শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাংলাওয়াশের লজ্জা এড়াল ভারত, হারলেও সিরিজ বাংলাদেশের


বাংলাওয়াশের লজ্জা এড়াল ভারত, হারলেও সিরিজ বাংলাদেশের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৫

bf04ad5fc7f3d0044973f7897cfb518d-lead00

স্পোর্টস ডেস্ক ঃ
তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর সান্ত্বনা নিয়ে মাঠ ছেড়েছে ধোনির ভারত। সিরিজের প্রথম দুটি ম্যাচে জয়লাভ করায় এদিন হেরেও সিরিজ মাশরাফিদের দখলেই থাকলো।

উচ্ছ্বাসের আতিশয্যে মনে হলো ভারত বুঝি সিরিজ জিতেছে। কিন্তু এটা তো আগেই ভাগ্যনির্ধারিত হয়ে যাওয়া একটি সিরিজের মৃত শেষ ম্যাচই ছিল, তাই না?

ভারতের দেয়া ৩১৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ১৯৭ রানে ছয় উইকেট হারিয়েছে স্বাগতিকরা। সাজঘরে ফিরেছেন টপঅর্ডারের চার ব্যাটসম্যান তামিম, সৌম্য, লিটন, মুশফিক, সাকিব ও সাব্বির।

রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। ধাওয়াল কুলকার্নির বলে এলবির ফাঁদে পড়েন তামিম ইকবাল (৫)। দলীয় ৮ রানে ১ উইকেট হারায় বাংলাদেশ। তামিম ফিরলেও সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় টাইগাররা। কিন্তু কুলকার্নির স্লোয়ারে থামে সৌম্যর ব্যাটিং ঝড়। দলীয় ৬২ রানে তিনি ক্যাচ দেন অশ্বিনের হাতে। ৩৪ বলে ৪০ রান (৫ চার, ২ ছয়) করেন।
তৃতীয় উইকেটে লিটন-মুশফিক ৫০ রানের জুটি গড়েন। মুশফিক রায়নার বলে ধোনির হাতে ক্যাচ দিলে ভাঙে এই জুটি। মুশফিক ২৪ রান করেন। ইনিংসের ২২তম ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন লিটন। তিনি ৩৪ রান করেন।
দলীয় ১৪৮ রানে সাকিব আউট হলে বাংলাওয়াশের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। রায়নার বলে স্লগ সুইপ খেলতে গিয়ে কুলকার্নির হাতে ধরা পড়েন সাকিব। তিনি ২০ রান করেন। এরপর ষষ্ঠ উইকেটে নাসির-সাব্বিরের জুটিটা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে বলতে হয়। তারা ৪৯ রান যোগ করেন। স্টুয়ার্ট বিনির অফকাটারে বোল্ড হন সাব্বির। তিনি ৩৮ বলে ৪৩ রান করেন।

এর আগে শেখর ধাওয়ান ও মহেন্দ্র সিং ধোনির জোড়া হাফ সেঞ্চুরিতে সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেটে ৩১৭ রান করেছে ভারত। ধাওয়ান ৭৫, ধোনি ৬৯, রাইডু ৪৪, রায়না ৩৮, রোহিত শর্মা ২৯, কোহলি ২৫ রান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি