রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তিতাসে সোহেল শিকদার বাহিনীর ভয়ে নিজ বাড়িতে যেতে পারছেন না এক পরিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০১৫

Copy of 01

বিশেষ প্রতিবেদনঃ
কুমিল্লা জেলার তিতাস উপজেলার বহুল আলোচিত সন্ত্রাসী সোহেল শিকদার ও তার ভাই লালন শিকদার। এই দুই ভাইয়ের সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজীতে অতিষ্ট তিতাস উপজেলাবাসী। তিতাস উপজেলার ভাইস-চেয়ারম্যান সোহেল শিকদার ও তার ভাই লালন শিকদারের নানান অপরাধজনক কর্মকান্ডের বিষয়ে খোঁজখবর নিতে গেলে বেড়িয়ে আসে অনেক লোমহর্ষক কাহিনী।
জানা গেছে, গত প্রায় অর্ধ যুগ আগে ওই এলাকার আলম নামের এক যুবক পরিকল্পিত খুনের শিকার হয়েছিলেন। ওই খুনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছিল সোহেল শিকদারের ভাই লালন শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িয়ে পড়েন সোহেল সিকদারও । তখন সোহেল শিকদার এলাকা থেকে পালিয়ে যায়। পাড়ি জমায় লন্ডনে। গত উপজেলা পরিষদ নির্বাচনের আগে দেশে ফিরে আসেন। সম্পৃক্ত হন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সাথে। আবার শুরু করেন দলবল নিয়ে চাঁদাবাজি। এলাকায় বিস্তার করেন অপরাধের প্রভাব বলয়। ডালপালা মেলতে থাকে তার নানা অপকর্মের। একপর্যায়ে গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে অংশ নেয় সোহেল শিকদার। অবৈধ অর্থ আর লালিত সন্ত্রাসী বাহিনী কাজে লাগিয়ে নানান কুটকৌশলে ভাইস-চেয়ারম্যান হয়ে যান সোহেল শিকদার। একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েও তার আসল রূপের কোন পরিবর্তন তিনি আনেন নি। এর পর নব উদ্যোমেই লিপ্ত থাকেন নানা অপরাধে। এবার স্থানীয় প্রশাসন কর্তৃক হয়রানির ভয়ভীতি দেখিয়ে অপরাধজনক কর্মকান্ডে নতুন কৌশলও কাজে লাগান তিনি। গত মে মাসে খুন হন ওই এলাকার মাছুম নামের আরেক যুবক। চাঞ্চল্যকর এ খুনের মামলায়ও প্রধান আসামী করা হয় এই সোহেল শিকদার ও তার ভাই লালন শিকদারকে। এবারও ভাই লালন শিকদারকে সঙ্গে নিয়ে তিনি আগের মতোই আবার আত্মগোপনে চলে যান। কিন্তু আত্মগোপনে থাকলেও থেমে নেই তাদের চাঁদাবাজী। সন্ত্রাসী নেতা এ দুই ভাইয়ের আত্মগোপনে স্থানীয় অধিবাসীরা স্বস্তির নি:শ্বাস ফেললেও এখন তাদের ফেরার আতঙ্কে রয়েছে তিতাস উপজেলাবাসী।
সূত্র জানিয়েছ, তিতাস উপজেলার কদমতলী গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পারভীন বেগম। পারভীন বেগম একই গ্রামে একখন্ড বশত বাড়ি ক্রয় করেন। স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে ক্রয়কৃত এই ভুমি পরিমাপ করে দখল পেতে গত ১৫ এপ্রিল আমিন নিয়ে যান। এ সময় কোন প্রকার অভিযোগ ছাড়াই সোহেল শিকদারের প্ররোচনায় তিতাস থানার পুলিশ উপস্থিত হয় ওই স্থানে। পারভীন বেগমের কাছ থেকে সোহেল শিকদার ২ লাখ টাকা চাঁদা দাবী করেন। অন্যথায় ক্রয়কৃত এই ভূমি সোহেল শিকদারের খালা চানতারা বেগম ও স্বর্ণা বেগমকে ছেড়ে দিতে নির্দেশ দেন। এসব শর্ত না মানায় এবং চাঁদার টাকা পরিশোধ না করায় পুলিশ লোকসম্মুখে পারভিন বেগমকে লাঞ্চিত করে ধরে নিয়ে তার তার ভাই খোকন সরকার, জাকির হোসেন সরকার ও কাউসারকে। তিতাস থানায় নিয়ে পুলিশ নির্যাতন চালায় তিন ভাইয়ের উপর। পরে মামলায় জড়িয়ে হয়রানির ভয়ভীতি দেখিয়ে আটক তিন ভাইকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনতে দাবী করেন ৫০ হাজার টাকা। অতপর উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল শিকদারকে ৫০ হাজার টাকা দিলে মুক্তি মিলে আটক খোকন সরকার, জাকির হোসেন সরকার ও কাউসারের। বর্তমানে পলাতক সোহেল শিকদার ও তার ভাই লালন শিকদারের অব্যাহত হুমকীর মুখে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্ত্বাহীনতায় ভূগছেন পারভীন বেগম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি