রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » কুমিল্লায় মাছরাঙা টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


কুমিল্লায় মাছরাঙা টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৫

Comilla Maasranga TV 4'th Anniversary news (32)

স্টাফ রিপোর্টারঃ

বর্নাঢ্য আয়োজনে কুমিল্লায় মাছরাঙা টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহষ্পতিবার (৩০ জুলাই) দুপুরে কুমিল্লা নগরীর বীরচন্দ্র নগর মিলনায়তনের মুক্তিযুদ্ধ কর্ণারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মুজিবুর রহমান মজুমদার, বিশিষ্ট নজরুল গবেষক অধ্যপাক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো: গোলাম শাহজাহান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: আইনুল হক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোষ্ট মো: কামাল উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া, নারী নেত্রী দিলনাশিন মোহসেন।

Comilla Maasranga TV 4'th Anniversary news (31)

এছাড়াও টাউন হলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, রোটারী ক্লাব অব লালমাইয়ের সাবেক সভাপতি রোটারিয়ান মো: ফিরোজ মাহমুদ, স্কয়ার গ্রুপের কুমিল্লা ডিপো ম্যানেজার মো: সোহরাওয়ার্দি, স্কয়ার গ্রুপের কুমিল্লা রিজিওনাল সেল্স ম্যানেজার এসএম মিল্লাত, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ভিপি জহিরুল হক রিন্টু, কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা মাছরাঙা টেলিভিশনের চার বছরের কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন। বক্তৃতা কালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: আইনুল হক এবং বিশিষ্ট নজরুল গবেষক অধ্যপাক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য বলেন, মাছরাঙা পাখি যেমন আর দশটা পাখির চেয়ে তীক্ষè দৃষ্টিসম্পন্ন এবং ক্ষিপ্রতার সাথে গভীর জল থেকে মাছ তুলে আনে, তেমনি মাছরাঙা টেলিভিশনও এ চার বছরে এমন ভূমিকা রেখেছে।

Comilla Maasranga TV 4'th Anniversary news (30-07-15)

প্রধান অতিথির বক্ততা কালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফ মাছরাঙা টেলিভিশনের কাছে ব্যাতিক্রমধর্মী সংবাদসহ সারা দেশ তথা কুমিল্লা ও কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা তুলেধরার আহবান জানান।

এসময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক দৈনিক পূর্বাশার সম্পাদক ও বাংলা নিউজ ২৪ডট কম এর করেসপন্ডেন্ট ইমতিয়াজ আহমেদ জিতু, বাসস প্রতিনিধি অশোক বড়–য়া, প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজিউল হক সোহাগ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ইসলামিক টেলিভিশনের প্রতিনিধি সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, সময় টিভির বাহার রায়হান, চ্যানেল নাইন এর প্রতিনিধি তারিকুল ইসলাম শিবলী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তানভীর খন্দকার দিপু, দৈনিক সমকালের ফটো সাংবাদিক নেহাল কুমার রিপন (এনকে রিপন), দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন, দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার আশিকুর রহমান আশিক, ডাক প্রতিদিনের অমিতাভ মজুমদার অমিত, একুশে টিভির ক্যামেরা পার্সন রাজিব বণিক, আর টিভির ক্যামেরা ম্যান মো: সুমন, অন-নিউজ ২৪ ডট কমের প্রতিনিধি সাধন সাহা জয়, কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক আরিফুর রহমান, অংশুল আবৃতি সংগঠণের সদস্য তাহমিনা ও টুম্পা, লাইট হাউস থিয়েটারের গোলাম সারোয়ার, কমল ও অন্যান্য সদস্য, চৌকস থিয়েটারের আব্দুল্লাহ আল মামুন, উঠান আবৃত্তি সংগঠণের নিজাম উদ্দিন, কাশফুল থিয়েটারের রায়হান ও অন্যান্য সদস্য, সঞ্চারণ কুমিল্লার সাবেক সভাপতি এবায়দুল্লাহ, উদীচির কমল, ভিক্টোরিয়া কলেজ রেবুলেশন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। অনুষ্ঠাণ সঞ্চালনায় ছিলেন তিতাস প্রেস ক্লাবের সভাপতি মো: আবদুল হালিম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি