বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » ফেনি থেকে প্রকাশিত হচ্ছে শিল্প সাহিত্যের ত্রৈমাসিক -ভাটিয়াল


ফেনি থেকে প্রকাশিত হচ্ছে শিল্প সাহিত্যের ত্রৈমাসিক -ভাটিয়াল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০১৫

feni news vatial
স্টাফ রিপোর্টার, ফেনিঃ

সাহিত্যিক প্রেমীদের সাহিত্যের অমৃত সুধার চাহিদা মিটানোর লক্ষ্যে ফেনি থেকে প্রকাশিত হচ্ছে শিল্প সাহিত্যের ত্রৈমাসিক কাগজ “ভাটিয়াল”। মঙ্গলবার (৩০) জুন বিকাল সাড়ে ৪টায় ফেনি ডক্টরস রিক্রিয়েশন কাবে পত্রিকাটির সূচনা সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক আরিফুল আমীন রিজভীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনি ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।

কবি শাবিহ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান দারা, ফেনি প্রেসকাবের সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগ, কবি ও সাহিত্যিক মাহবুব আল তমাস, কবি মুনজুর তাজিম শিখা সেন গুপ্তা প্রমূখ। অনুষ্ঠানটি ফোনির সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদদের মিলন মেলায় পরিণত হয়।

feni news vatial (2)

প্রত্রিকাটির সম্পাদনায় রয়েছে গল্পকার আলমগীর মাসুদ, বাংলানিউজ টোয়েন্টিফোরের ফেনি প্রতিনিধি সাংবাদিক সোলায়মান হাজারী ডালিম। উপদেষ্টা সম্পাদক রয়েছেন সাংবাদিক আরিফুল আমীন রিজভী, ডাঃ ফখরুল হাসান।

কাগজটির সূচনা সংখ্যায় লিখেছেন ,প্রবন্ধ : শিমুল আজাদ ,অনুবাদ : দুলাল আল মনসুর
নিবন্ধ : স্বকৃত নোমান, সাাৎকার : শামসুজ্জামান খান ,গল্প : খালেদ রাহী, পিন্টু রহমান
কবিতা : সমর চক্রবর্তী, মাসুদ পথিক, অঞ্জন আচার্য, আদিত্য অন্তর, অনন্ত সুজন, মাহবুব আলতমাস, অনু ইসলাম, পলিয়ার ওয়াহিদ,রুমা পন্ডিত, আনোয়ার কামাল, মীম হুসাইন, বিলাল হোসেন, কাজী ইয়াছিন মাহমুদ, গোলাম সরোয়ার। বইপাঠ : রাজিব নূর খান
এছাড়া রয়েছে সম্পাদকীয়সহ নতুন দুটি বিভাগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি