সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কান্নার স্বরে মৃত্যু সংবাদ, মোবাইল ব্যবহারকারীরা সাবধান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৫

আনোয়ার হোসাইন :

১২ জুন শুকবার বিকাল ৪ টায়  Ma. mara. Galo এমন একটি এসএমএস ০১৭২৩৮৯৫১৪৪  নাম্বার থেকে এলো আমার মোবাইল নাম্বারে। তার একটু পরই ঐ নাম্বার থেকে কল কলে আমার বন্ধু পরিচয় দিয়ে কান্নায় হাউমাউ করে আমাকে বলল দোস্ত আমার মা মারা গেছে এইমাত্র। জিজ্ঞেস করলাম কিভাবে মারা গেলে। জবাবে বন্ধু পরিচয় দেয়া লোকটি বলল মার দুটি কিডনী নষ্ট হয়ে গিয়েছিল। ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এইমাত্র মা আমার মারা গেছে। আমি বন্ধু মনে করে শান্তনাও দিলাম। ফোনটি কেটে গেছে এমন ভাব করে তার ৩ মিনিট পর আবার ঐ নাম্বার থেকে কল দিল। তখনও কান্না নিয়েই বলল শনিবার দুপুরে জোহর নামাজ শেষে জানাযা হবে। আমি যেন অবশ্যই জানাযায় উপস্থিত থাকি। শুনতে পেলাম পাশেই অন্যজন বলছে এম্ব্যুলেন্স এসেছে লাশ এখনি নিয়ে যেতে পারবেন। খরচ টা পেমেন্ট করে পেলেন। আবারো ফোনটা কেটে দিলো। তারও ৫ মিনিট পর আবার কল করলো। এবার বলল বন্ধু হাসপাতালে যে বিল এসেছে আমি সে পরিমান টাকা নিয়ে আসেনি। ১৫ হাজার ৩শত টাকা ঘাটতি আছে। প্লিজ তুই একটু সহযোগীতা কর। বিকাশ করে আমার এই নাম্বারে ১৫ হাজার টাকা পাঠা। প্লিজ বন্ধু হয়ে এ উপকারটুকু কর। আমি বাসায় গিয়ে তোর টাকাটা পাঠিয়ে দেব। আমি বললাম আমার কাছে টাকা নাই সুতরাং এ উপকারটুকু আমার করা সম্ভব না। তখন সে আবারো হাউমাউ করে কান্না শুরু করল। আর সাথে সাথে বলল তুই আমার বন্ধু হয়েও এ উপকারটুকু করবি না। এবার আমার সন্দেহ হলো, কেনান আমার যে বন্ধুর পরিচয় দিচ্ছে তার আর্থিক অবস্থা অতটা খারাপ না। তাছাড়া তার মা অসুস্থ্য হলে আমি আগেই জানতাম। এবার আমি তাকে কিছু বলতে যাব এমন সময় নাম্বারটা বন্ধ পেলাম। শনিবার দুপুরে এ লেখাটা লেখার সময়ও নাম্বারটা বন্ধ রয়েছে।
আনোয়ার হোসাইন
বৈশাখী টিভি
কুমিল্লা প্রতিনিধি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি