রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রেনেসাঁ টিভির কার্যক্রম শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৫

image_134659_0.png

মিডিয়া ডেস্কঃ

কার্যক্রম শুরু করেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের টিভি চ্যানেল রেনেসাঁ। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ বিপণন বিভাগের লোক চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। এরপর ধাপে ধাপে জনবল নিয়োগ করা হবে বলে জানা গেছে। চ্যানেলটি যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে বারিন্দ মিডিয়ার নিয়ন্ত্রণে। এটি রেনেসাঁ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান।

রেনেসাঁ টিভির পাশাপাশি শাহরিয়ার আলম একটি এফএম রেডিওর অনুমোদন পেয়েছেন। রেডিও ঢোল নামের সেই স্টেশনটি এখন পরীক্ষামূলক সম্প্রচারে রয়েছে।

 রেনেসাঁ টিভি কেমন হবে, তাতে কি কি থাকবে- তার কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। বিপণন বিভাগের সঙ্গে কথা বলেই চ্যানেলের চরিত্র ঠিক করতে চাইছে কর্তৃপক্ষ।

দেশে এই মুহূর্তে ২৫টি চ্যানেল সম্প্রচারে রয়েছে। আরও আসছে বেশ কয়েকটি। পুরনো যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোর কয়েকটি ছাড়া প্রায় সবগুলোই আর্থিক জটিলতায় ভুগছে। পর্যাপ্ত বিজ্ঞাপন না থাকায় অনেক চ্যানেলেই নির্ধারিত সময়ে কর্মীদের বেতনভাতা পরিশোধ করতে পারছে না। পরিস্থিতি বিবেচনায় এনে ভালোভাবে বাজার যাচাই করে তবেই মাঠে নামতে চাইছে রেনেসাঁ টিভি কর্তৃপক্ষ।

২০১৩ সালের নভেম্বরে ১৩টি টিভি চ্যানেলের অনুমোদন দেয়া হয়েছিল। রেনেসাঁ এর একটি। বাকি চ্যানেলগুলো হচ্ছে- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরীর রংধনু টিভি, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীরের  নিউ ভিশন টিভি,  প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের ঢাকা-বাংলা টেলিভিশন;  গাজী গোলাম দস্তগীরের  গ্রিন টিভি,  সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের সুপারিশ করা তিতাস টিভি; সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সুপারিশ করা মিলেনিয়াম টিভি,  আব্বাসউল্লাহ শিকদারের  এটিভি, বসুন্ধরা গ্রুপের   নিউজ টোয়েন্টিফোর; আলোচিত বিএসবি ফাউন্ডেশনের ক্যামব্রিয়ান টিভি চ্যানেল,  ঢাকা উত্তরের মেয়র  আনিসুল হকের মালিকাধানীন জাদু মিডিয়া লিমিটেডের জাদু টিভি; মিডিয়া বাংলাদেশ লিমিটেডের আমার গান, যার চেয়ারম্যান  তরুণ দে এবং ব্রডকাস্ট ওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেডের চ্যানেল টোয়েন্টি ওয়ান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি