাভাগির ব্যাপারে একটা চুক্তি করা সম্ভব হবে। ‘সবার কাছে গ্রহণযোগ্য হবেÑ এমন একটি সমাধানে পৌঁছার জন্য আমরা দুপই নিরলসভাবে চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে এসব চেষ্টা প্রাপ্ত সময়ের মধ্যে সফলভাবে শেষ করা যায়নি। প্রত্যাশিত চুক্তিটি হয়নি। তখন তিনি একথাও বলেছিলেনÑ ‘আমি আমার দেশের সংশিষ্ট কর্তৃপকে নির্দেশ দিয়েছি, তারা যেন এ ব্যাপারে দ্রুত একটি উপযুক্ত সমাধানের জোর চেষ্টা চালান। এরপর কংগ্রেস সরকারের ৩ বছরে এ ব্যাপারে আর কোনো উন্নতি হয়নি। নরেন্দ্র মোদি মতাসীন হওয়ার পর সেই একই চেষ্টা।

অবশ্য মনমোহনের সঙ্গে না এলেও গত ফেব্র“য়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ঢাকা এসেছিলেন মমতা। এসময় তিনি শিগগিরই তিস্তার জট খোলার আশ্বাস দিয়েছিলেন। বাংলাদেশের মধ্যেও আশার সঞ্চার হয়েছিলÑ এবার আর বাদ পড়ছে না বহুল আলোচিত এ চুক্তিটি। কিন্তু সেই ৪ বছর আগের একই হাল। পুরনো কাঠামোতে তিস্তা চুক্তি নিয়ে আপত্তি জানিয়ে আবারো বেঁকে বসেছেন মমতা। শেষ পর্যন্ত ঢাকা সফরে ‘তিস্তা চুক্তি না করার’ আশ্বাস দিয়েই প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তার সঙ্গে সফরে আসতে রাজি করান। গত ১ জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্টই জানিয়ে দেনÑ মোদির সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি সই হচ্ছে না।

২০১১ সালে যা বলেছিলেন মমতা

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ঢাকা সফরের প্রাক্কালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিলেন, বাংলাদেশকে তিস্তার পানির ২৫ ভাগের বেশি দিলে কোনোভাবেই তিনি চুক্তি মেনে নেবেন না। তার দাবিÑ ভারতের কেন্দ্রীয় সরকার তাকে প্রতিশ্র“তি দিয়েছে, তিস্তার পানির ৭৫ ভাগ পাবে পশ্চিমবঙ্গ, অবশিষ্ট ২৫ ভাগ পাবে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মনে করে, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি চুক্তি সই হলে রাজ্যের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দণি দিনাজপুর জেলা তিগ্রস্ত হবে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চায়, তিস্তার পানির ৭৫ ভাগ থাকবে ভারতে, বাকি ২৫ ভাগ দেওয়া হবে বাংলাদেশকে। আর বাংলাদেশ চায় নদীর পানির একটি অংশ স্বাভাবিক পানিপ্রবাহের জন্য রেখে বাকি অংশ সমান দুই ভাগে ভাগ হোক। সর্বশেষ হাসিনা-মনমোহন সরকারের মধ্যে যে খসড়া চূড়ান্ত হয়, তাতে নদীর পানির একাংশ প্রবাহের জন্য রেখে ভারতের জন্য ৫২ এবং বাংলাদেশের জন্য ৪৮ ভাগ দেওয়ার কথা বলা হয়। তখন মমতা কেন্দ্রীয় সরকারকে বলেছিলেন, তিনি বাংলাদেশের বিরোধী নন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও অত্যন্ত মধুর। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের স্বার্থ দেখা তার অগ্রাধিকার।

তিস্তা চুক্তির জন্য নির্বাচন পর্যন্ত অপো

তিস্তার পানিবণ্টন চুক্তির জন্য আগামী বছর পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন পর্যন্ত অপো করতে হতে পারে। এই চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নমনীয় হলেও নির্বাচনের আগে তিনি এটি হতে দিতে রাজি নন বলে জানা গেছে।

ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রা করে চলা সংশিষ্ট একটি সূত্র জানায়, বিধান সভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কৌশল নিয়ে অগ্রসর হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা। অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে এ ইস্যুটিকেও নির্বাচনে কাজে লাগাতে মমতা ব্যানার্জি চুক্তিতে বাধা দিয়ে আসছেন। নির্বাচনের পরই কেবল এই বাধা দূর হতে পারে।

আগামী বছর মাঝামাঝিতে ভারতের রাজ্যগুলোর বিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন পশ্চিমবঙ্গে মতাসীন তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ কারণেই দ্বিতীয়বারের মতো তিস্তা চুক্তিতে মমতা বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে সূত্রটি আরো জানায়।

তবে সরকার-সংশিষ্ট একটি সূত্র জানায়, মোদির ঢাকা সফরের সময় এই চুক্তি না হলেও পারস্পরিক আলোচনায় এ ব্যাপারে ইতিবাচক অগ্রগতি হবে আশা করা হচ্ছে। চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিলি সফরে যেতে পারেন। তখন এ ব্যাপারে কিছু অগ্রগতি হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি