শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » দুদক বিটে সাংবাদিকদের সংগঠন র‌্যাকের যুগ্ম সম্পাদক আদিত্য আরাফাত


দুদক বিটে সাংবাদিকদের সংগঠন র‌্যাকের যুগ্ম সম্পাদক আদিত্য আরাফাত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৫

A A p pic

স্টাফ রিপোর্টার ঃ

রাজধানীতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোটার্স অ্যাগেইনস্ট্ করাপশনের (র‌্যাক) যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেনীর আদিত্য আরাফাত। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে নতুন এ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। আদিত্য আরাফাত বর্তমানে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার হিসেবে সংবাদমাধ্যমটির প্রধান কার্যালয়ে কর্মরত।

গত পাঁচ বছর ধরে দুর্নীতি বিরোধী রিপোটিংয়ে নাম কুড়িয়েছেন তরুণ এ সাংবাদিক।  ফেনী সদর নতুন রানীর হাট মালীপুর মজুমদার বাড়ির বাসিন্দা আলহাজ্ব আবদুস সোবহান মজুমদারের কনিষ্ট সন্তান আরাফাত ২০১৩ সালে দুদক মিডিয়া বিজয়ী হন।

গত ২১ জুন দুপুরে দুদকের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত র‌্যাকের কাউন্সিলে সদস্যদের সর্বসম্মতিক্রমে ২১জনের নতুন কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের এডিটর (ইনভেস্টিগেশন সেল) মিজান মালিক এবং সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের চিফ রিপোর্টার এইচ এম সাগর।
কমিটির সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে আলোকিত বাংলাদেশের মতলু মল্লিক ও গাজী টেলিভিশনের মহিউদ্দিন আহমেদ। অপর যুগ্ম সম্পাদক এটিএন নিউজের তাওহীদ সৌরভ।
র‌্যাকের গঠণতন্ত্র অনুযায়ী একটি উপদেষ্টা পরিষদ রয়েছে। যেখানে পদাধিকার বলে দুদক চেয়ারম্যান প্রধান। এছাড়া রয়েছেন দুদকের দুই কমিশনার এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক।
২০০৫ সালে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠণ র‌্যাক গঠিত হয়। বিটে সাংবাদিকদের  পেশাগত উন্নয়নের জন্যই এ সংগঠনটি গঠণ করা হয়েছে। বর্তমানে রাজধানীতে বিট ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে ‘র‌্যাক’ সুনাম কুড়িয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি