শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মোদির কাছে দুই নেত্রীই সহযোগিতা চাইলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৫

36015
ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে অফিসিয়াল বৈঠক ছাড়াও একান্তে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের আনুষ্ঠানিক বৈঠকের সময় ছিল ৪০ মিনিট। সেই বৈঠক হয়েছে এক ঘন্টা বিশ মিনিট। আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও বাকি সময়টা একান্ত বৈঠক হয়। শনিবার এই বৈঠক হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা ছিল আধঘন্টা। সেই বৈঠক হয়েছে ৪৫ মিনিট। এরমধ্যে ১৫ মিনিট ছিল দুই নেতার মধ্যে একান্ত বৈঠক।

মোদি দুই নেত্রীর সঙ্গেই একান্তে বৈঠক করেছেন। আলাদা আলাদা করে জেনেছেন তাদের মনোভাব। তারা আগামী দিনে কি চান এবং ভারতকে ও তার সরকারকে কতখানি সহযোগিতা করতে চান সেটাও জেনেছেন। তবে তিনি দুই নেত্রীকেই একান্ত বৈঠকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি দুই নেত্রীরই পক্ষে কথা বলেছেন। যাতে কারে আগামী দিনে দুই নেত্রী তাকে সহযোগিতা করেন ও পাশে থাকেন।

প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা ছিল ৪০ মিনিট। সেটা এক ঘন্টা বিশ মিনিট বৈঠক হয়েছে। এই বৈঠকে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কথা বলেছেন। দুই জনের কথা হয়েছে ওয়ান টু ওয়ান। এতে সব বিষয় নিয়েই কথা হয়েছে।

সূত্র জানায়, মোদি গণতন্ত্র নিয়ে তার সফরে কোন কথা না বললেও শেখ হাসিনার কাছে জানতে চান ৫ জাুনয়ারির নির্বাচনের কথা। মোদিকে শেখ হাসিনা আশ্বস্ত করেছেন। তিনি বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি ৫ জানুয়ারির নির্বাচন যথা সময়ে না করলে কি হতো সেটাও তুলে ধরেছেন। তিনি গণতন্ত্র ধরে রাখার জন্য সব করছেন। তিনি সংবিধানের বাইরে কোন কাজ করছেন না আগামীতেও করবেন না সেই বিষয়েও মোদিকে জানিয়েছেন। আগাম নির্বাচনের দাবি বিএনপি করলেও তিনি সংবিধানের বাইরে যাবেন না সেটাও মোদিকে জানিয়েছেন। ভারতের গণতন্ত্রের বিষয়টিও তিনি তুলে ধরেছেন। তিনি ভারতীয় নির্বাচনের মতো নির্বাচন করছেন সেটাও বলেছেন। বিএনপির দাবি অন্যায় ও সংবিধান সম্মত নয় সেটাও জানিয়েছেন।

বিএনপির সূত্র জানায়, এদিকে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া সাক্ষাৎ করেছেন তার সঙ্গে রোববার বিকেলে। সেখানে তিনি তাদের মধ্যে বৈঠকে খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও সুদৃঢ় করার জন্য মোদির সহযোগিতা চান। মোদির কাছে খালেদা জিয়া তার দলের নেতা কর্মীদের উপর মামলা, হামলার বিষয়টি ছাড়াও কি কারণে নির্বাচনে অংশ নেননি সেটাও বলেন। নিদর্লীয় সরকারের দাবিতে আন্দোলন করছেন সেটাও তিনি বলেছেন। খালেদা জিয়া তাকে ছিটমহলের সমস্যার সমাধানের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি বাংলাদেশেকে আরো সহযোগিতা করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে তিনি তাকে অনুরোধ করে ভারতের গণতন্ত্রের বিষয়টি উল্লেখ করেন। এছাড়াও তিনি তার কাছে বর্তমান সরকারকে স্বৈরতান্ত্রিক সরকারের আচরণ করছে উল্লেখ করে বলেছেন, তার কাছ থেকেও তিনি সহযোগিতা চান এই দেশে সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য। নিদর্লীয় সরকারের অধিনে নির্বাচন চায়। এর আগে তার দেশের কংগ্রেস সরকার যে ভূমিকা রেখেছিল সেটাও তুলে ধরেন। বিএনপি তরফ থেকে তার কাছে কিছু নথিপত্র ও এই সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র রয়েছে সেটারও ভিডিও দেন।

বিএনপির সূত্র জানায়, মোদিও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে তার নেতৃত্বে যে এই দেশের বিভিন্ন ক্ষেত্রে বিকাশ লাভ করছে এরপরও প্রশংসা করেন। আশরাফুল আলম বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ এর সাফল্য কামনা করেছেন। সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। এতে স্পষ্ট যে তিনি প্রধানমন্ত্রীর পাশে আছেন। বিএনপি যেটাই বলুক না কেন।

বিশ্বস্ত একটি সূত্র জানায়, মোদি দুই নেত্রীর সঙ্গে একান্তে কথা বলে দুই জনকেই সহযোগিতার আশ্বাস দেন। তবে তিনি কাউকে বেশি কিংবা কাউকে কম দিবেন এমন কোন কথাও বলেননি। দুই জনের কথা শুনেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন। সেই হিসাবে মোদি আগামী দিনে দুই নেত্রীর সঙ্গে তার ও তার সরকারের সম্পর্ক ভাল রাখতে চান সেটাই প্রমাণ দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি