বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রমযানের ওই রোযার শেষে ঈদ আসে না ওদের ঘরে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৫

eid enjoy miss
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ। সমাজে,পরিবারে ও রাষ্ট্রে প্রতিবছর ঈদ নিয়ে আসে হাসি,আনন্দ আর ভালবাসা। সৌহার্দ, সম্প্রীতি আর খুশিতে ভরে উঠে শিশু,কিশোর,আবাল-বৃদ্ধসহ সব বয়সের মানুষের প্রাণ। কিন্তু এ আনন্দ আর ভালবাসা চক্রাকারে ঘূর্ণায়মান একটি বিশেষ শ্রেণির মধ্যে। যার ফলে একটি জনগোষ্ঠী বঞ্চিত হয় ঈদের হাসি আর আনন্দ থেকে। যাদেরকে আমরা টোকাই,ভবঘুরে,ভাসমান মানুষ হিসেবে জানি। তাদের জীবেনে ঈদের আনন্দ একটি সোনালী স্বপ্ন। তাই সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি যখন ঈদের আনন্দে গেয়ে উঠে রমযানের ওই রোযার শেষে এলো খুশির ঈদ…….। তখন তারা অশ্রসিক্ত নয়নে বলে উঠে রমযানের ওই রোযার শেষে ঈদ আসেনা মোদের ঘরে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কুমিল্লা রেল স্টেশনের প্লাটফরম, কান্দিরপাড়ের ট্রাফিক মোড়, টাউনহল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেসহ বিভিন্ন জায়গায় শতশত পথচারী শিশু ও ভাসমান মানুষ জীবনযাপন করছে। পথশিশুদের একজন জানায়, আমরা রাস্তায় থাকি, তাই সবাই আমাদের ঘৃণা করে, কেউ আমাদের তেমন সহযোগিতা করেনা। খুব কম সময়ই আমাদের দিনে এক বেলা খাবার জোটে। কুমিল্লায় অসংখ্য পথশিশু, টোকাই, ভাসমান মানুষগুলো এ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। অথচ এই ঈদের মর্মবাণী হচ্ছে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা।
কুমিল্লা রেল স্টেশনের প্লাটফরমে দিনযাপনকারী ১০ বছরের একটি মেয়ে প্রতিবেদককে জানায়, সমাজের অন্যান্য শিশুর মত আমিও বাচতে চাই,কিন্তু পারিনা। মেয়েটি আরো বলল,ঈদ আমাদের জন্য নয়,এটা ধনীদের জন্য। প্লাটফরমে দিনযাপনকারী আরিফ নামের একটি ছেলে জানায়, আমরা ৭ বন্ধু প্রতি রাতে এখানে ঘুমাই। ঈদে যখন অন্যান্য শিশুরা নতুন পোষাক পড়ে তখন আমরা চোখের জল ফেলি। মানুষজন আমাদেরকে টোকাই বলে, চোর বলে, দুর সড় বলে। খুব খারাপ লাগে এসব। এসব শিশুরা খুব কম সংখ্যকই তাদের মাবাবাকে জানে, তাদের অধিকাংশই তাদের মাবাবাকে চিনেনা এবং মাবাবা কোথায় থাকে তাও জানেনা। কিন্তু আসল সত্য এ সকল শিশুরা আমাদেরই কারো না কারো ভাই-বোন,ছেলে-মেয়ে। এসব ছেলেরাই বড় হয়ে সন্ত্রাসী বনে যায়। এর পেছনে কারন, তারা আদর ভালবাসা পায়নি,তাদের প্রতি কেউ সাহায্যের হাত বাড়াইনি।
ঈদের আনন্দ স্পর্শ করছেনা ভবঘুরেদের। যেমন সদর দক্ষিণের উপজেলা পরিষদের যাওয়ার আগে রাস্তার বামপাশে বসবাস করছে ১৮টি মুসলিম পরিবার। যারা জানেনা ঈদ কখন আসে,আর কখন যায়। এখানে প্রায় ৫৪ জন মানুষ তাবু টাঙ্গিয়ে খোলা আকাশের নিচে বাস করে। এদের শিশুরা কখনো স্কুলে যায়না। কারণ তাদের টাকা নেই। দ্বিতীয়ত, এক জায়গায় স্থায়ী ভাবে বসবাস করেনা বিধায় তাদের নির্দিষ্ট কোন পরিচয় নেই। এখানে কথা হয়,জামাল নামের এক লোকের সাথে। তিনি জানান, এবারের রোযায় বেশিরভাগ দিনই পানি খেয়ে রোযা রেখেছি। ইফতারের সময় ৫ টাকার মুড়ি ৬ জনে মিলে ভাগ করে খাই। অনেক সময় তাও মিলেনা। ঈদ তো আমাদের জন্য। ঈদ ধনীদের জন্য। ঈদের দিন সকালে বের হ্ব। মসজিদের সামনে গিয়ে দাড়াবো । দেথি কত পাই। তারপর তা দিয়ে চাল কিনব। ঈদ কি আমাদের সন্তানরা তা টেরই পায়না। এমন অবস্থা কুমিল্লার হাজার হাজার পথশিশু,ভাসমান ও ভিক্ষুক শ্রেণির মানুষের,যারা ঈদের আনন্দের র্স্পশ টেরই পায়না।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিশনের নির্বাহী সদস্য সাংবাদিক ইয়াসমিন রীমা জানান, সমাজের ধনী ও বিত্তবান সচেতন অংশের উচিত এ সকল সুবিধা বঞ্চিত শিশুদের পুর্নবাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা এবং এসব শিশুদের সহযোগিতার জন্য এগিয়ে আসা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি