শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আইসিসির প্রেসিডেন্ট জহির আব্বাস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৬.২০১৫

image_130613_0

স্পোর্টস ডেস্ক ঃ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জহির আব্বাস।

৬৭ বছর বয়সী সাবেক এ পাকিস্তানী ব্যাটসম্যান সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।

 গত বিশ্বকাপের পর বাংলাদেশের আ.হ.ম মুস্তফা কামাল বাজে আম্পায়ারিং ও এন শ্রীনিবাসনের সঙ্গে ঝামেলা বিতর্কে পদত্যাগ করেন। পরে নাজিম শেঠ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেও পরে পদত্যাগ করেন। আর এরই প্রেক্ষিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন করা হলো।

আইসিসি’র প্রেসিডেন্ট হওয়ার জন্য পিসিবি’র গভর্নিং বোর্ডের সর্বসম্মত সমর্থন লাভ করেন জহির।

৭৮ টেস্ট ও ৬২টি একদিনের মাচ খেলা এই পাকিস্তানী গ্রেট তার ক্যারিয়ারে করেছেন যথাক্রমে ৫০৬২ ও ২৫৭২ রান। ১৯৮৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর তিনি একটি টেস্টে ও তিনটি ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন। রান মেশিন নামে খ্যাত জাহির আব্বাস এশিয়ার একমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০ (১০৮) সেঞ্চুরি করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি