রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মাহমুদুর রহমানের ৩ বছরের কারাদন্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০১৫

 

M-Rahman-400x265

স্টাফ রিপোর্টারঃ

সম্পদের বিবরণ দাখিল না করায় দুদকের দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ৩ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মার্চ সম্পদের বিবরণ দাখিলের জন্য মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুদক। নোটিশের জবাব না পাওয়ায় একই বছরের ১৩ জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নূর আহমেদ বাদি হয়ে মামলাটি করেন।

এ মামলায় একই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩ চলতি বছরের ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি